রবি ঠাকুরের ঘর

রবি ঠাকুরের ঘর রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আবৃত্তি, গল্প, আলোচনা সবকিছু হবে সুস্থ পরিবেশে

গত শনিবার -১৯ শে জুলাই উত্তরপাড়া গণ ভবনে এক অসাধারণ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিলেন বেলুড় এবং উত্তরপাড়া "সুরমঞ্জর...
30/07/2025

গত শনিবার -১৯ শে জুলাই উত্তরপাড়া গণ ভবনে এক অসাধারণ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিলেন বেলুড় এবং উত্তরপাড়া "সুরমঞ্জরী" । অত্যন্ত প্রাসঙ্গিক
ও সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনার কথা মাথায় রেখে রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও শিক্ষিকা Sriparna Chakraborty রবি ঠাকুরের নৃত্য নাট্য "শ্যামা" "চিত্রাঙ্গদা" ইত্যাদি তে পরিবেশিত গান গুলো বাদ দিয়ে যে গানগুলো আছে অধিকাংশ সেই গান গুলো নিয়ে এবং বিভিন্ন নাটকের কথোপকথন নিয়ে একটি নৃত্যনাট্য সঙ্কলিত করেছেন "করো কলঙ্কশূন্য"। তাঁর ছাত্র ও ছাত্রীরা পরিবেশনা করেছেন গান ও নাটকের অংশ। নৃত্য পরিচালনা করেছেন কাজল ঘোষ ও শিপ্রা ঘোষ। যন্ত্রসংগীতে ছিলেন পার্থ মুখোপাধ্যায়, দেবাশীষ সাহা, ও তথাগত মিশ্র। অসাধারণ নিবেদন, ভাষায় প্রকাশ করা বড্ডো কঠিন । তবে এটুকু বলতে পারি এতো সর্বাঙ্গীন সুন্দর অনুষ্ঠানের সঙ্গে থাকতে পেরে খুব, খুব ভালো লেগেছে। কানায় কানায় পূর্ণ প্রেক্ষাগৃহে এই সুন্দর অনুষ্ঠান করতে পেরে শিল্পী বন্ধুদের ও খুব ভালো লেগেছে।

29/07/2025

গত শনিবার -১৯ শে জুলাই উত্তরপাড়া গণ ভবনে এক অসাধারণ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিলেন বেলুড় এবং উত্তরপাড়া "সুরমঞ্জরী" । অত্যন্ত প্রাসঙ্গিক
ও সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনার কথা মাথায় রেখে রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও শিক্ষিকা Sriparna Chakraborty রবি ঠাকুরের নৃত্য নাট্য "শ্যামা" "চিত্রাঙ্গদা" ইত্যাদি তে পরিবেশিত গান গুলো বাদ দিয়ে যে গানগুলো আছে অধিকাংশ সেই গান গুলো নিয়ে এবং বিভিন্ন নাটকের কথোপকথন নিয়ে একটি নৃত্যনাট্য সঙ্কলিত করেছেন "করো কলঙ্কশূন্য"। তাঁর ছাত্র ও ছাত্রীরা পরিবেশনা করেছেন গান ও নাটকের অংশ। নৃত্য পরিচালনা করেছেন কাজল ঘোষ ও শিপ্রা ঘোষ। যন্ত্রসংগীতে ছিলেন পার্থ মুখোপাধ্যায়, দেবাশীষ সাহা, ও তথাগত মিশ্র। অসাধারণ নিবেদন, ভাষায় প্রকাশ করা বড্ডো কঠিন । কিছু অংশ আপনাদের শোনানোর চেষ্টা করছি-

