04/05/2025
একদিন ক্লাসে টিচার খুব রাগান্বিত, কারণ বল্টু আবার হোমওয়ার্ক করেনি।
টিচার: বল্টু, ৭ গরু যদি ৭ দিনে ৭ কেজি ঘাস খায়, তাহলে ১ গরু ১ দিনে কত কেজি ঘাস খাবে?
বল্টু: ম্যাডাম, গরু কি ডায়েটে আছে নাকি?
টিচার (রেগে): না, এটা একটা গণিতের প্রশ্ন!
বল্টু: ওহ, তাহলে বলি—১ কেজি খাবে!
টিচার (খুশি হয়ে): বাহ! এবার বলো, ৩ জন বন্ধু ৩ দিনে ৩টি আম খায়। তাহলে ১ জন ১ দিনে কতটা আম খাবে?
বল্টু: ম্যাডাম, সম্ভবত আধা আমও না। ওরা কাঁচা আম চুষেছে মনে হচ্ছে!
টিচার: ধুর! এবার একটা সহজ প্রশ্ন দিচ্ছি—৫x = 20, x এর মান কত?
বল্টু (চিন্তায়): ম্যাডাম, এটা নির্ভর করে x আপনার প্রিয় না আমার প্রিয়!
টিচার: মানে?
বল্টু: আমি x-কে ভুলে গেছি ম্যাডাম, এক্স তো আমার এক্স-গার্লফ্রেন্ড!
টিচার তখন বোর্ডে লিখলেন:
"গণিত পড়াও সহজ, বল্টুকে বোঝানো কঠিন!"