
18/08/2024
শাড়ি না হয় আজ পরি
অপরাজিতার নীলে,
কৃষ্ণচূড়া রাঙিয়ে থাকুক
আঁচলটা জুড়ে।
মেঘের থেকে কালো এনে
কাজল আঁকি চোখে,
টিপটা হবে ভীষণ গাঢ়,
ঠিক যেমন অমাবস্যার কালো।।
ছবি : Hř Ïđ Õý Ďêý
© Hridoy Photography 01671-231825