
05/25/2019
আজ শব্দ'র ১৩ তম জন্মদিন।
২৫ মে, ২০০৬; বেশ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে শব্দ'র প্রতিষ্ঠা হয়। দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার নিমিত্তে একঝাঁক তরুণ-তরুণীর সহযোগিতা ও অংশগ্রহনের মাধ্যমে শুরু হয় শব্দ'র পথচলা। নিয়মিত আবৃত্তি অনুশীলন, প্রশিক্ষণ ও শৈল্পিক পরিবেশনই ছিল মূল লক্ষ্য। পরবর্তীতে সঙ্গীতসহ শিল্পের বিভিন্ন মাধ্যমে এর কার্যক্রম বিস্তৃতি লাভ করে।
শব্দ সক্রিয়ভাবে কার্যক্রম অব্যাহত রাখে ১১বছর। গত দু'বছর শব্দ'র কার্যক্রম স্হিত আছে। নতুনভাবে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। শব্দ'র দর্শক-শ্রোতাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আশা করছি শীঘ্রই শব্দ ফের স্বরূপে ফিরে আসবে শৈল্পিক কার্যক্রম নিয়ে।
শব্দ'র ১৩ তম বর্ষে পদার্পণের প্রাক্কালে সকল সদস্য, দর্শক- শ্রোতা ও শুভানুধ্যায়ীদের জানাই অকৃত্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকুন সতত।
শুভেচ্ছান্তে,
ইভান চৌধুরী
পরিচালক
শব্দ রিসাইটেশন ইন্সটিটিউট এণ্ড কালচারাল মিডিয়া ইনক্