31/08/2024
শ্রাদ্ধ (পর্ব ০১) 🌴🌹
🌹 শ্রাদ্ধ কি
শ্রাদ্ধ হিন্দুশাস্ত্রানুযায়ী পিতৃপুরুষের আত্মার শান্তির উদ্দেশে এবং তাদের আশীর্বাদ কামনায় দান-ধ্যান ও অতিথিভোজন অনুষ্ঠান। সাধারণত মৃত ব্যক্তির সন্তান কিংবা আত্যীয়-স্বজনরা এ অনুষ্ঠান পালন করে থাকে। অবশ্য ব্যক্তি নিজেও মৃত্যুর পূর্বে এ কাজ করে যেতে পারে।
🌹 শ্রাদ্ধের প্রকারভেদ
শ্রাদ্ধ প্রধানত তিন প্রকার: আদ্যশ্রাদ্ধ, আভু্যদয়িক বা বৃদ্ধিশ্রাদ্ধ ও সপিণ্ডীকরণ। আদ্যশ্রাদ্ধ অশৌচান্তে মৃত ব্যক্তির উদ্দেশে করণীয়। বর্ণভেদে ব্যক্তির মৃত্যুদিবসের ১১, ১৫ অথবা ৩০ দিন পরে এটি অনুষ্ঠিত হয়। মৃত ব্যক্তির পরিবারের লোকজন এ-কদিন ফলমূল, নিরামিষ এবং লবণ ছাড়া আতপ চালের ভাত খায়। শ্রাদ্ধের আগের দিন মৃত ব্যক্তির পুত্ররা মাথার চুল ফেলে দেয় এবং শাস্ত্রীয় নিয়ম-কানুনসমূহ পালন করে। শ্রাদ্ধের দিন সামর্থ্য অনুযায়ী আত্মীয়-স্বজনসহ পাড়া-প্রতিবেশীদের নিমন্ত্রণ করে খাওয়ায়। নিকট অতীতে ধনী ব্যক্তিরা কয়েক হাজার পর্যন্ত লোককে খাওয়াত; বর্তমানে আর্থ-সামাজিক পরিবর্তনের কারণে সেই মানসিকতার পরিবর্তন ঘটেছে। শ্রাদ্ধ উপলক্ষে ব্রাহ্মণ ও আত্মীয়-স্বজনদের নানারকম দান-ধ্যানও করা হয়।
উপনয়ন, বিবাহ ইত্যাদি শুভকাজের পূর্বে পিতৃপুরুষের আশীর্বাদ কামনায় যে শ্রাদ্ধ করা হয়, তার নাম আভু্যদয়িক বা বৃদ্ধিশ্রাদ্ধ। আর সপিণ্ডীকরণ শ্রাদ্ধ হলো যা ব্যক্তির মৃত্যুর এক বছর পরে করা হয়। এ তিনটি ছাড়া আরও কয়েক প্রকার শ্রাদ্ধ আছে। যেমন, মহালয়া প্রভৃতি বিশেষ হিন্দু আচার উপলক্ষে এবং বিশেষ তিথিতে কারও মৃত্যু হলে তার উদ্দেশে যে শ্রাদ্ধ করা হয় তার নাম পার্বণশ্রাদ্ধ। পার্বণশ্রাদ্ধে সাধারণত পিতৃপক্ষের তিন পুরুষ ও মাতৃপক্ষের তিন পুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করা হয়। এক সঙ্গে একজন মৃত ব্যক্তির উদ্দেশে যে শ্রাদ্ধ করা হয় তার নাম একোদ্দিষ্ট শ্রাদ্ধ। অম্বষ্টকা নামেও এক প্রকার শ্রাদ্ধ আছে; তবে এর প্রচলন কম। হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান গয়ায় বিষ্ণুপাদপদ্ম শ্রাদ্ধ করা প্রশস্ত। অনেক ধনী ব্যক্তি পিতা-মাতার শ্রাদ্ধ গয়াধামে গিয়ে করে থাকেন। শ্রাদ্ধ বিষয়ে শূলপাণির শ্রাদ্ধবিবেক ও রঘুনন্দনের শ্রাদ্ধতত্ত্ব বঙ্গদেশে অতি প্রামাণ্য গ্রন্থরূপে বিবেচিত হয়। শ্রাদ্ধের গুরুত্ব
পিতৃপক্ষে পুত্র কর্তৃক শ্রাদ্ধানুষ্ঠান হিন্দুধর্মে অবশ্য করণীয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের ফলেই মৃতের আত্মা স্বর্গে প্রবেশাধিকার পান। এই প্রসঙ্গে গরুড় পুরাণ গ্রন্থে বলা হয়েছে, "পুত্র বিনা মুক্তি নাই। ধর্মগ্রন্থে গৃহস্থদের দেব, ভূত ও অতিথিদের সঙ্গে পিতৃতর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। মার্কণ্ডেয় পুরাণ গ্রন্থে বলা হয়েছে, পিতৃগণ শ্রাদ্ধে তুষ্ট হলে স্বাস্থ্য, ধন, জ্ঞান ও দীর্ঘায়ু এবং পরিশেষে উত্তরপুরুষকে স্বর্গ ও মোক্ষ প্রদান করেন।
বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠানে যাঁরা অপারগ, তাঁরা সর্বপিতৃ অমাবস্যা পালন করে পিতৃদায় থেকে মুক্ত হতে পারেন। শর্মার মতে, শ্রাদ্ধ বংশের প্রধান ধর্মানুষ্ঠান। এই অনুষ্ঠানে পূর্ববর্তী তিন পুরুষের উদ্দেশ্যে পিণ্ড ও জল প্রদান করা হয়, তাঁদের নাম উচ্চারণ করা হয় এবং গোত্রের পিতাকে স্মরণ করা হয়। এই কারণে একজন ব্যক্তির পক্ষে বংশের ছয় প্রজন্মের নাম স্মরণ রাখা সম্ভব হয় এবং এর ফলে বংশের বন্ধন দৃঢ় হয়। ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ের পুরাতাত্ত্বিক উষা মেননের মতেও, পিতৃপক্ষ বংশের বিভিন্ন প্রজন্মের মধ্যে সম্পর্ককে সুদৃঢ় করে। এই পক্ষে বংশের বর্তমান প্রজন্ম পূর্বপুরুষের নাম স্মরণ করে তাঁদের শ্রদ্ধা নিবেদন করে। পিতৃপুরুষের ঋণ হিন্দুধর্মে পিতৃমাতৃঋণ অথবা গুরুঋণের সমান গুরুত্বপূর্ণ।
🌹 কিংবদন্তি
হিন্দু পুরাণ অনুযায়ী, জীবিত ব্যক্তির পূর্বের তিন পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন। এই লোক স্বর্গ ও মর্ত্যের মাঝামাঝি স্থানে অবস্থিত। পিতৃলোকের শাসক মৃত্যুদেবতা যম। তিনিই সদ্যমৃত ব্যক্তির আত্মাকে মর্ত্য থেকে পিতৃলোকে নিয়ে যান। পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় (ঈশ্বর) লীন হন এবং এই প্রক্রিয়ায় তিনি শ্রাদ্ধানুষ্ঠানের উর্ধ্বে উঠে যান। এই কারণে, কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী তিন প্রজন্মেরই শ্রাদ্ধানুষ্ঠান হয়ে থাকে; এবং এই শ্রাদ্ধানুষ্ঠানে যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
হিন্দু মহাকাব্য (যা হিন্দুশাস্ত্রের মধ্যে ইতিহাস নামে পরিচিত) অনুযায়ী, সূর্য কন্যারাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষ সূচিত হয়। লোকবিশ্বাস অনুযায়ী, এই সময় পূর্বপুরুষগণ পিতৃলোক পরিত্যাগ করে তাঁদের উত্তরপুরুষদের গৃহে অবস্থান করেন। এর পর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে, তাঁরা পুনরায় পিতৃলোকে ফিরে যান। পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে হিন্দুদের পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণাদি করতে হয়।
মহাভারত অনুযায়ী, প্রসিদ্ধ দাতা কর্ণের মৃত্যু হলে তাঁর আত্মা স্বর্গে গমন করলে, তাঁকে স্বর্ণ ও রত্ন খাদ্য হিসেবে প্রদান করা হয়। কর্ণ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন, কর্ণ সারা জীবন স্বর্ণই দান করেছেন, তিনি পিতৃগণের উদ্দেশ্যে কোনোদিন খাদ্য প্রদান করেননি। তাই স্বর্গে তাঁকে স্বর্ণই খাদ্য হিসেবে প্রদান করা হয়েছে। কর্ণ বলেন, তিনি যেহেতু তাঁর পিতৃগণের সম্পর্কে অবহিত ছিলেন না, তাই তিনি ইচ্ছাকৃতভাবে পিতৃগণকে স্বর্ণ প্রদান করেননি। এই কারণে কর্ণকে ষোলো দিনের জন্য মর্ত্যে গিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করার অনুমতি দেওয়া হয়। এই পক্ষই পিতৃপক্ষ নামে পরিচিত হয়। এই কাহিনির কোনো কোনো পাঠান্তরে, ইন্দ্রের বদলে যমকে দেখা যায়।
মহালয়া পক্ষের পনেরোটি তিথির নাম হল প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী ও অমাবস্যা। হিন্দু বিশ্বাস অনুযায়ী, যে ব্যক্তি তর্পণে ইচ্ছুক হন, তাঁকে তাঁর পিতার মৃত্যুর তিথিতে তর্পণ করতে হয়।Funeral (Part 01) 🌴🌹
What 🌹 funeral
Hindusastranuyayi to the funeral of the father of the spirit of peace and charity, and atithibhojana seeking their blessing ceremony. Relatives of the deceased person, usually a child or atyiya-in ceremony is observed. However, a person can go to work on before his death.
