08/04/2025
Copyright : © Story Of Wedding
অন্নপ্রাশন – জীবনযাত্রার একটি সুন্দর মুহূর্ত, যেটি স্মৃতি হয়ে থাকবে চিরকাল ।
একদিন ছোট্ট আয়রা তার জীবনের প্রথম অন্নপ্রাশনে বসেছিল। মিষ্টি মিষ্টি হেসে মা-বাবার সাথে পুরো পরিবার সেই আনন্দময় মুহূর্তটি উদযাপন করছিল। সবার চোখে ছিল ওর দিকে, যখন সে প্রথমবারের মতো অন্ন গ্রহণ করেছিল। মা তার ছোট্ট হাতে অন্ন তুলে দিয়েছিলেন, আর দাদু-দাদি একে একে আশীর্বাদ জানিয়েছিলেন।
এটা ছিল শুধু একটি খাবারের শুরুর মুহূর্ত নয়, এটা ছিল একটি নতুন জীবনের সূচনা। ছোট্ট আয়রা প্রথম অন্নপ্রাশনে তার জীবনের সমস্ত শুভ কামনা, ভালোবাসা আর আশীর্বাদ যেন একসাথে জড়ো হয়ে এসেছিল। পরিবারে হাসির ঢেউ, আনন্দের গুনগুনানি আর আর্শীবাদে গুঞ্জিত হয়ে ওঠে পুরো বাড়ি।
এটাই ছিল আয়রা জীবনের প্রথম অন্নদান, আর সেই প্রথম খাবারের সাথে তার জীবনের প্রথম পথে পা রাখা।
"অন্নপ্রাশন – ছোট্টটির জীবনের প্রথম পদক্ষেপ, অনেক আশীর্বাদ আর আনন্দের সঙ্গী।
Photography & Retouch by : Robin (CEO) & Joy
» For Package and Details info feel free to Call or Inbox
+88 01944-712461, 01941-182874
Our Services: Wedding Event - Bridal Photoshoot - Birthday Event - Fashion Photoshoot - Indoor & Outdoor Photoshoot.
❤ More Photo Comming ❤
❤ Stay Tuned ❤