JD AIR Service

JD AIR Service An one stop local & global travelling air ticket solution.

31/10/2021

#পরিবর্তন_হচ্ছে_ইউরোপের_সময়

প্রতি বছরের ন্যায় এ বছরও ইউরোপের সময় ১ ঘন্টা পরিবর্তন হয়ে আজ মধ্যরাত থেকে শীতকালীন সময় চালু হচ্ছে সেন্ট্রাল ইউরোপে। রাত ৩টার সময় ঘড়ির কাটা ১ ঘন্টা কমিয়ে ২টা করা হবে, অর্থাৎ আগামীকাল থেকে বাংলাদেশের সাথে সেন্ট্রাল ইউরোপের সময়ের পার্থক্য হবে ৫ ঘন্টার। মূলত দিবালোক-কে সঞ্চয় করার লক্ষ্যেই ইউরোপীয় দেশে এই সময়ের পরিবর্তন করা হয়।

পৃথিবীতে সময় নির্ণয়ের জন্য প্যারামিটার হিসেবে পরিচিত গ্রিনউইচ মিন টাইম বা জিএমটির সঙ্গে এ দেশগুলোর সময়ের ব্যবধান এক ঘণ্টায় এসে পৌঁছাবে।
জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, হাঙ্গেরি, স্লোভেনিয়া, পোল্যান্ড, অস্ট্রিয়া, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, বেলজিয়াম অর্থাৎ ইউরোপের বেশির দেশই সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম জোনকে অনুসরণ করে।

এই শীতকালীন সময় চালু থাকবে আগামী বছরের মার্চ মাসের শেষ রবিবার পর্যন্ত।
তারপর আবার এক ঘন্টা সময় বাড়িয়ে গ্রীষ্মকালীন সময় চালু হবে।

📢 The UK’s new post-study Graduate immigration route is now open for applications under the points-based immigration sys...
02/07/2021

📢 The UK’s new post-study Graduate immigration route is now open for applications under the points-based immigration system.

This will allow the best and brightest international graduates to stay and work after completing their studies.

Find out more 👉 gov.uk/graduate-visa

Apply for a Graduate route visa if you’ve been on a student visa and want to stay in the UK to work - eligibility, fees, documents, extend, bring your partner and children.

01/07/2021
28/06/2021

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সোমবার (২৮ জুন) সকাল ছয়টা থেকে সারা দেশে গণপরিবহন বন্ধ থাকবে। তবে আন্তজার্তিক ফ্লাইট বন্ধ হচ্ছে না। আগের নিয়মেই আন্তর্জাতিক ফ্লাইট চলবে। তবে দেশের অভ্যন্তরে ফ্লাইট ১ জুলাই থেকে বন্ধ হতে পারে।

বিদেশ যাওয়ার জন্য প্রবাসী কর্মী যারা ঢাকায় আসবেন, তারা সঙ্গে পাসপোর্ট, টিকিট সঙ্গে রাখবেন। পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে চাইলে দেখাবেন। কোথাও কোন বাঁধার সমুখ্খীন হলে ৯৯৯ এ কল করুন।

একই রকম ভাবে যারা বিদেশ থেকে দেশে আসার পর নিজের বাড়িতে যাবেন, তারাও সঙ্গে পাসপোর্ট, টিকিটসহ প্রয়োজনীয় প্রমাণ সঙ্গে রাখুন।

বাংলাদেশে অবস্থানরত প্রবাসীদের যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি কুইক রেসপন্স টিম গঠন করেছে। কোন অভিযোগ থাকলে কুইক রেসপন্স টিমকে জানাতে পারেন।

* 01819-262172 ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক আরিফ আহমেদ খান
*01712-207227 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সারওয়ার আলম
* 01711-111544 বিএমইটি’র উর্ধ্বতন পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাসুদ রানা
* 017168-69222 ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ-পরিচালক মোঃ জাহিদ আনোয়ার।

করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর বিস্তার রোধকল্পে ০১ জুলাই সকাল ০৬ টা পর্যন্ত  সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ।
27/06/2021

করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর বিস্তার রোধকল্পে ০১ জুলাই সকাল ০৬ টা পর্যন্ত
সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ।

সচেতনতা মূলক পোস্টঃসৌদি প্রবাসী জামাল মিয়া, কাতার প্রবাসী রফিকউদ্দিন, বাহরাইন প্রবাসী  জব্বার আলী। তারা প্রত্যেকে এখন বা...
22/06/2021

সচেতনতা মূলক পোস্টঃ

সৌদি প্রবাসী জামাল মিয়া, কাতার প্রবাসী রফিকউদ্দিন, বাহরাইন প্রবাসী জব্বার আলী। তারা প্রত্যেকে এখন বাংলাদেশে জেলে। কিন্তু কেন?