Types of shraddha 🌹
Funeral mainly three types: adyasraddha, abhuyadayika or brddhisraddha and sapindikarana. Adyasraddha asaucante be done to the dead man. Barnabhede person's death, 11, 15, or 30 days after it was held. The dead man's family a few fruits, vegetarian and eat rice with salt sunshine. Shraddha day before the sons of the dead man's hair and threw kanunasamuha plays classical rules. Shraddha the ability to feed the family sbajanasaha neighbors invited. A few thousand people were fed up with the rich past; At present, due to socio-economic change in the mentality has changed. Brahmins and relatives on the occasion of funeral-meditation is giving all sorts.
Initiation ceremony, blessing and praying for fathers before marriage, and good deeds are the funeral, his name or brddhisraddha abhuyadayika. And sapindikarana the funeral, which was one year after the person's death. There are more than a few of these funeral. For example, the Hindu rituals etc. mahalaya special occasion and one grandparent dies and his funeral was the name of that parbanasraddha. Three men and three women pitrpaksera matrpaksera parbanasraddhe usually is given the ball. The funeral of a deceased person is the one with the name of the funeral ekoddista. Ambastaka there is also a kind of funeral; However, circulation less. One of the major Hindu pilgrimage to Gaya bisnupadapadma funeral wide. Many wealthy individuals have been visiting his parents gayadhame funeral. Sulapanira the funeral sraddhabibeka and Raghunandan sraddhatattba Bengal is considered the most authoritative book. The importance of shraddha
Shraddha by a son pitrpakse Hindu ritual must be done. Get access to this program due to the deceased in heaven. In this context, the Garuda Purana it is said, "Son, there is no release. The scriptures give a householder, ghosts, and the guests were asked to pitrtarpanera. Markandeya Purana, please grieving ancestors health, wealth, wisdom and longevity, and ultimately heaven and salvation handed over.
Annual shraddha those who are unable, they can be free from pitrdaya play sarbapitr new moon. According to Sharma, chief of the fathers funeral rituals. On this occasion the ball, and the three men were given water, and the tribe of their father's name is pronounced to be remembered. For this reason, on behalf of the family of a person is unable to remember the names of six generations of the family and the ties are strong. According to archaeological Usha Menon of Drexel University, pitrpaksa ties to several generations of descendants. The current generation of the family to pay homage to their ancestors by name. Hinduism pitrmatrrna gururnera debt or equally important.
🌹 legend
According to Hindu mythology, a person living in the previous three generations living pitrloke. This guy is situated between heaven and earth. Manes ruler of death, Yama. He took sadyamrta pitrloke from the spirit of the earth. After the death of the previous generation, the next generation of manes and paramatmaya up to heaven (God), and in the process he disappeared sraddhanusthanera go up above. For this reason, the previous three prajanmerai Shraddha is the only living person; He played an important role in the shraddha and restraint.
Hindu epics (which is known as the history of hindusastrera), the sun entered Virgo pitrpaksa was initiated. According to the vox populi, this time leaving their children in the house stayed manes ancestry. When the sun enters Scorpio signs, and they go back to re-pitrloke. Tarpanadi the fathers in the first ancestors are Hindus.
According to the Mahabharata, the legendary donor Karna died, his soul went to heaven when he was awarded the gold and jewels as food. Indra Indra told Karna asked the reason, gold has given ears all his life, he was never the purpose of the fathers did not offer food. So gold food has been given to him in heaven. Karna said, since he was not unaware of his ancestors, so he deliberately did not provide forefathers gold. For this reason, Shraddha and subsequently sixteen days on earth are allowed to deliver food and water. This is known as pitrpaksa sides. In some versions of the story, instead of Indra yamake be seen.
Tithi is the name of the party fifteen mahalaya pratipada, second, third, fourth, Panchami, Sasthi, saptami, Ashtami, nine, Dashami, Ekadashi, twelfth, thirteenth, and the new moon caturdasi. According to Hindu belief, the person who was willing to tarpane, the death of his father, grandparent is libation.
বিশ্ব হিন্দু পরিষদ পেজ এর থেকে সংগ্রহ!!