স্বাদের কিচেন

স্বাদের কিচেন গ্রাহক সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্

19/04/2023

চিকেন পাকোড়া। ❤️

26/12/2022

সুন্দরতম কোন এক সন্ধ্যায়,যদি মনে পড়ে যায় প্রিয় আমায়,
তবে হাত বাড়িয়ে দূর থেকে ডেকো আমায়।🥰

22/12/2022

দর্শন আর ভোজন যখন লোভনীয় হয়,
স্বাদ তখন অনায়াসেই দিগুন হয়ে যায়।❤️

গরুর নীহারি।

14/12/2022

ব্যস্ত এ শহরে আমার ভালো লাগে রাতের ছুটে চলা,
যান্ত্রিক এ জীবনে হাজারো জনমনের ভাবনা গুলো ছুঁয়ে দেখা,,

ভালো লাগে শীতের কুয়াশায় ভোরের সকাল দেখা,
ভালো লাগে দিগন্ত লালিমায় সূর্যের অস্ত যাওয়া দেখা,

ভালো লাগে রাতের আকাশের এক ফালি চাঁদ,,
ভালো লাগে নিঝুম রাতে ঝি ঝি পোকার ডাক,, 🥰

28/08/2022

জীবন যখন ঢাকার ইলিশের মতন স্বাদ গন্ধ বিহীন,,
তখন এটুকুতেই সুখ অন্তহীন।😛😂

ইলিশ পোলাও।❤️

বাবা মানেই শীতল এক ছায়া,, যে ছায়ায় আজীবন থেকে যাওয়া যায়।❤️❤️
19/06/2022

বাবা মানেই শীতল এক ছায়া,,
যে ছায়ায় আজীবন থেকে যাওয়া যায়।❤️❤️

নোয়াখালী জেলায় বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয়। এর মধ্যে নারকেল নাড়ু, ম্যাড়া পিঠা ও খোলাজা ইত্যাদি অন্যতম।আরো বিভিন্ন ধ...
12/06/2022

নোয়াখালী জেলায় বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয়। এর মধ্যে নারকেল নাড়ু, ম্যাড়া পিঠা ও খোলাজা ইত্যাদি অন্যতম।আরো বিভিন্ন ধরনের পিঠার জন্য নোয়াখালী বিখ্যাত। তাই, এইটাও নোয়াখালী বিখ্যাত একটা ঐতিহ্যবাহী নাড়ু হিসেবে গণ্য করতে পারি।

ছোট বেলায় নোয়াখালী দাদীর বাড়ি বেড়াতে গেলে, চাচীর কাছে বা নানীর কাছে সবচেয়ে বড় আবদার থাকতো এই মজাদার ঝালের নাড়ুর।

আজ আধুনিকতার ছোয়ায় সব কঠিন কাজ গুলো সহজ হয়ে গেছে প্রাত্যহিক জীবনে।
কিন্তু স্বাদের দিক থেকে তা যেনো আজও নানী দাদীর হাতের স্বাদেরই প্রকাশ ঘটায়।

এই নাড়ুতে আছে ২০টির ও বেশি প্রাকৃতিক উপাদান।যা কিনা সব গুলোই স্বাস্থ্য সম্মত।

এতে নেই কোন সুগার। যার কারনে ডায়াবেটিস রোগীরা মন চাইলেই খেতে পারেন যখন তখন।

এই নাড়ুর স্বাদ নেবার আমন্ত্রণ রইলো সকল শুভাকাঙ্ক্ষীদের।❤️🥰

05/06/2022

ক্যাপশন যখন মাথায় আসে না!!🤔

আজ জাতীয় চা দিবস।দেশে দ্বিতীয়বারের মতো দিবসটি উদযাপিত হচ্ছে।এবারের চা দিবসের প্রতিপাদ্য  ❝ চা দিবসের সংকল্প সমৃদ্ধ চা শি...
04/06/2022

আজ জাতীয় চা দিবস।

দেশে দ্বিতীয়বারের মতো দিবসটি উদযাপিত হচ্ছে।এবারের চা দিবসের প্রতিপাদ্য ❝ চা দিবসের সংকল্প সমৃদ্ধ চা শিল্প ❞

স্বাদের কিচেনের পক্ষ থেকে সবাইকে চা দিবসে এক কাপ গরম গরম চায়ের নিমন্ত্রণ।

ধন্যবাদ  Raka ম্যাম কে,স্বাদের কিচেনের পাশে থাকবার জন্য।❤️
02/06/2022

ধন্যবাদ Raka ম্যাম কে,স্বাদের কিচেনের পাশে থাকবার জন্য।❤️

28/05/2022

লাইন লেগে যাবে কিন্ত।😁😛

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাদের কিচেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category