16/04/2022
ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের Grand Iftar Mahfil 22 অনুষ্ঠিত হয়ে গেলো ১৫-ই এপ্রিল।
করোনার প্রবল থাবায় গত ২ বছর এই আয়োজন বন্ধ থাকায়
বিশ্ববিদ্যালয় জীবনে ফেলে আসা প্রিয় বন্ধুর সাথে চেনা পরিবেশে সাক্ষাতের এই সুযোগের অপেক্ষা যেনো বেড়েই চলছিলো ডিপার্টমেন্ট এর সন্তানদের মাঝে।
সব বিরতি ভেঙ্গে প্রাণ ফিরে পাওয়া এই অনুসষ্ঠান পরিণত হয়েছে এক বিশাল মিলনমেলায়...!
শত দিনের অপেক্ষা ঘুচিয়ে প্রিয় বন্ধু, শিক্ষক, ছোট ভাই, বড় ভাই সবাইকে একই ফ্লোরে দেখতে পাওয়ার আনন্দ সীমা ছাড়িয়ে গেছে।
ডিপার্টমেন্ট এর সবগুলো প্রজন্মকে একই ফ্রেমে বন্দী করতে পেরে চিত্রায়ন - Chitrayon পরিবার আনন্দিত।
অনেক দিনের অপেক্ষার এই মিলনমেলার সুখস্মৃতি অম্লান থাকবে চিত্রায়ন - Chitrayon এর ফ্রেমে।
আপনার প্রিয় বন্ধুর সাথে প্রিয় মুহুর্তের ছবি গুলো ড্রাইভ লিংকে পেলে মেনশন করে জানিয়ে দিন।
ড্রাইভ লিংক পেইজের ফার্স্ট কমেন্টে।