সৌদি প্রবাসী জামাল মিয়া দেশ আসার আগে, তাকে এক লোক অফার করলো ১০টা সোনার বার সঙ্গে নিয়ে গেলেই টিকিটের টাকা দেওয়া হবে। কোন ঝামেলা নাই। লোভে পড়ে রাজি হলেন জামাল মিয়া। দেশে এসে হজরত শাহজালাল বিমানবন্দরে ধরা পড়ে জেলে । যে তাকে নিতে বলেছিলো, তার কিন্তু আসলে ঝামেলা হয় নাই।

কাতার প্রবাসী রফিকউদ্দিন। ফ্লাইটের ২ দিন আগে এক লোক এস বললো ভাই আমার মা অসুস্থ। ১ বক্স তার জন্য ওষুধ । ভাই আপনি শুধু বিমানবন্দরে গিয়ে আমার ভাইয়ের হাতে দিলেই হবে। নিজের মা মারা গেছে অনেক আগে। রফিকউদ্দিনের মায়া হলো। সেই বক্সটি নিয়ে ঢাকায় আসলো। বিমানবন্দরে ধরা পড়লো বক্স ভর্তি মাদক।

বাহরাইন প্রবাসী জব্বার আলী। তার বন্ধু তাকে একটা চার্জার ফ্যান দিয়েছে। ঢাকায় নিয়ে যেতে হবে। এজন্য তাকে ৫ হাজার টাকা দিতেও চেয়েছিলো তার বন্ধু। বন্ধুর একটা ফ্যানই তো, টাকা নিননি জব্বার। ঢাকায় এসে ধরা পড়লেন জব্বার। কারণ চার্জার ফ্যানের ভিতরে লুকানো ছিলো ২ কেজি সোনা।

প্রিয় প্রবাসী,

লোভ পড়ে কারণ অবৈধ মালামাল নিজের সঙ্গে বহন করবেন না।

যতই পরিচিত হোক অন্যের মালামাল বহন না করাই উত্তম। খুব কাছের কেউ হলেও নিজের চোখের সামনে পণ্যটি দেখে, যাচাই করে সঙ্গে নেবেন। মনে রাখেন, পণ্য যারই হোক, বহনকারী হিসেবে সেই পণ্যের দায় দায়িত্ব আপনার। অবৈধ পণ্য বহন করে নিজের বিপদ ঢেকে আনবেন না।

কপি,
#বাংলা_এভিয়েশন

দুবাইতে পুনরায় বাংলাদেশ বিমান অবতরণের অনুমতিঃ★★★★★★★★★★বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট আগামী ২৪ জুন ২০২১ দুবাই এয়ারপোর্টে টা...
21/06/2021

দুবাইতে পুনরায় বাংলাদেশ বিমান অবতরণের অনুমতিঃ
★★★★★★★★★★
বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট আগামী ২৪ জুন ২০২১ দুবাই এয়ারপোর্টে টার্মিনাল- ১ থেকে আসা যাওয়া করবে। পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত টার্মিনাল- ১ থেকে বাংলাদেশ বিমানের সব ফ্লাইট অপারেট করবে।

সিভিল এভিয়েশন অথরিটি আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ক্ষেত্রে তাদের আরোপিত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা আগামী ০৫/০৫/২০২১ তারিখ পর্য...
28/04/2021

সিভিল এভিয়েশন অথরিটি আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ক্ষেত্রে তাদের আরোপিত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা আগামী ০৫/০৫/২০২১ তারিখ পর্যন্ত বর্ধিত করেছে। এর আওতায় বর্তমানে....

