12/05/2024
এবারের গ্রীষ্মকালীন ভ্রমণটা আমাদের কাছে খুবই Special ছিলো কারণ এটা ছিল আমাদের ২৫ বছরের বিবাহবার্ষিকী পূর্তির বছর। সেই ১৯.০৪.১৯৯৯ থেকে শুরু করে কিভাবে যে ২৫ বছর পার হয়ে গেল এখনো ঠিক বিশ্বাস হয়না, মনে হয় এইতো সেদিন ...
যাই হোক সেই সময় অল্প বয়স, চরম জীবনযুদ্ধে লিপ্ত তাই Honeymoon টাও করার মতন সুযোগ এবং সামর্থ কোনটাতেই কুলায়নি। এর জন্য আমার মালকিনের মনে খুবই দুঃখ; তাই মনে মনে ঠিক করেছিলাম এবারের বিবাহবার্ষিকীতে এমন একটা Surprise দেব যা আমার মালকিনের দুঃখ কিছুটা হলেও দুর করবে!
আমি তো সব কিছুতেই মাধবের মুখাপেক্ষী, তার মুখ চেয়েই বসে ছিলাম। এমনিতেই daily routine-এ যা ব্যস্ততা থাকে তাতে দুজনে বসে কথাবলারই সময় থাকে না, তাই এবারের Trip-এ আমরা কোথায় যাচ্ছি তা মাধব ছাড়া আর কারোরি জানা ছিলো না। শুধু চারমাস আগে বিবাহবার্ষিকীর date অনুসারে Train-এর টিকিট টাই শুধু কেটে রাখা ছিলো।
Trip শুরুর এক সপ্তাহ আগে আমাদের Mukta Mone Travel association এর অত্যন্ত নির্ভরযোগ্য driver Kewal Thapa কে শুধু বলেছিলাম যে এমন ভাবে Trip-টা design করো যেন তা আমার মালকিনের দুঃখ ভোলাতে পারে। Kewal Sikkim-এর ছেলে, ওর পুরো Sikkim হাতের তালুর মতন চেনা, তাই ওর উপরই সব ছেড়ে দিয়েছিলাম।
Kewal যে এভাবে আমার ভরসার মর্যাদা রাখবে তা আমার ধারনা ছিলো না। সত্যিই এমন একটা Trip ও আমাদের জন্য plan করে ছিলো যার কোন তুলনাই হয়না!
এবার ও আমাদের যে যে জায়গাতে রেখেছে, যে ভাবে ও আমাদের Guide করে ঘুরিয়েছে তার সত্যিই কোন তুলনা নেই!
এমিতে আমরা এক Trip-এ গাড়ির Journey avoid করতে খুব বেশি আলাদা আলাদা জায়গায় ঘুরিনা কিন্তু এবার ছিল দুঃখ ভোলানোর Trip, তাই প্রত্যেক দিন একটা করে নতুন জায়গায় ছিলাম, আর শুধু ছিলাই না যে যে জায়গায় যে যে ভাবে ছিলাম তার পর আর আমার মালকিনের মনে কোন দুঃখ নেই। ওর এই খুশিটাই এই Trip-এ আমার সবচেয়ে বড় প্রাপ্তি; আর এ সব কিছুর জন্য এক এবং অদ্বিতীয়ম হল আমার মাধব! সে চাইলে কি না হয় ...
Kewal আমাদের Pelling-এ যে Homestay তে রেখেছিল তার review আমাদের www.youtube.com/ তে দিলাম, এটি সত্যিই অসাধারণ!