
21/09/2025
একই মেডিকেলের সিনিয়র-জুনিয়র পরিচয় থেকেই শুরু আমাদের পথচলা। এরপর একসাথে অ্যাংকরিং করতে গিয়ে যেন একে অপরকে নতুনভাবে জানার সুযোগ হলো। কথোপকথনের ফাঁকে, একসাথে নানা কাজের মুহূর্তে—কখন যে বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নিলো, তা বলা মুশকিল।
তারপর একসাথে অনেকগুলো বছর কাটিয়ে, ডাক্তার হবার স্বপ্ন পূরণ করলাম দু’জনে। দুই পরিবারের সম্মতিতে প্রথমে আকধ, এরপর আনুষ্ঠানিকভাবে জীবনের নতুন অধ্যায় শুরু হলো।
এতগুলো বছরের পরিচয়, তবুও প্রতিদিন একে অপরকে নতুনভাবে আবিষ্কার করছি। যত জানছি, সম্পর্কের বন্ধন তত গভীর হচ্ছে।
এইভাবেই আমাদের দু’জনের অনন্ত যাত্রা চলুক একসাথে—চিরদিন।