29/07/2025

গত শনিবার -১৯ শে জুলাই উত্তরপাড়া গণ ভবনে এক অসাধারণ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিলেন বেলুড় এবং উত্তরপাড়া "সুরমঞ্জরী" । অত্যন্ত প্রাসঙ্গিক
ও সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনার কথা মাথায় রেখে রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও শিক্ষিকা Sriparna Chakraborty রবি ঠাকুরের নৃত্য নাট্য "শ্যামা" "চিত্রাঙ্গদা" ইত্যাদি তে পরিবেশিত গান গুলো বাদ দিয়ে যে গানগুলো আছে অধিকাংশ সেই গান গুলো নিয়ে এবং বিভিন্ন নাটকের কথোপকথন নিয়ে একটি নৃত্যনাট্য সঙ্কলিত করেছেন "করো কলঙ্কশূন্য"। তাঁর ছাত্র ও ছাত্রীরা পরিবেশনা করেছেন গান ও নাটকের অংশ। নৃত্য পরিচালনা করেছেন কাজল ঘোষ ও শিপ্রা ঘোষ। যন্ত্রসংগীতে ছিলেন পার্থ মুখোপাধ্যায়, দেবাশীষ সাহা, ও তথাগত মিশ্র। অসাধারণ নিবেদন, ভাষায় প্রকাশ করা বড্ডো কঠিন । কিছু অংশ আপনাদের শোনানোর চেষ্টা করছি-

29/07/2025

গত শনিবার -১৯ শে জুলাই উত্তরপাড়া গণ ভবনে এক অসাধারণ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিলেন বেলুড় এবং উত্তরপাড়া "সুরমঞ্জরী" । অত্যন্ত প্রাসঙ্গিক ও সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনার কথা মাথায় রেখে রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও শিক্ষিকা Sriparna Chakraborty রবি ঠাকুরের নৃত্য নাট্য "শ্যামা" "চিত্রাঙ্গদা" ইত্যাদি তে পরিবেশিত গান গুলো বাদ দিয়ে যে গানগুলো আছে অধিকাংশ সেই গান গুলো নিয়ে এবং বিভিন্ন নাটকের কথোপকথন নিয়ে একটি নৃত্যনাট্য সঙ্কলিত করেছেন "করো কলঙ্কশূন্য"। তাঁর ছাত্র ও ছাত্রীরা পরিবেশনা করেছেন গান ও নাটকের অংশ। নৃত্য পরিচালনা করেছেন কাজল ঘোষ ও শিপ্রা ঘোষ। যন্ত্রসংগীতে ছিলেন পার্থ মুখোপাধ্যায়, দেবাশীষ সাহা, ও তথাগত মিশ্র। অসাধারণ নিবেদন, ভাষায় প্রকাশ করা বড্ডো কঠিন । কিছু অংশ আপনাদের শোনানোর চেষ্টা করছি-

21/07/2025

বিগত প্রায় বারো বছর "রবি ঠাকুরের ঘর" গ্রুপ এর মধ্য দিয়ে আমার সাধ্যের মধ্যে যতটা সম্ভব চেষ্টা করেছি পৃথিবীর সব রবীন্দ্রানুরাগী রুচিশীল মানুষের কাছে নতুন প্রজন্মের শিল্পীবন্ধুদের গানকে পৌঁছে দেবার, কতটা সফল জানিনা তবে এই প্রয়াসের জন্য অনেক নতুন শিল্পীবন্ধুদের সঙ্গে পরিচয় হওয়া আমার কাছে ভীষণ বড়ো পাওয়া, রবীন্দ্রনাথ ঠাকুর আমার জীবনদেবতা আর ওনাকে নিয়ে যাঁরা কাজ করছেন তাঁরা ওনার দূত, আমার সুযোগ হয়নি ওনার চরনে প্রণতি জানানোর তাই যাঁরা রবি ঠাকুরের অসীম সৃষ্টি নিয়ে কাজ করছেন আমি তাঁদের মধ্য দিয়ে ওনাকে অনুভব করার চেষ্টা করি।

নতুন প্রজন্মের উদীয়মান রবীন্দ্রসঙ্গীত শিল্পীবন্ধুদের মধ্যে যাদের গান মন ছুঁয়ে যায় তাদের মধ্যে Mithu Kundu এক অন্যতম ব্যতিক্রমি শিল্পী-

গানটি শুনে কেমন লাগলো অবশ্যই জানাবেন, গঠনমূলক সমালোচনা সব সময়ই শিল্পীবন্ধুদের আরো ভালো করার সুযোগ দেবে বলে মনে করি--

