PUST Debating Society

PUST Debating Society Official page of Debating Society of Pabna University of Science & Technology (PUSTDS)

তর্কে নয় ,যুক্তিতে জয় - মন্ত্রে দীক্ষিত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির অফিসিয়াল পেজ

13/08/2025

"মাইলস্টোন ইনসিডেন্ট"
কেন এটি ঘটলো, কীভাবে ঘটলো এবং এর পেছনের কারণগুলো কি?
ঘটনার বিশ্লেষণ, সমাধানের উপায় এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর পথ নিয়ে হবে মুক্ত আলোচনা।

আগামীকাল ১৪/০৮/২০২৫ তারিখ; রোজ: বৃহস্পতিবার সেশন নিবেন পাস্ট ডিবেটিং সোসাইটির সহ সভাপতি (ইভেন্ট এবং এডমিন) মো. রিজুওয়ান হক।

🔴 আলোচ্য বিষয়: মাইলস্টোন ঘটনা আদ্যপান্ত।
🕘 রিপোর্টিং শুরু: সকাল ৯ঃ৪৫ মিনিট।
⏱️ সেশন শুরু: সকাল ১০ঃ০০ ঘটিকা।
🔗 রুম নাম্বার: ১০৫/১০৩, বিজ্ঞান ভবন, পাবিপ্রবি।

06/08/2025

ডিবেট মানে শুধু কথা বলা নয়, বরং একটি কাঠামো মেনে যুক্তি গঠন, সময় পরিচালনা এবং কৌশলী ভূমিকা পালন।
বিশ্বজুড়ে জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক ফরম্যাট British Parliamentary (BP) Debate যার রয়েছে নির্দিষ্ট নিয়মকানুন, স্পিকার ভূমিকা, টাইমিং, ওয়ার রুম স্ট্র্যাটেজি এবং স্কোরিংয়ের মানদণ্ড।

তবে নতুনদের জন্য BP ফরম্যাট অনেক সময় জটিল মনে হতে পারে। তাই বিষয়টি সহজভাবে শেখানোর জন্যই আয়োজন করা হয়েছে একটি বিশেষ সেশন।

সেশন পরিচালনা করবেন পাস্ট ডিবেটিং সোসাইটির সভাপতি এইচ এম হৃদয় আলম উল্লাস।

🔴 আলোচ্য বিষয়: বিপি ডিবেটের রুলস ।

📅 তারিখ: ৭ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার
🕘 রিপোর্টিং শুরু: সকাল ৯:৪৫ মিনিট
⏱️ সেশন শুরু: সকাল ১০:০০ ঘটিকা
🏛️ স্থান: বিজ্ঞান ভবন, রুম নং ১০৩, পাবিপ্রবি

আগামী তিন (০৩) মাসের জন্য PUST Debating Society এর ৫ টি হাউজের মডারেটর ও কো-অর্ডিনেটর দের তালিকা প্রকাশ করা হলো....
02/08/2025

আগামী তিন (০৩) মাসের জন্য PUST Debating Society এর ৫ টি হাউজের মডারেটর ও কো-অর্ডিনেটর দের তালিকা প্রকাশ করা হলো....

30/07/2025

ডিবেট মানেই শুধু যুক্তি তুলে ধরা নয়, বরং সঠিকভাবে মোশন বোঝার মধ্যেই লুকিয়ে থাকে একটি বিতর্কের সফলতার মূল চাবিকাঠি।
"মোশন এনালাইসিস" হল সেই দক্ষতা, যার মাধ্যমে একজন বিতার্কিক মোশনকে বিশ্লেষণ করে বুঝে নেয়—কোন দৃষ্টিকোণ থেকে যুক্তি দাঁড় করাতে হবে, কী হবে মূল দ্বন্দ্ব, এবং কীভাবে সাজাতে হবে নিজেদের অবস্থান।

ডিবেট জগতে যারা নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলতে চায়—তাদের জন্য এই সেশনটি হতে যাচ্ছে এক দারুণ সুযোগ। সেশনটি পরিচালনা করবেন পাস্ট ডিবেটিং সোসাইটির সহ সভাপতি রেজোয়ান হক এবং সাধারণ সম্পাদক মিন শাহরিয়ার নিলয়।

🔴 আলোচ্য বিষয়: মোশন এনালাইসিস ।
📅 তারিখ: ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
🕘 রিপোর্টিং শুরু: সকাল ৯:৪৫ মিনিট
⏱️ সেশন শুরু: সকাল ১০:০০ ঘটিকা
🏛️ স্থান: বিজ্ঞান ভবন, রুম নং ১০৩, পাবিপ্রবি

আপনি শুধু একজন বিতার্কিক ছিলেন না—আপনি ছিলেন আমাদের আড্ডার প্রাণ, আর সেই বিরল মানুষদের একজন, যাঁকে সবাই আপন মনে করে। যুক...
27/07/2025

আপনি শুধু একজন বিতার্কিক ছিলেন না—আপনি ছিলেন আমাদের আড্ডার প্রাণ, আর সেই বিরল মানুষদের একজন, যাঁকে সবাই আপন মনে করে। যুক্তির ভেতরে যে ভালোবাসা লুকানো থাকে, তা আমরা শিখেছি আপনার কাছ থেকেই।

পাস্ট ডিবেটিং সোসাইটির দিনগুলো আজও মনে পড়ে—আপনার নিরহংকার ব্যবহার, আন্তরিক উপস্থিতি আর ছোট-বড় সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ আমাদেরকে বারবার ছুঁয়ে গেছে। আপনি ছিলেন আমাদের ভরসার জায়গা, হাসির মানুষ, আর মাঝে মাঝে যুক্তিতে পরাজিত করলেও, হৃদয়ে জিতিয়ে নেওয়া একজন রিয়েল জেম।

