Izma travel & tours

Izma travel & tours মন বলে চল ফিরে আবার। স্বপ্ন যাবে বাড়ি আমার।
Izma travel আপনর বাড়ি জাওয়ার শোঙ্গী |

📢 সৌদি আরব ভিসার গুরুত্বপূর্ণ আপডেট!সৌদি এম্বাসির নতুন নিয়ম অনুযায়ী, হাউজ ভিসা বাদে বাকি সকল ভিসার জন্য তাকামুল ট্রেনিং ...
23/06/2025

📢 সৌদি আরব ভিসার গুরুত্বপূর্ণ আপডেট!সৌদি এম্বাসির নতুন নিয়ম অনুযায়ী, হাউজ ভিসা বাদে বাকি সকল ভিসার জন্য তাকামুল ট্রেনিং সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে ✅🔴 তাই আর হেলাফেলা নয়! দ্রুত সব যাত্রীদের ট্রেনিংয়ের ব্যবস্থা করুন।ট্রেনিং করার ধাপসমূহ:1️⃣ লিংকে যান 👉 https://svp-international.pacc.sa/home2️⃣ একটি ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করুন। (ইঞ্জাজের পেশা অনুযায়ী ও পাসপোর্ট অনুযায়ী)3️⃣ রেজিস্ট্রেশন শেষে ৫০ ডলার পেমেন্ট সম্পন্ন করুন।4️⃣ রেজিস্ট্রেশন স্লিপটি ডাউনলোড করে প্রিন্ট করুন।5️⃣ নির্ধারিত তারিখে যাত্রীকে পাসপোর্ট ও রেজিস্ট্রেশন ফর্মসহ ট্রেনিং সেন্টারে পাঠান।📌 বি:দ্র:পরীক্ষায় বসার আগে অবশ্যই ভিসার পেশা অনুযায়ী কী কী কাজ করতে হয় সেই বিষয়ে ভালোভাবে ধারণা নিয়ে যাবেন।❗ ফেল করলে পুনরায় পরীক্ষা দিতে হবে এবং সময় ও টাকা দুটোই নষ্ট হবে।⸻✅ দয়া করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি অন্যান্য এজেন্ট, যাত্রী এবং স্বজনদের সঙ্গে শেয়ার করুন।📞 আরও তথ্যের জন্য ইনবক্স করুন অথবা সরাসরি যোগাযোগ করুন। #ভিসা_বিক্রয় #বাংলাদেশ_থেকে_সৌদি #সরাসরি_চাকরি

May this special day bring you endless blessings and may your homes be filled with laughter and love.         ゚viralfbre...
05/06/2025

May this special day bring you endless blessings and may your homes be filled with laughter and love.

゚viralfbreelsfypシ゚viral

04/06/2025


🚨🚨স্বর্ণ আনায় নতুন নিয়ম: বছরে একবারই সুযোগ🚨🚨📢 ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ📅 তারিখ: ২ জুন ২০২৫✈️ প্রব...
03/06/2025

🚨🚨স্বর্ণ আনায় নতুন নিয়ম: বছরে একবারই সুযোগ🚨🚨

📢 ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
📅 তারিখ: ২ জুন ২০২৫

✈️ প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট!

ঘন ঘন ব্যাগেজ রুলসের সুবিধায় স্বর্ণ আনা রোধে নতুন নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তী সরকার।

🟡 নতুন নিয়ম অনুযায়ী:

👉 এখন থেকে কোনো যাত্রী বছরে একবারের বেশি ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনতে পারবেন না।

👉 এখনো ১০ ভরি বা ১১৭ গ্রাম স্বর্ণ আনতে পারবেন, তবে শুধু একবার – আর তা হলে শুল্ক দিতে হবে ৪০,০০০ টাকা।

👉 বাণিজ্যিক আমদানির সুযোগ থাকলেও অনেকেই ব্যাগেজ রুলসকে ব্যবহার করছেন কারণ এটি তুলনামূলকভাবে সস্তা।