★শুধু বাংলাদেশ, বাহরাইন, চায়না, কুয়েত, সৌদি আরব, ওমান, সিঙ্গাপুর, কাতার এবং ইউএই এর এয়ারলাইন্সসমূহ অনুমতি থাকা সাপেক্ষে ফ্লাইট পরিচালনা করছে।

★বাংলাদেশ থেকে বাহরাইন, চায়না, কুয়েত, সৌদি আরব, ওমান, সিঙ্গাপুর, কাতার এবং ইউএই যাওয়া যাবে এবং ঐসব দেশে ট্রানজিট নিয়ে অন্য যে কোন দেশে যাওয়া যাবে, যদি না বাংলাদেশ থেকে আগত যাত্রী গ্রহণে ট্রানজিট বা গন্তব্য দেশের কোন নিষেধাজ্ঞা না থাকে।

★বাহরাইন, চায়না, কুয়েত, সৌদি আরব, ওমান, সিঙ্গাপুর, কাতার বা ইউএই থেকে বাংলাদেশে যাত্রার সময় এয়ারলাইন্সসমূহ কোন ট্রানজিট যাত্রী ফ্লাইটে নিবে না। শুধুমাত্র ঐ দেশগুলি থেকে যাত্রা শুরু করা যাত্রীরাই বাংলাদেশগামী ফ্লাইটে উঠতে পারবেন৷

★আকাশযাত্রা শুরুর ৭২ ঘন্টা বা তার কম সময় হাতে থাকতে নমুনা দিয়ে পিসিআর টেস্ট করিয়ে কোভিড নেগেটিভ সনদপ্রাপ্ত হলেই কেবল বাংলাদেশ থেকে বিদেশগমনের জন্য এয়ারপোর্টে আসা যাবে৷ ১০ বছরের কম বয়সী শিশুদের জন্য কোভিড টেস্ট লাগে না৷ তবে আপনি যে দেশে যাচ্ছেন বা যে দেশে ট্রানজিট নিচ্ছেন সে দেশে প্রবেশের জন্য কোভিড টেস্টের চাহিত মেয়াদ আরও কম হতে পারে। ১০ বছরের কম বয়সী শিশুদের জন্যও কোভিড সনদ চাওয়া হতে পারে। সে দেশের চাহিদা আগেই জেনে নিয়ে সময় হিসাব করে কোভিড টেস্ট করান।

★বিদেশ থেকে বাংলাদেশে আসতে হলেও আকাশযাত্রা শুরুর ৭২ ঘন্টা বা তার কম সময়ের মধ্যে নমুনা দিয়ে পিসিআর টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্টপ্রাপ্ত হয়ে আসতে হবে৷ যারা ইতোমধ্যে দুই ডোজ ভ্যাক্সিন নিয়েছেন তাদেরকেও একই নিয়মে পিসিআর টেস্ট করিয়েই আসতে হবে।

★বিদেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের মধ্যে যাদের দুই ডোজ ভ্যাক্সিন (প্রমাণপত্র দেখাতে হবে) নেয়া আছে এবং যাত্রা শুরুর ৭২ ঘন্টার মধ্যে কৃত পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট আছে তারা ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে যাবেন৷ স্থানীয় প্রশাসন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করবে।

★তবে বিদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে যাদের এক ডোজ ভ্যাক্সিন নেয়া আছে অথবা ভ্যাক্সিন দেয়া নেই তারা বাধ্যতামূলকভাবে তিন দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। উল্লেখ্য যে, সরকার নির্ধারিত ও বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত কোয়ারেন্টাইনে আসন সংখ্যা সীমিত৷ তাই বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রার আগে চেকইন করার সময়েই সরকার নির্ধারিত ৫২ টি হোটেলের যে কোন একটিতে তিন দিন নিজ খরচে থাকার জন্য বুকিং এর প্রমাণপত্র দেখাতে হবে৷ (৫২ টি হোটেলের তালিকা এখানে দেয়া হল।) তিন দিন পর ঐ যাত্রীদের কোভিড টেস্ট করানো হবে এবং রিপোর্ট নেগেটিভ হলে তারা পরবর্তী ১১ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন৷

সতর্কতাঃ
বিদেশ যাওয়ার আগে কোভিড টেস্ট করিয়ে অনেকেই কোভিড পজিটিভ (অর্থাৎ করোনাভাইরাসে আক্তান্ত) হয়ে যাচ্ছেন। আক্রান্ত হলেও অধিকাংশ ব্যক্তির মধ্যে কোন লক্ষণ থাকে না। অথচ দুই বা তিন সপ্তাহের আগে কোভিড নেগেটিভ হওয়া যায় না। ফলে যথাসময়ে বিদেশ যাওয়া সম্ভব হয় না। তাই যাদের শীঘ্র বিদেশ যাওয়া প্রয়োজন হবে, তারা নিজ স্বার্থেই যথাযথভাবে মাস্ক ব্যবহার করুন এবং জনসমাগম এড়িয়ে চলুন৷ পরিবারের সদস্যদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে বলুন৷