19/07/2025
08/07/2025

বিগত প্রায় ১২ বছর ধরে "রবি ঠাকুরের ঘর" গ্রুপ এর মধ্য দিয়ে আমার সাধ্যের মধ্যে যতটা সম্ভব চেষ্টা করেছি পৃথিবীর সব রবীন্দ্রানুরাগী রুচিশীল মানুষের কাছে নতুন প্রজন্মের শিল্পীবন্ধুদের গানকে পৌঁছে দেবার, কতটা সফল জানিনা তবে এই প্রয়াসের জন্য অনেক নতুন শিল্পীবন্ধুদের সঙ্গে পরিচয় হওয়া আমার কাছে ভীষণ বড়ো পাওয়া, রবীন্দ্রনাথ ঠাকুর আমার জীবনদেবতা আর ওনাকে নিয়ে যাঁরা কাজ করছেন তাঁরা ওনার দূত, আমার সুযোগ হয়নি ওনার চরনে প্রণতি জানানোর তাই যাঁরা রবি ঠাকুরের অসীম সৃষ্টি নিয়ে কাজ করছেন আমি তাঁদের মধ্য দিয়ে ওনাকে অনুভব করার চেষ্টা করি।

নতুন প্রজন্মের উদীয়মান রবীন্দ্রসঙ্গীত শিল্পীবন্ধুদের মধ্যে যাদের গান মন ছুঁয়ে যায় তাদের মধ্যে Biswarup Goswami এক অন্যতম ব্যতিক্রমী শিল্পী-

গানটি শুনে কেমন লাগলো অবশ্যই জানাবেন, গঠনমূলক সমালোচনা সব সময়ই শিল্পীবন্ধুদের আরো ভালো করার সুযোগ দেবে বলে মনে করি--

08/07/2025

নতুন প্রজন্মের অনেক উদীয়মান শিল্পীবন্ধুর গান আপনাদের আমি শুনিয়েছি, আজ এমন একজনের গান শোনাব যাঁর গান আপনাদের মুগ্ধ করবেই, শুনুন শিল্পীবন্ধু Debalina Bhattacharya এর কণ্ঠে এই গানটি, মতামত অবশ্যই জানাবেন --

06/07/2025

আপনারা সকলেই জানেন যে আগামী ১৯ শে জুলাই (শনিবার) স্থান: উত্তরপাড়া গনভবন, সময়:বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে " সুরমঞ্জরী" র বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‌।

সকল সংস্কৃতি অনুরাগী, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে আমন্ত্রণ জানাচ্ছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষিকা Sriparna Chakraborty তাঁর বহুদিনের পরিশ্রমে গড়ে তোলা "সুরমঞ্জরী" র অনুষ্ঠানে। পরিবেশনায় ওনার স্নেহের ছাত্র ছাত্রীরা:

সঙ্গীতে: শ্রুতি ব্যানার্জি, জ্যোতির্ময় পন্ডিত ( অতিথি শিল্পী),অন্বেষা চক্রবর্তী, নীলিমা বসু, মনোনীতা বসু মুখার্জি,সুমনা ঘোষ, রিয়া চক্রবর্তী,বাণী সিনহা, পাপিয়া সিনহা,জয়শ্রী মুখার্জি, সুস্মিতা ভট্টাচার্য, মৈত্রী মিত্র,ঈশিতা পাল,কাজল সেনগুপ্ত, অভিষিক্তা ব্যানার্জি, শ্রাবণী ব্যানার্জি, মৌসুমী দলুই, শর্মিষ্ঠা ঘোষ ,সুজাতা কোলে, তামসী পাখিরা, মৌমিতা মুখার্জি, পুষ্পিতা শীল,কাজললতা গোস্বামী,সুভদ্রা দাশ, আল্পনা চক্রবর্তী,প্রতিমা রায়,
অশোক মৌলিক,সায়ন্তন ভট্টাচার্য,প্রদীপ কুমার বিশ্বাস।
আবৃত্তি: শ্রী পল্লব পাল ( অতিথি)
নৃত্য পরিচালনা: শ্রীমতি শিপ্রা ঘোষ ও শ্রী কাজল ঘোষ।

উদীয়মান রবীন্দ্র সঙ্গীত শিল্পী Sruty Banerjee র আন্তরিক আবেদন --

Address

Howrah

Telephone

+919830635772

Website

Alerts

Be the first to know and let us send you an email when রবি ঠাকুরের ঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রবি ঠাকুরের ঘর:

Share