আজ আপনার জন্মদিনে আমরা শুধু এতটুকুই বলি—আপনার দিনগুলো হোক শান্তিতে, আপনার হাসিটা থাকুক ঠিক আগের মতোই প্রাণখোলা, আর জীবনের প্রতিটি অধ্যায় হোক সাফল্যে ভরপুর।

শুভ জন্মদিন,
তাসিন রহমান
সাবেক সহ সভাপতি
পাস্ট ডিবেটিং সোসাইটি

পাস্ট ডিবেটিং সোসাইটির প্রাক্তন সভাপতি হিসেবে আপনার নেতৃত্ব, বিচক্ষণতা ও বক্তৃতার প্রজ্ঞা আজও আমাদের অনুপ্রেরণার উৎস। আপ...
27/07/2025

পাস্ট ডিবেটিং সোসাইটির প্রাক্তন সভাপতি হিসেবে আপনার নেতৃত্ব, বিচক্ষণতা ও বক্তৃতার প্রজ্ঞা আজও আমাদের অনুপ্রেরণার উৎস। আপনার ভাবনা ও কণ্ঠে ছিল যুক্তির দীপ্তি, নেতৃত্বে ছিল দৃঢ়তা ও সততা।

আপনার এই বিশেষ দিনে আমরা কামনা করি—আপনার জীবন হোক আনন্দে, সাফল্যে ও স্বপ্নপূরণে পরিপূর্ণ। আগামী দিনগুলো হোক আরও সমৃদ্ধ, আরও আলোকিত।
আপনার পথচলা হোক আরও দীপ্তিময়।

শুভ জন্মদিন,
সৈয়দ ইয়ানুর শাহ্
সাবেক সভাপতি
পাস্ট ডিবেটিং সোসাইটি

23/07/2025

দুর্নীতি একটি রাষ্ট্রের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি। কিন্তু যখন এই দুর্নীতি রাজনীতির সঙ্গে জড়িয়ে যায়, তখন তার প্রভাব পড়ে সরাসরি জনগণের ওপর। জনসেবা, প্রশাসন, উন্নয়ন প্রকল্প কিংবা নির্বাচন, সবখানেই দেখা যায় এর প্রতিচ্ছবি। প্রশ্ন উঠে এই সংযোগ কি ভাঙা সম্ভব? না কি এটি একটি দীর্ঘমেয়াদি বাস্তবতা? জনগণ কেন বারবার ভোগান্তির শিকার হয়?

এই গভীর ও সমসাময়িক বিষয়টি নিয়ে ২৪ জুলাই ২০২৫ ইং, রোজ: বৃহস্পতিবার সেশন পরিচালনা করবেন পাস্ট ডিবেটিং সোসাইটির কোষাধ্যক্ষ আব্দুর র‌উফ ।

🔴 আলোচ্য বিষয়: দুর্নীতি ও রাজনীতির সংযোগে জনগণের ভোগান্তি।

🕘 রিপোর্টিং শুরু: সকাল ৯:৪৫ মিনিট
⏱️ সেশন শুরু: সকাল ১০:০০ ঘটিকা
🏛️ স্থান: বিজ্ঞান ভবন, রুম নং ১০৩, পাবিপ্রবি

PUST Debating Society mourns the tragic loss of lives in the plane crash at Milestone School and College, Dhaka.We exten...
21/07/2025

PUST Debating Society mourns the tragic loss of lives in the plane crash at Milestone School and College, Dhaka.
We extend our heartfelt condolences to the families, students, and teachers affected by this devastating incident.

PUST Debating Society এর ২০২৩-২৪ সেশনের নব্য বিতার্কিক মো: রায়হান আলী আজ ১৯/০৭/২৫ তারিখ অত্যন্ত মর্মান্তিক এক সড়ক দুর্...
19/07/2025

PUST Debating Society এর ২০২৩-২৪ সেশনের নব্য বিতার্কিক মো: রায়হান আলী আজ ১৯/০৭/২৫ তারিখ অত্যন্ত মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। রায়হান পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অত্র সেশনের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন।অত্যন্ত সম্ভাবনাময় এই বিতার্কিক এর আকষ্মিক ও অকাল মৃত্যুতে পাস্ট ডিবেটিং সোসাইটি গভীর শোক প্রকাশ করছে। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সৃষ্টিকর্তা যেন মরহুম কে বেহেশতের উচ্চ মাকাম দান করেন এবং পরিবার ও শুভাকাঙ্ক্ষী দের এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন।

আজ আমাদের ডিবেটিং সোসাইটির এক উজ্জ্বল মুখ, পরিশ্রমী ও প্রতিভাবান সদস্য সুস্মিতা'র জন্মদিন।তোমার নিষ্ঠা, দায়িত্ববোধ এবং ...
17/07/2025

আজ আমাদের ডিবেটিং সোসাইটির এক উজ্জ্বল মুখ, পরিশ্রমী ও প্রতিভাবান সদস্য সুস্মিতা'র জন্মদিন।
তোমার নিষ্ঠা, দায়িত্ববোধ এবং যুক্তির ধার আমাদের সোসাইটিকে সমৃদ্ধ করেছে। প্রতিটি প্রোগ্রামে তোমার সক্রিয় অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করে।
তোমার জন্মদিনে আমরা তোমার জন্য অসীম শুভকামনা জানাই—জীবনের প্রতিটি পদক্ষেপে যেন তুমি সফল হও, আলো ছড়াও, এবং আরও অনেক যুক্তির মঞ্চ কাঁপিয়ে দাও।

শুভ জন্মদিন,
সুস্মিতা বিশ্বাস
সহ প্রচার ও গণসংযোগ বিষয়ক সম্পাদক

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when PUST Debating Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PUST Debating Society:

Share