⚠️ এই সুযোগে কিছু চক্র চোরাচালানে যুক্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সরকার জানিয়েছে, বৈধ আমদানির মাধ্যমে গত চার বছরে এসেছে মাত্র ১৪৫ কেজি স্বর্ণ, অথচ ব্যাগেজ রুলসে প্রতিদিন শত কেজির বেশি স্বর্ণ দেশে ঢুকছে — যা নিয়ন্ত্রণের বাইরে।

👩‍🦱 আগের নিয়মে নারী যাত্রীরা ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার আনতে পারতেন বিনা শুল্কে, তবে নতুন নির্দেশনার পর সেটিও আর আগের মতো কার্যকর থাকবে না।

📌 আপনি বা আপনার পরিচিত কেউ যদি স্বর্ণ আনতে চান – অবশ্যই নিয়ম জেনে তবেই সিদ্ধান্ত নিন। নিয়ম ভাঙলে শাস্তি পেতে হতে পারে।

📲 আরও তথ্য ও আপডেট পেতে যুক্ত থাকুন বাংলা এভিয়েশন-এর সাথে।

অন্য প্রবাসীদের জানাতে এই পোস্ট শেয়ার করুন।

#স্বর্ণআমদানি #ব্যাগেজরুলস #প্রবাসী_সচেতনতা

✈️ ইজিপ্ট এয়ার আপডেটঢাকা থেকে কায়রোগামী যাত্রীদের জন্য “OK TO BOARD” স্ট্যাটাস বন্ধ করা হয়েছে।বাংলাদেশ ইমিগ্রেশনের নির্দ...
03/06/2025

✈️ ইজিপ্ট এয়ার আপডেট
ঢাকা থেকে কায়রোগামী যাত্রীদের জন্য “OK TO BOARD” স্ট্যাটাস বন্ধ করা হয়েছে।
বাংলাদেশ ইমিগ্রেশনের নির্দেশনায় এ সিদ্ধান্ত নিয়েছে ইজিপ্ট এয়ার।

✅ যাদের USA, UK, Canada, Schengen, Australia বা Japan-এর ব্যবহৃত ও বৈধ ভিসা আছে, তারা আগের নিয়মে Visa on Arrival পাবেন।


প্রবাসে যেকোন অসুখে চিকিৎসা নিন আমি প্রবাসী অ্যাপে!'প্রবাসী স্বাস্থ্যসেবায়' কিভাবে ডাক্তার দেখাবেন?১। আমি প্রবাসী অ্যাপ ...
02/06/2025

প্রবাসে যেকোন অসুখে চিকিৎসা নিন আমি প্রবাসী অ্যাপে!

'প্রবাসী স্বাস্থ্যসেবায়' কিভাবে ডাক্তার দেখাবেন?

১। আমি প্রবাসী অ্যাপ থেকে প্রবাসী স্বাস্থ্যসেবা ক্লিক করুন।
২। প্রবাসী স্বাস্থ্যসেবা ড্যাশবোর্ড থেকে পছন্দানুযায়ী ডাক্তার খুঁজুন।
৩। অথবা, ডাক্তারের নাম কিংবা রোগের ধরন অনুযায়ী সার্চ করতে পারেন।
৪। এছাড়া ড্যাশবোর্ড থেকে ডিপার্টমেন্ট কিংবা রোগের ধরন অনুযায়ী ডাক্তারের তালিকা পাবেন।
৫। ডাক্তার নির্বাচন করার পর আপনি চাইলে তাৎক্ষনিক ডাক্তার বুক করতে পারেন অথবা পরবর্তী সময়ের জন্য ডাক্তার শিডিউল করতে পারেন।
৬। তাৎক্ষনিক ডাক্তার দেখাতে উক্ত ডাক্তারের অধীনে ‘See Doctor now’ ক্লিক করুন।
নির্ধারিত পেমেন্ট সম্পন্ন করুন।
৭। পেমেন্ট হয়ে গেলে রোগী সম্পর্কিত তথ্য পূরণ করুন।
৮। তথ্য পূরণের পর ডাক্তারের সাথে ভিডিও কলে কথা বলুন।
৯। পরবর্তী সময়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে ‘Set Appointment’ ক্লিক করে সময় নির্বাচন করুন।
১০। পেমেন্ট হয়ে গেলে নির্ধারিত সময়ে রোগী সম্পর্কিত তথ্য পূরণ করে ডাক্তারের সাথে ভিডিও কলে কথা বলুন।
১১। পরামর্শ শেষে উক্ত ডাক্তারের অধীনে কিংবা আপনার প্রোফাইলে অনলাইন প্রেসক্রিপশন পাবেন।
আপনার প্রবাস জীবন হোক সুখের, যেকোন অসুখে ডাক্তার দেখান আমি প্রবাসী অ্যাপে।

