Sreepur Half Marathon

Sreepur Half Marathon This is going to be held for the first time in Sreepur SREEPUR 21.1K HALF MARATHON. Congratulations

25/12/2022
Album 3
20/12/2022

Album 3

album 2
20/12/2022

album 2

Album 1
20/12/2022

Album 1

সবাই কে অধীর আগ্রহে অপেক্ষায় থাকার জন্য ধন্যবাদ। কিঞ্চিৎ দেরি হওয়ায় আমরা দুঃখিত। অপেক্ষার ফল নাকি মিস্টি হয়।যাইহোক মিস্ট...
17/12/2022

সবাই কে অধীর আগ্রহে অপেক্ষায় থাকার জন্য ধন্যবাদ। কিঞ্চিৎ দেরি হওয়ায় আমরা দুঃখিত। অপেক্ষার ফল নাকি মিস্টি হয়।

যাইহোক মিস্টির পোটলা অর্থাৎ রানিং রেজাল্ট লিস্ট নিয়ে চলে আসলাম

এই রেজাল্ট সংক্রান্ত কোন প্রশ্ন বা অভিযোগ থাকলে Total active sports এর ফেইসবুক পেইজে জানাবেন। যথাসম্ভব দ্রুত সময়ে উনারা সেটা সলভ করবেন। প্যানিকড হবেন না আমরা এই ব্যাপারে যথেষ্ট কেয়ারিং। ভূল হতে পারে তবে সেটার সংশোধন এরও সুযোগ আছে রিভিউর মাধ্যমে।

21.1 K

Link
https://runsignup.com/Race/Results/140206 -360518;perpage:100

10K Link
https://runsignup.com/Race/Results/140206 -360517;perpage:100

Master Site
https://runsignup.com/Race/Results/140206 -360517;perpage:100

The SREEPUR Half Marathon 21.1K is on Friday December 16, 2022. It includes the following events: SREEPUR Half Marathon 21.1K and SRE10K.

হাফ ম্যারাথন এর এক একটা ইভেন্ট যেন এক একটা মহাকাব্য। আয়োজকেরা সেই কবিতার কবি। পার্টিসিপ্যান্টরা নায়ক। একটি মহাকাব্য অনেক...
17/12/2022

হাফ ম্যারাথন এর এক একটা ইভেন্ট যেন এক একটা মহাকাব্য। আয়োজকেরা সেই কবিতার কবি। পার্টিসিপ্যান্টরা নায়ক। একটি মহাকাব্য অনেক গুলো ছোট কাব্যের সম্মিলিত রুপ।

মহাকাব্য যদি পাঠকের আলোচনায় থাকে যুগের পর যুগ। মানুষ মনে রাখে নায়কদের। কখনো মনে রাখে কবিদেরও। কবিরা যদি নোবেল পায় নায়কেরা পায় আলোচিত হবার সম্মান।

কাব্যের ছোট ছোট চরিত্রে কিছু ছোট ছোট ব্যাক্তি থাকেন। যারা কখনো আলোচিত হন না। কারণ তাদের অবস্থান থাকে শেষ দিকের পাতায়। তারা শেষ দিকে থাকেন তাই ইতিহাসও তাদের মনে রাখে না।

আমাদের শ্রীপুর হাফ ম্যারাথন এমনি ছোট ছোট কাব্যের সম্মিলিত রুপ। সবাই ভূলে গেলেও আয়োজক অর্থাৎ কাব্যের রচয়িতা হওয়ায় আমরা ভূলব না সেই সকল মানুষের কথা যাদের সার্ভিস আমাদের ইভেন্টকে মহাকাব্যে রুপ দিয়েছে।

তেমনি এক ছোট কাব্যের নাম Total Active Sports - TAS এবং সেই কাব্যের মহানায়ক Ahmed. ইভেন্ট নিয়ে তার সাথে আমি সরাসরি কানেক্টেড ছিলাম। রাত দিন তাকে প্যারা দিয়েছি। কখনো কোন রিপ্লাই দিতে উনাকে বিরক্ত হতে দেখিনি।

অনেকেই ভাবতে পারেন টাকা দিছেন আপনার কাজ করবে না তো কার কাজ করবে। যদি এমনটা ভেবে থাকেন তবে আপনার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত কারণ কয়টাকা দিয়েছি তাকে। তার যোগ্যতা অনুযায়ী এখানে টাকা টা খুবই নগন্য। তাই আমি তার কমিটমেন্ট, সার্ভিস টাকে সবার উপরে রাখব।

বরং উনার অনেক জুনিয়র হয়েও উনার কাছ থেকে যেসব সেবা এবং সম্মানের জায়গা পেয়েছি সেটার মুল্য আমার পক্ষে দেয়া সম্ভব না।

কেউ মানেন আর নাই মানেন টাইমিং সাপোর্ট এ উনার সার্ভিস নিসন্দেহে অদ্বিতীয়। প্রত্যেকটা তথ্য সুন্দর করে গোছানো। ইভেন্টের পুরো পেমেন্ট টা উনার মাধ্যমে আসা। উনি চাইলে উনার পেমেন্ট টা কেটে বাকী টাকা উনি আমাকে দিতে পারতেন। কিন্তু উনি প্রথমেই ফুল পেমেন্ট আমাকে দিয়ে দেন তারপর আমি হিসাব করে উনাকে পেমেন্ট দেই। ইভেন্ট এর কিট ডিস্ট্রিবিউশন নিয়ে একটা নাকানিচুবানি গতবার আমরা খেয়েছিলাম। শেষ মুহুর্তে উনি সার্ভিস টা দিলেন একবারে উপহার হিসেবে। যাস্ট হেটস অফ।

