
26/01/2025
২৬শে জানুয়ারি আমাদের ইতিহাসের একটি স্মরণীয় দিন। এটি সেই দিন, যখন ভারত তার নিজস্ব সংবিধান প্রণয়ন করে নিজেকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। কিন্তু এই যাত্রা এত সহজ ছিল না; এটি সংগ্রামের, ত্যাগের এবং স্বাধীনতার জন্য লড়াইয়ের একটি গল্প।
ভারত ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীনতা অর্জন করে। কিন্তু তখন পর্যন্ত আমাদের নিজেদের কোনো সংবিধান ছিল না। দেশ পরিচালিত হতো ব্রিটিশদের প্রণীত আইন অনুযায়ী। স্বাধীনতার পর, প্রয়োজন ছিল একটি শক্তিশালী ও স্বাধীন সংবিধানের, যা ভারতের প্রতিটি নাগরিকের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করবে।
১৯৪৭ সালের ২৯শে আগস্ট, একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়, যার প্রধান ছিলেন ড. ভীমরাও আম্বেদকর। দীর্ঘ ২ বছর ১১ মাস ১৮ দিন ধরে চুলচেরা বিশ্লেষণ এবং আলোচনা শেষে ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর সংবিধান গ্রহণ করা হয়।
তবে, ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি এই সংবিধান কার্যকর করা হয়। এই দিনটিকে বেছে নেওয়া হয়েছিল কারণ ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি কংগ্রেসের "পূর্ণ স্বরাজ" বা সম্পূর্ণ স্বাধীনতা ঘোষণার দিন ছিল। তাই এই দিনটি ভারতের জন্য ঐতিহাসিক এবং প্রতীকী।
মোমেন্টাম পরিবারের পক্ষ থেকে আমরা এই গৌরবময় দিনে প্রতিটি ভারতবাসীকে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা। আসুন, একসঙ্গে এই দিনটি উদযাপন করি এবং আমাদের সংবিধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক নতুন ভারতের স্বপ্ন দেখি।
জয় হিন্দ! 🇮🇳