
30/07/2025
গত শনিবার -১৯ শে জুলাই উত্তরপাড়া গণ ভবনে এক অসাধারণ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিলেন বেলুড় এবং উত্তরপাড়া "সুরমঞ্জরী" । অত্যন্ত প্রাসঙ্গিক
ও সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনার কথা মাথায় রেখে রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও শিক্ষিকা Sriparna Chakraborty রবি ঠাকুরের নৃত্য নাট্য "শ্যামা" "চিত্রাঙ্গদা" ইত্যাদি তে পরিবেশিত গান গুলো বাদ দিয়ে যে গানগুলো আছে অধিকাংশ সেই গান গুলো নিয়ে এবং বিভিন্ন নাটকের কথোপকথন নিয়ে একটি নৃত্যনাট্য সঙ্কলিত করেছেন "করো কলঙ্কশূন্য"। তাঁর ছাত্র ও ছাত্রীরা পরিবেশনা করেছেন গান ও নাটকের অংশ। নৃত্য পরিচালনা করেছেন কাজল ঘোষ ও শিপ্রা ঘোষ। যন্ত্রসংগীতে ছিলেন পার্থ মুখোপাধ্যায়, দেবাশীষ সাহা, ও তথাগত মিশ্র। অসাধারণ নিবেদন, ভাষায় প্রকাশ করা বড্ডো কঠিন । তবে এটুকু বলতে পারি এতো সর্বাঙ্গীন সুন্দর অনুষ্ঠানের সঙ্গে থাকতে পেরে খুব, খুব ভালো লেগেছে। কানায় কানায় পূর্ণ প্রেক্ষাগৃহে এই সুন্দর অনুষ্ঠান করতে পেরে শিল্পী বন্ধুদের ও খুব ভালো লেগেছে।