Naznin's Kitchen

Naznin's Kitchen Welcome to my kitchen!

07/12/2025

পশুপাখিদের বন্দী প্রদর্শনী বন্ধ করুন। চিড়িয়াখানা বন্ধ হোক। পশু দেখতে ইচ্ছে হলে সুন্দরবন গিয়ে দেখে আসুন কিন্তু বন্দী পশুদের নয় 🙏

02/12/2025

তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবেনা ♥️

মানুষরুপি জানোয়ার, এর বিচার পাবি 🤲
01/12/2025

মানুষরুপি জানোয়ার, এর বিচার পাবি 🤲

01/12/2025

আমার কলিজা পাখি, এটা মার জন্য গেয়েছে ♥️

আপনি সুস্থ হয়ে উঠুন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমি প্রাণ ভরে দোয়া করি। যে যেদলই সাপোর্ট করেননা কেন আমি মনে কর...
29/11/2025

আপনি সুস্থ হয়ে উঠুন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমি প্রাণ ভরে দোয়া করি। যে যেদলই সাপোর্ট করেননা কেন আমি মনে করি একজন সুস্থ মস্তিষ্কের মানুষই চাইবেন আপনি তাড়াতাড়ি সুস্থ হন।
সন্তানের কাছে মা নেই,মায়ের এই কঠিন পরিস্থিতিতে সন্তান নেই,এ কেমন রাজনীতি? আমরাও মা। এমন রাজনীতি আর চাইনা আমাদের দেশে। রাজনীতির বেড়াজালে পড়ে মায়ের কাছে সন্তান আসতে পারবেনা। মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অথচ সন্তান দূর থেকে তাকিয়ে দেখছে। বুকটা কেমন ভার ভার লাগছে। মেনে নিতে পারছিনা। সব আইনের উর্ধ্বে গিয়ে একজন অসুস্থ মায়ের কাছে সন্তানকে আসতে দিন। ইতিহাস সৃষ্টি করে দেখান। আর কোনো প্রতিহিংসার রাজনীতি চাইনা। আপনি সুস্থ হয়ে উঠুন ম্যাম ♥️

একজন ষ্ট্রং ওমেন হলো  কালো তিক্ত দামী স্বাদের কফির মতন । তার সমস্ত জীবন দর্শনের অভিজ্ঞতা আর জীবনের টানাপোড়েন তাকে ধীরে ...
28/11/2025

একজন ষ্ট্রং ওমেন হলো কালো তিক্ত দামী স্বাদের কফির মতন । তার সমস্ত জীবন দর্শনের অভিজ্ঞতা আর জীবনের টানাপোড়েন তাকে ধীরে ধীরে ব্লাক কফির মতনই প্রসেস করে ।কফির বিন রোদে শুকিয়ে যেমন ওভেনে পোড়ে অনেক গুলো প্রসেসে তার স্বাদ নির্ভর করে তৈরী হয়। তেমন একজন ষ্ট্রং ওমেনের ও জীবনের পিছনের গল্পে , লুকানো থাকে একটা অবুজ বালিকা , যেখানে সবার থেকে বিমুখ ও জীবনের কঠিন পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা লুকানো থাকে ।

আর সে যখন কফির মতন তিক্ত স্বাদে পরিনত হয় , তখন তাকে গ্রহন করার ক্ষমতা কোন সাধারন পুরুষের থাকে না। কারন এই দুনিয়ার পুরুষ জাত সস্তা স্বাদের ওয়াইনের মতন ইন্টারটেইন করা মেয়েদের পছন্দ করে। চিনি মুক্ত ব্ল‍্যাক দামী কফির অভ‍্যাস কম পুরুষ মানুষেরই আছে।

তাই ষ্ট্রং ওমেনকে হ‍্যান্ডেল করা সহজ না। সাধারন পুরুষ মানুষ যেটাকে তার এ‍্যাটিটিউড ভাবে । একজন ষ্ট্রং মেন্টালিটির পুরুষ একজন ষ্ট্রং ওমেনের অভ‍্যাস ভেবে আগলে নেয়। তাই একজন রিয়েল পুরুষ জানে , ষ্ট্রং ওমেন গুলো সম্পূর্ন আলাদা তার মুড , তার প‍্যাশন , তার কাজ ও তার বাক স্বাধীনতা অন‍্য পাঁচটা নারীর চেয়ে আলাদা।
তাকে ভালোবাসতে হলে তাকে গ্রহন করার ক্ষমতা থাকতে হবে। অন‍্য সাধারন পুরুষ তাকে প্রতিযোগী মনে করে ।আর একজন ষ্ট্রং পুরুষ জানে এই টাইপ নারী গুলোকে নিয়ে যেমন যুদ্ধে যাওয়া যায় , আবার প্রয়োজনে সে ঘরে সাধারন মহিলার মতন গৃহিনী হয়ে যায় । তার লয়‍্যালিটি ও তার যোগ্যতা তাকে অন‍্য পাঁচটা চীপ মেন্টালিটির মেয়েদের থেকে অনেক বেশি আলাদা করে থাকে।
♥️♥️

" ভালোবাসায় মেহেদীর রঙ "        আমার কাজের সহযোগী গোলাপি বেশ অসুস্থ। তাই অনেক দিন ধরেই একটু অসুবিধায় আছি।একেকবার একেকজন ...
25/11/2025

" ভালোবাসায় মেহেদীর রঙ "

