
11/07/2025
আমরা বিগত ৩২ বছরে স্থানীয় ও জাতীয় পর্যায়ের অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছোট-বড় প্রামাণ্যচিত্র নির্মাণ করেছি৷ আমরা এ মাসে নির্মাণ করলাম সিলেটের খ্যাতিমান চিকিৎসক, সিলেট মেডিকেল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ডাঃ মোঃ ইসমাইল পাটোয়ারী'র জীবন ও কর্ম ভিত্তিক একটি শর্ট ডকুমেন্টারি।
কাজটি সময় সল্পতার কারণে ছোট পরিসরে করতে হয়েছে। তবে এই নির্মাণকাজে অনেক চ্যালেঞ্জ ছিলো। আমরা সফলতার সাথে অতি অল্প সময়ে কাজটি করে দিতে পেরেছি এবং উদ্যোক্তাদের প্রশংসা কুড়িয়েছি।
আজ এই ডকুমেন্টারিটির প্রদর্শনী ও বিশেষ অনুষ্ঠানের পুরো ইভেন্টের দায়িত্বও ছিল আমাদের প্রতিষ্ঠানের উপর। এই দায়িত্বটি আমরা সফলতার সাথে প্রত্যেকটি সেক্টরে সুন্দরভাবে কাজ সম্পূর্ণ করতে পেরেছি।
আগামীতে আমরা আরও সৃজনশীল কাজে যুক্ত থাকবো, আমাদের প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে আপনাদের আস্থা ও ভালোবাসায় এই প্রত্যাশা।
ধন্যবাদ উদ্যোক্তা ও আয়োজকদের, যারা আমাদের উপর আস্থা রেখেছেন।