27/09/2025
শুক্রবার যারা দোমাছা অর্ডার করেছেন, সবার দৃষ্টি আকর্ষন করছি।
২০২৩ সালের অক্টোবর মাসের পর, ২৬শে সেপ্টেম্বর ছিল দোমাছার জন্য সর্বাধিক অর্ডার এর দিন। যারা অর্ডার করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। তবে কয়েকজন কাস্টমার আমাদের জানিয়েছেন, গতকালের দোমাছার taste অন্যবারের মত ভাল হয়নি। অনেকের কাছে কিছুটা bland লেগেছে। বিষয়টির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আমাদের কিচেনে বিষয়টি জানিয়েছি, আর পরবর্তীতে quality ও taste যেন compromise না হয়, তারও ব্যবস্থা নিচ্ছি। যারা honest feedback দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের feeback আমাদের সবসময় help ও inspire করে আমাদের quality ও service ধরে রাখতে।
যারা প্রথমবার অর্ডার করেছিলেন কিন্তু hype এর তুলনায় আশানুরূপ স্বাদ পাননি, আশা করছি আমাদের আরও একবার সুযোগ দেবেন।
দোমাছা আমাদের signature এবং সবচাইতে জনপ্রিয় dish, এই dish-টির উপর আমরা কখনো negative feedback পাই না। তবে পরবর্তীতে যেন এমন না হয় তার সর্বাত্তক চেষ্টা থাকবে।
ধন্যবাদ - দোমাছা