আমার কাজের সহযোগী গোলাপি বেশ অসুস্থ। তাই অনেক দিন ধরেই একটু অসুবিধায় আছি।একেকবার একেকজন এসে কাজ করে। বর্তমানে আছে বৈশাখী। পিচ্চি মেয়ে নতুন বিয়ে হয়েছে। লক্ষ করে দেখলাম সবসময় হাতে মেহেদী দিয়ে আঁকা থাকে। আজ বললাম, দেখি হাতটা কি সুন্দর করে মেহেদী দিয়ে থাকো। মিষ্টি হাসি দিয়ে দেখালো।বড় করে "N" লিখা। বললাম তোমার নামতো বৈশাখী, হাসে। জিজ্ঞেস করলাম, জামাইয়ের নাম কি? বলল নিরব। বললাম, অনেক দিনতো আসো আপুর বাসায় কিন্তু "N" দেখি আগের মতই। বলল, প্রতিদিন মেহেদী দিই তাই।
ওকে আর কিছু না বলে বুকের ভিতর কেমন একটা মোচড় দিয়ে উঠলো। বৈশাখীর বিয়ে হয়েছে ৬ মাস। কি ভালোবাসা। আর কদিন পর হয়তো এই মেহেদী আর দিবেনা। প্রতিদিন মেহেদী দিয়ে অক্ষর টাও আর রাঙিয়ে রাখবেনা। ফ্যাকাসে হয়ে যাবে ভালোবাসা। কিন্তু কেন? ভালোবাসা শুরুতে যেমন থাকে, সারাজীবন তেমন থাকেনা কেন?ইচ্ছেগুলো কেন আস্তে আস্তে মলিন হয়ে যায়?কেন সবকিছু প্রাণহীন হয়ে যায়? কেন প্রথম দিনের মেহেদী রাঙা হাতের মত সারাজীবন ভালোবাসা এমন রঙিন থাকেনা?
দোয়া করি বৈশাখীর ভালোবাসা সারাজীবন রঙিন থাকুক। পৃথিবীর সব ভালোবাসা পূর্ণতা পাক। মেহেদীর রঙের মত রঙিন থাকুক সবার ভালোবাসা ♥️
নাজনীন
১৯/১০/২০২৫
রাত ন'টা ১২ মিনিট।

একেবারে লাস্ট স্টেজে এসে যখন কাউকে আইসিইউতে রাখা হয় তখন এভাবেই গ্লোবস এর ভিতর উষ্ণ গরম পানি দিয়ে রোগীর হাতে এমন ভাবে রাখ...
24/11/2025

একেবারে লাস্ট স্টেজে এসে যখন কাউকে আইসিইউতে রাখা হয় তখন এভাবেই গ্লোবস এর ভিতর উষ্ণ গরম পানি দিয়ে রোগীর হাতে এমন ভাবে রাখা হয় যেন মনে করে কেউ একজন তাকে বলছে " তুমি একা না" আমি আছিতো।
ঠিক এভাবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সবাই চায় কেউ একজন তাকে সংগ দিয়ে বলুক "আমি আছিতো "

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ রহমতে আমার রাফিনের অক্লান্ত অক্লান্ত এবং অক্লান্ত প্রচেষ্...
16/10/2025

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ রহমতে আমার রাফিনের অক্লান্ত অক্লান্ত এবং অক্লান্ত প্রচেষ্টায় আমার রাফিন বাবা এইচএসসি ২০২৫ এ Golden GPA - 5 পেয়েছে আলহামদুলিল্লাহ। অশেষ কৃতজ্ঞতা মহান আল্লাহ ♥️

আমি নিজের ভালোবাসা থেকে রান্না করি। কখনো কোনোদিন প্রফেশনালি রান্না শিখিনি। কিন্তু মাশ আল্লাহ ভালোই রান্না পারি। খামখেয়াল...
11/08/2025

আমি নিজের ভালোবাসা থেকে রান্না করি। কখনো কোনোদিন প্রফেশনালি রান্না শিখিনি। কিন্তু মাশ আল্লাহ ভালোই রান্না পারি। খামখেয়ালি ভাবেই মার্কস ডেজার্ট কুইন এ অংশগ্রহণ করি। এবং আমার ইচ্ছে, আমার চাওয়াকে ১০০% সফলতা দিয়েছে মার্কস ডেজার্ট কুইন প্রতিযোগিতা। ধন্যবাদ মার্কস কর্তৃপক্ষকে।
কারো সহযোগিতা ছাড়া নিজের চেষ্টায় যেকোনো সফলতাই অনেক গর্বের। আমি আমার চেষ্টায় এগুতে চাই যদি আল্লাহ চান। আমি আবারও নিউজে ভয়েস দিতে চাই। নিজ থেকেই কিছুদিন বিরতিতে ছিলাম। মোবাইলে বা ইনবক্সে যোগাযোগ করুন আন্তর্জাতিক নিউজে ভয়েসের জন্য। ধন্যবাদ সবাইকে ♥️

11/08/2025

তুমি নিজে তোমার কাছে,আর দশজন মানুষের কাছে সবচেয়ে মূল্যবান। সো... যেখানে তোমার মূল্য নেই, সেখান থেকে স্ব-সম্মানে প্রস্থান কর এবং এখনই ♥️♥️

09/08/2025

কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনা.....

Address

Kallyanpur Main Road
Mirpur
1207

Telephone

+8801787774317

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naznin's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naznin's Kitchen:

Share

Category