11/15/2025
শীতের পিঠা পুলি...
বাংলার শীত মানেই ঘরে ঘরে পিঠা-পুলির উৎসব। শীতের ভোরে চালের গুঁড়া, খেজুরের গুড় আর নারকেলের ঘ্রাণে ভরে ওঠে রান্নাঘর। পিঠা–পুলি শুধু খাবার নয়; এটি আমাদের গ্রামীণ ঐতিহ্য, আনন্দ আর পারিবারিক মিলনমেলার একটি বিশেষ অংশ।
আর সেই পিঠা যদি হয় মায়ের হাতের, তাহলেও তো কথাই নেই। চালের গুঁড়া, খেজুরের গুড়, নারকেল—এই সহজ উপকরণগুলো মায়ের জাদুকরী হাতে হয়ে ওঠে ভাপা পিঠা, দুধপুলি, পাটিসাপটা, চিতই কিংবা খেজুর পাটিসাপটা। মায়ের তৈরি পিঠার স্বাদ কখনও দোকানের বা অন্য কারও হাতের সঙ্গে তুলনা হয় না। কারণ প্রতিটি পিঠায় থাকে মায়ের স্নেহ আর পরিবারের মানুষদের মুখে হাসি ফোটানোর ইচ্ছা।
মায়ের হাতের পিঠা তাই শুধু খাবার নয়—এটি বাঙালির ঘরোয়া ঐতিহ্য, পারিবারিক আনন্দ আর ভালোবাসার প্রতীক।