জরুরী প্রয়োজনে আপনি এই টুলটির সাহায্যে পুলিশ এর সংশ্লিষ্ট বিভাগ থেকে লক ডাউন পরিস্থিতিতে বের হওয়ার অনুমতি নিতে পারবেন।...
14/04/2021

জরুরী প্রয়োজনে আপনি এই টুলটির সাহায্যে পুলিশ এর সংশ্লিষ্ট বিভাগ থেকে লক ডাউন পরিস্থিতিতে বের হওয়ার অনুমতি নিতে পারবেন।
মুভমেন্ট পাস নিতে নিচের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন: https://movementpass.police.gov.bd/
বাসায় থাকুন সুস্থ থাকুন

অতীব জরুরী★আগামী ১৪ /০৪/২০২১ তারিখ হতে কোন আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশ হতে বিদেশে যাবে না।  বিদেশ থেকে কোন ফ্লাইট বাংলাদ...
11/04/2021

অতীব জরুরী

★আগামী ১৪ /০৪/২০২১ তারিখ হতে কোন আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশ হতে বিদেশে যাবে না। বিদেশ থেকে কোন ফ্লাইট বাংলাদেশের কোন বিমানবন্দরে অবতরণ করবে না।

★এ নিষেধাজ্ঞা আগামী ২০/০৪/২০২১ তারিখ পর্যন্ত বলবত থাকবে।

★এ সময়ের মধ্যে বিশেষ ব্যবস্থাপনায় পরিচালিত ফ্লাইটে (সার্কুলার দ্রষ্টব্য) যারা বাংলাদেশে আসবেন তাদেরকে ১৪ দিন বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

★নোটঃ ১৩ তারিখ মধ্যরাতের পর বাংলাদেশে অবতরণ করার কথা রয়েছে, এমন ফ্লাইট এখন বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রাই করবে না।

🆕⚠️From 4am on 9 April, visitors who have been in or transited through Bangladesh in the previous 10 days cannot enter t...
02/04/2021

🆕⚠️From 4am on 9 April, visitors who have been in or transited through Bangladesh in the previous 10 days cannot enter the UK. British and Irish nationals and third country nationals with residence rights in the UK will be able to enter the UK but will be required to quarantine in a government-approved hotel.

Full details can be found on gov.uk 👇
https://www.gov.uk/government/news/countries-added-to-red-list-to-protect-uk-against-variants-of-concern

GOV.UK - The place to find government services and information - Simpler, clearer, faster

16/03/2021

প্রিয় প্রবাসী ভাই বোনেরা

আগামি কাল ১৭ তারিখ থেকে ২৬ তারিখ ঢাকায় বিভিন্ন দেশের রাস্ট্রপতি,প্রধানমন্ত্রী অবস্থান করবেন।এই কয়দিনে উনারা বিভিন্ন যায়গা বা অফিসে সরকারি মিটিং করবেন। সুতরাং বলা মুশকিল কখন কোন রাস্তা ব্লক হয়ে যায়,বা কতক্ষণ বন্ধ থাকে।
তাই যাদের এর মধ্যে ফ্লাইট আছে তারা দয়া করে মিনিমাম ৩/৪ ঘন্টা অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হবেন অন্যথায় ফ্লাইট মিস করার সম্ভাবনা অনেক বেশি।এতে আপনাদের ই ক্ষতি হবে অনেক।

১.বেশি দামের টিকেট আবার বেশি দামে রি ইস্যু করা লাগবে।
২. কিছু এয়ারলাইনসের টিকেট নন রিফান্ডেবল সেক্ষেত্রে পুরো টাকা শেষ।
৩.আবার করোনা টেস্ট এর ঝামেলা।
৪.বাড়িতে সবার থেকে বিদায় নিয়ে এসে আবার ফেরত যাওয়া।
৫.কেউ কেউ যেতে না পারলে হয়ত ভিসা কেন্সেল ও হতে পারে।।

যাইহোক আশা করব অন্তত যারা আমার এই পোস্ট দেখবেন তারা কেউ ফ্লাইট মিস করবেন না।

ধন্যবাদ সবাইকে।।

Address

Sylhet
3100

Telephone

+14372568131

Website

Alerts

Be the first to know and let us send you an email when JD AIR Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JD AIR Service:

Share

Category