11/08/2025
Gen-Z Debating Society -এর সাথে এই যাত্রা ছিল এক অনন্য অভিজ্ঞতা। Centre of Coordinate গর্বিত এই ঐতিহাসিক জুলাই শহীদ স্মৃতি ১ম জাতীয় বারোয়ারি বিতর্ক উৎসব ২০২৫-এর অংশীদার হতে পেরে।
স্কুল ক্যাটাগরিতে 🥉 তৃতীয় স্থান অর্জনের জন্য তাহসিন আহমেদ-কে আন্তরিক অভিনন্দন! 🎉 আমরা তোমার জন্য গর্বিত।
এছাড়াও 🥇 রাইতা তাসনিম তানিশা এবং 🥈 সানজারা নায়াম-কে জানাই উষ্ণ অভিনন্দন — আপনাদের যুক্তি ও উপস্থাপনা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
একই সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল প্রতিযোগীকেও শুভেচ্ছা ও অভিনন্দন — আপনারাই এই মঞ্চের প্রকৃত শক্তি ও প্রেরণা। 💐
আমরা সবাই মিলে বয়ে নিয়ে চলছি জুলাইয়ের প্রেরণা — যেখানে প্রতিটি যুক্তি সত্যের শপথ, আর প্রতিটি বিতর্ক ভবিষ্যতের আলোকবর্তিকা। ✊🔥