28/06/2025
সফলতার শুরুর গল্প যথারীতি পাহাড়ি রাস্তার বাঁকের মতন এলোমেলো হয়।তবে যেটা সরল এবং সত্য সেটা হলো ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস, প্রাত্যাহিক চেষ্টা ও ভুল থেকে শেখার মানসিকতা। এজলেস এন্টাপ্রাইজ সেই শুভ্র গল্পকেই তাওয়াককুল করে ২১ বছর আগ থেকে আজ অবধি বহমান।
Ageless Colour