উনাকে আনতে আমার গাড়ি পাঠানোর কথা ছিল। টাইমিং না মেলায় আমাদের গাড়ি উনাদের না নিয়েই চলে আসে। পরে এই শীত আর জ্যামের রাতে উনি উনার টিম নিয়ে শ্রীপুরে আসেন। এখানে ব্যাস্ততায় উনাকে নুন্যতম সিনিয়র হিসেবে এগিয়ে নিয়ে আসার কাজটুকু করতে পারি নি। কিন্তু উনি এটা নিয়ে বিন্দুমাত্র বিরক্তি পোষণ করেননি।

ম্যারাথন স্পোর্টস হিসেবে বহুদূর যাবে। হয়তো আয়োজক আসবে যাবে। আরো নতুন অনেক টাইমিং সিস্টেম সাপোর্ট নিয়ে অনেকেই আসবে। হয়তো সবাই ভূলে যাবে টোটাল এক্টিভ স্পোর্টস নামে কেউ ছিল যারা এদেশে প্রথম চিপ টাইমিং এনেছিল।

কিন্তু গাজীপুর রানার্স কিংবা এস আর টি কখনো ভূলবে না।

কিছু মানুষ কে ৫ স্টার এর মধ্যে সীমাবদ্ধ করতে নেই।কারণ তাদের জন্য চাই অগনিত স্টার। তাই আমিও সীমাবদ্ধ করতে চাই না।

আরেকটা কথা উনিও একজন আয়োজক গাজীপুরে উনার হাত ধরেই প্রথম আয়োজিত হয়েছিল Gazipur Half Marathon . আসছে ৩০ ডিসেম্বর উনার ইভেন্ট। বাংলার সকল ম্যারাথন কাব্যের নায়কদের উনার ইভেন্টে যুক্ত হবার উদ্দাত্ত আহবান।

সম্মানিত রানার্স,আগামীকাল ১৫ ই ডিসেম্বর রাতে যারা বিভিন্ন স্থান থেকে নিজ ব্যবস্থাপনায় ইভেন্টে যুক্ত হবেন তারা অনুগ্রহ কর...
14/12/2022

সম্মানিত রানার্স,

আগামীকাল ১৫ ই ডিসেম্বর রাতে যারা বিভিন্ন স্থান থেকে নিজ ব্যবস্থাপনায় ইভেন্টে যুক্ত হবেন তারা অনুগ্রহ করে আমাদের হটলাইন নাম্বার টি নিজ নিজ মোবাইলে সেভ করে রাখুন।

লোকেশন বুঝতে যেকোন সময় কল করুন আমাদের হটলাইন নাম্বারে।

হটলাইনঃ 01880001397

ইভেন্ট গ্রাউন্ডের লোকেশন

Sreepur Muktijoddha Rahmat Ali Govt College
01991-069664
https://maps.app.goo.gl/mXvBHyjGfaK7cHB58

Meet our coolest guest"Mr. Emran Hossain"Mr. Emran Hossain is a Bangladeshi prominent singer, music director,internation...
14/12/2022

Meet our coolest guest
"Mr. Emran Hossain"

Mr. Emran Hossain is a Bangladeshi prominent singer, music director,international Photographer and an International award winning actor and founder of Made in Bangladesh Foundation.

Last year also he came as a representative of Gazipur Runners and Special response team (SRT) to encourage runners .

Thank you so much Mr. Emran Hossain for joining our event.
আনন্দ আসবেই …

মিরপুর এবং উত্তরার কিট বিতরণ ক্লোজ ঘোষণা করা হলো।যারা এখনো কিট সংগ্রহ করতে পারেননি।  তারা  ইভেন্টের পূর্বে গ্রাউন্ডের কি...
13/12/2022

মিরপুর এবং উত্তরার কিট বিতরণ ক্লোজ ঘোষণা করা হলো।

যারা এখনো কিট সংগ্রহ করতে পারেননি। তারা ইভেন্টের পূর্বে গ্রাউন্ডের কিট বুথ থেকে কালেকশন করতে পারবেন।

ধন্যবাদ Fitness Campaign Bangladesh

কিট বিতরণ শুরু হয়ে গেলো আমরা আছি রাত ৮ টা পরযন্ত। সেকশন ১২, ব্লক -সি, লাইন নাম্বার -১৭, মুসলিম বাজার রোড, মিরপুর ঢাকা (২...
13/12/2022

কিট বিতরণ শুরু হয়ে গেলো আমরা আছি রাত ৮ টা পরযন্ত।
সেকশন ১২, ব্লক -সি, লাইন নাম্বার -১৭, মুসলিম বাজার রোড, মিরপুর ঢাকা (২ নং ওয়ার্ড আওয়ামী লীগ ক্লাবের পেছনে)
জাকির ০১৮১৬৪৯৫৯৩৬
Fitness Campaign Bangladesh Cooling Zone
https://maps.app.goo.gl/7U4S179bg2QG7CYL8

Address

Sreepur
Gazipur
1740

Telephone

+8801850011308

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sreepur Half Marathon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category