#প্রবাসীস্বাস্থ্যসেবা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স – নতুন ব্যাগেজ নীতিমালা১. চেক-ইন ব্যাগেজ (মেইন লাগেজ):✅বিজনেস ক্লাস:▪️ সর্বোচ্চ ৫৫ কেজি (২টি ব...
01/06/2025

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স – নতুন ব্যাগেজ নীতিমালা
১. চেক-ইন ব্যাগেজ (মেইন লাগেজ):
✅বিজনেস ক্লাস:
▪️ সর্বোচ্চ ৫৫ কেজি (২টি ব্যাগে ভাগ করে নিতে হবে)
✅ইকোনমি ক্লাস:
▪️ সর্বোচ্চ ৪৫ কেজি (২টি ব্যাগে ভাগ করে)
▪️ অথবা ১টি ব্যাগে ২০ কেজি পর্যন্ত
২. হ্যান্ড ব্যাগেজ (হাতে নেওয়ার ব্যাগ):
✅বিজনেস ক্লাস:
▪️১টি ব্যাগ
▪️ সর্বোচ্চ ১০ কেজি
▪️ ব্যাগের মাপ: ২০ ইঞ্চি
✅ইকোনমি ক্লাস:
▪️ ১টি ব্যাগ
▪️ সর্বোচ্চ ৭ কেজি
▪️ ব্যাগের মাপ: ২০ ইঞ্চি
৩. কার্টুন:
▪️ সর্বোচ্চ মাপ: ২০" x ২০" ইঞ্চি
৪. বিশেষ নির্দেশনা:
কমপক্ষে ১টি ব্যাগ চেইনযুক্ত (জিপার) লাগেজ হতে হবে
৫. ভ্রমণ টিপস:
✅ ব্যাগের ওজন ও মাপ আগেই মিলিয়ে নিন
✅ নিয়ম না মানলে বিমানবন্দরে অতিরিক্ত চার্জ বা ঝামেলা হতে পারে

না, একটি বাণিজ্যিক ফ্লাইটে ক্যাপ্টেন চাইলেই যেকোনো যাত্রীকে ইচ্ছেমতো নিতে পারেন না তবে কোন যাত্রীকে ঝুঁকি বা নিরাপত্তার ...
31/05/2025

না, একটি বাণিজ্যিক ফ্লাইটে ক্যাপ্টেন চাইলেই যেকোনো যাত্রীকে ইচ্ছেমতো নিতে পারেন না তবে কোন যাত্রীকে ঝুঁকি বা নিরাপত্তার ইস্যু মনে হলে অফলোড করতে পারেন।একটি নির্দিষ্ট নিয়ম এবং নিরাপত্তা প্রটোকল অনুসরণ করেই যাত্রীদের বোর্ডিং হয়। নিচে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো:

ভিসা ( Except countries which issue "On arrival visa") না থাকলে কোন ট্রাভেল এজেন্সি বিদেশে ভ্রমনের টিকেট ইস্যু করবে না সুতরাং তার বিমানবন্দরে প্রবেশ করার কোন প্রশ্নই উঠে না। ডমেস্টিকে ভ্রমনের জন্য কোন পাসপোর্ট লাগে না।

