
26/03/2025
এতদারা ২০০৯সালের এস.এস.সি ব্যাচের সকল বন্ধু বান্ধবীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিবারের মতো এইবার ও ইফতার মাহফিলের আয়োজন করা হবে।
আগামী ২৭রমজান ২৮মার্চ রোজ শুক্রবার আমাদের ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
আমরা বিভিন্ন কর্মের কারণে বিভিন্ন স্থানে থাকি যার কারণে সবাই একত্রিত হতে পারিনা। অনেকদিন পর এই ইফতার মাহফিলের অছিলাই সবার একত্রিত হবার সুযোগ এসেছে।
তাই উক্ত ইফতার মাহফিলে সকল বন্ধু-বান্ধবীদের উপস্থিতি কাম্য।
স্থানঃ- সান্তাহার বিপি স্কুল মাঠ।
হাদিয়ার পরিমানঃ- ১৯০ টাকা।
বিকাশঃ- 01744706162 (নিবির)
হাদিয়া প্রদানের যোগাযোগে- Rahul Pervez Tarun Istique Sai Kot নাসীফ আরেফিন নিবির Labu Sheikh Nasimul Hasan Shawon
বি.দ্র. ঃ- ব্যাচের যে কোন বন্ধু - বন্ধবীদের সাথে দেখা হলে নিজ দায়িত্বে সাথে অন্য বন্ধু বান্ধবীকে ইফতারের বিষয়ে জানিয়ে দিবি।
#সকল বন্ধুও বান্ধবীদের উপস্থিত কাম্য।