Kushtia Kazi Office

Kushtia Kazi Office
Our Service.
1. Marriage & Divorce Registration.
2. Marriage Certificate Provide.

কাজী অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত একটি প্রতিষ্ঠান।
মুসলিম বিয়ে ও তালাক সংক্রান্ত সকল প্রকার নিবন্ধন, বাংলা ও ইংরেজী কাবিন নামা তালাক নামা, ম্যারেজ সার্টিফিকেট প্রদান সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয়।
নামঃ মৃত মোঃ মোজাম্মেল হক।

যোগাযোগঃ
ছেলে মোঃ মেহেদী হাসান।
ফোনঃ “০১৭-২১৫৬১৩০৭”

28/08/2025
31/07/2025

"যদি জীবনকে উপভোগ করতে চান, তাহলে ছাত্রাবস্থায় বিয়ে করুন!"
এই কথার লজিক কি? দুইটা লজিক দেয়া যাক,

লজিক১ঃ আপনি যৌবনের শুরুতেই যদি বিবাহ করেন তাহলে হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে পারবেন। একাকিত্ব কাকে বলে কখনই বুঝতে পারবেন না এবং যৌবনের উপযুক্ত ব্যবহার হবে।
লজিক২ঃ ধরুন আপনি ২১ বছরে বিয়ে করলেন। ২২ বছর বয়সে আপনার ছেলে সন্তান হলো। আপনার যখন ৪০ বছর বয়স সে তখন ১৮। আপনি দুই এক বছরের মাঝেই আপনার কাজের দায়িত্ব তাকে বুঝিয়ে দিয়ে আস্তে আস্তে নিজের দায়িত্ব কমাতে পারবেন ৪০ এর পরেই।

যৌবনেও জীবন উপভোগ করলেন, ৪০ এর পরে বাকি জীবনটাও উপভোগ করলেন। অপরদিকে বিয়েই যদি ৩০ এর পরে হয়। তাহলে সন্তানের ২০ বছর হলে আপনার বয়স হবে ৫০-৫৫!

কোনটাতে লাভ বেশি তা বুদ্ধিমানরা বুঝে ফেলেছেন।

তবে, ছাত্রাবস্থায় বিয়ে করলে স্ত্রী সন্তানের দায়িত্ব নেওয়ার মতো যথাপোযুক্ত মন মানষিকতা থাকতে হবে, ভরণপোষণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। মুমিনের জীবন তো অলস হবে না এটাই স্বাভাবিক।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, ছাত্রজীবনে বিয়ে করার জন্য যথেষ্ট পরিমাণ সাহস লাগবে। আর পরিবারকেও বুঝানোর মত ক্ষমতা লাগবে। তাই লজ্জা করলে সম্ভব না। এই ধরণের লজ্জা আসলে শয়তানের ওয়াসওয়াসা। আপনি চিন্তা করে দেখুন, হারাম রিলেশন করতে আপনার লজ্জা লাগে না অথচ হালালভাবে বিয়ে করতে কেন আপনার লজ্জা লাগবে?! এমন অহেতুক লজ্জা-ভয় দূর করতে আল্লাহর কাছে বেশি বেশি দো'আ ও ইস্তেগফার করে যান।
লেখাঃ সংগৃহীত।

13/07/2025

💔 কোর্ট ম্যারেজ /কাজী অফিসে বিবাহ রেজিস্ট্রি করতে চাচ্ছেন❓

👉 বিভিন্ন জটিলতায় বিবাহ কার্য সম্পাদন করতে পারছেন না ❓
👉 কাবিননামা সংক্রান্ত জটিলতায় আছেন⁉️

বিবাহ সংক্রান্ত সকল বিষয়ে সহজ সমাধান পাবেন আমাদের কাছে 💯

🎀 বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত অভিজ্ঞ কাজী সাহেব দ্বারা শরীয়ত সম্মতভাবে এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিবাহ রেজিস্ট্রি ও নিকাহনামা প্রদান করা হয়। 🥰

🎀 বিজ্ঞ হুজুর সাহেব দ্বারা শরীয়ত সম্মতভাবে বিবাহ পড়ানো হয়। 🥰

আপনার সমস্যার সমাধান পেতে নির্দ্বিধায় ও নির্ভয়ে যোগাযোগ করুন আমাদের সাথে।🥰

ইনশাআল্লাহ, আমাদের কাছে সকল বিষয়ে সহজ সমাধান ও সু-পরামর্শ পাবেন। 👸🫅

তাই দেরি না করে এখনই ইনবক্স করুন 👇
☎️01716427358
☎️01721561307

13/07/2025

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ....
কাজী অফিসে ইসলামিক শরীয়া মোতাবেক বিবাহ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বিবাহ রেজিস্টার দ্বারা বিবাহ ও কোর্ট ম্যারেজ সম্পূর্ণ করানো হয়।
বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করতে পারেন।
☎️:01716427358
☎️:01721561307

Address

ওয়ার্ড নং ০৪, ০৫, ০৬ ঠিকানাঃ হাউজিং এস্ট্রেট, ডি-ব্লক, বাসাঃ ৪৫৮। পোঃ ও জেলাঃ কুষ্টিয়া ৭০০০ ।
Kushtia
7000

Telephone

+8801721561307

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kushtia Kazi Office posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kushtia Kazi Office:

Share