**কেন পাইলট ইচ্ছেমতো যাত্রী নিতে পারেন না:
১) প্যাসেঞ্জার ম্যানিফেস্ট (Passenger Manifest):
প্রতিটি যাত্রী আগে থেকেই বুকিং করে থাকেন এবং তাঁদের নাম, পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্রের তথ্য একটি তালিকায় থাকে। এটি বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থার কাছে জমা দেওয়া হয়।
২) নিরাপত্তা চেক:
প্রতিটি যাত্রীকে স্ক্রিনিং, ব্যাগেজ চেক, ইমিগ্রেশন ইত্যাদি পার করতে হয়। কেউ যদি পাইলটের পরিচিত হন তবুও তাঁকে নিয়মের বাইরে নিয়ে যাওয়া আইনবিরুদ্ধ।
৩) এয়ারলাইনের নীতি:
এয়ারলাইনের নিজস্ব নীতিমালা আছে—যেখানে বোর্ডিং, ওজন ভারসাম্য (weight & balance), এবং সেফটি নিয়ম মেনে চলতে হয়।
৪) বিমান অধিদপ্তরের নিয়ম:
বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির (CAAB) নিয়ম অনুযায়ী, যাত্রী তালিকায় নাম না থাকলে কাউকে ফ্লাইটে উঠানো যায় না।

তবে কিছু ব্যতিক্রম থাকতে পারে:
• Deadhead Crew (অফ-ডিউটি ক্রু):
যদি কেউ এয়ারলাইনের নিজের পাইলট বা কেবিন ক্রু হন এবং নির্দিষ্ট অনুমতি থাকে, তবে তাঁকে ফ্লাইটে নেওয়া যেতে পারে।ককপিট ক্রু এবং কেবিন ক্রুরা GD তে ফ্লাই করেন।
• সার্ভিস বা জরুরি ভিত্তিতে:
বিশেষ পরিস্থিতিতে (যেমন, মেডিকেল এমারজেন্সি বা সরকারি আদেশ) কর্তৃপক্ষ অনুমতি দিলে কেউ ফ্লাইটে উঠতে পারেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সংক্রান্ত জরুরি ঘোষণাভারত এবং পাকিস্তানের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এ...
09/05/2025

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সংক্রান্ত জরুরি ঘোষণা

ভারত এবং পাকিস্তানের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে। এমতাবস্থায় বিমানের টরেন্টো, রোম এবং লন্ডনগামী ফ্লাইটসমূহের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে।

শুক্রবার থেকে আগামী ৩১ মে পর্যন্ত সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর টরেন্টো, লন্ডন এবং রোম ফ্লাইটসমূহের ফ্লাইটের পরিবর্তিত সময়সূচি জানানো হয়েছে। এর মধ্যে ঢাকা-টরেন্টো ফ্লাইট বিজি ৩০৫ বা ৩০৬ ঢাকা থেকে প্রস্থান ৩টা ৪৫ মিনিটের পরিবর্তে ৩টা (৪৫ মিনিট অগ্রগামী করা হয়েছে)। তবে টরেন্টো থেকে প্রস্থান অপরিবর্তিত রাখা হয়েছে।

ঢাকা লন্ডন ফ্লাইট বিজি ২০১ বা ২০২ ঢাকা থেকে প্রস্থান ৭টা ৪০ মিনিটের পরিবর্তে ৭টা (৪০ মিনিট অগ্রগামী করা হয়েছে) এবং লন্ডন থেকে প্রস্থান অপরিবর্তিত রয়েছে।

শুধু বৃহস্পতিবারের জন্য ঢাকা-লন্ডন, ঢাকা থেকে প্রস্থান ৮টা ৫০ মিনিটের পরিবর্তে ৮টা ১০ মিনিটে (৪০ মিনিট অগ্রগামী করা হয়েছে)।

এদিকে ঢাকা-রোম ফ্লাইট বিজি ৩৫৫ বা ৩৫৬ ঢাকা থেকে প্রস্থান ১১টা ৩০ মিনিটের পরিবর্তে ১০টা ৪৫ মিনিট এবং রোম থেকে প্রস্থান অপরিবর্তিত রয়েছে।

যাত্রীদের বিদ্যমান পরিস্থিতিতে পরিবর্তিত সময় অনুসারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর চেক-ইন কাউন্টারে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। যাত্রীদের এই সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

06/05/2025
আগামী কালকে সৌদি আরবে ঈদ আলহামদুলিল্লাহ,,সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক,,🌙
29/03/2025

আগামী কালকে সৌদি আরবে ঈদ আলহামদুলিল্লাহ,,সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক,,🌙

Address

Al Balad Area
Al Qunfudhah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Izma travel & tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category