16/10/2025
আমাদের বিজনেস এর একটাই তত্ত্ব আর সেটা হলো হালাল উপার্জন করা। কোনো কাস্টমার থেকে এক টাকাও বেশি না নেয়া, কেউ ভুলে বেশি টাকা পাঠালে তাকে সেটা ফেরত দেয়া। পেজ এ অফার চললে, অনেক ক্রেতা অনেক সময় দেখেই না অফার চলছে। তারা আগে দাম জিজ্ঞেস করে রাখে এবং সেটা তেই কনফার্ম করতে চায়। আমরা নিন উদ্যোগে অফার এর কথা জানাই। কোনো প্রোডাক্ট এ আমাদের দ্বারা কোনো ভুল হলে ক্রেতা বলার আগেই আমাদের থেকে সমাধান দিয়ে দেয়া। পরিবর্তন করতে হলে তৎক্ষণাৎ রিটার্ন নেয়া, কোনো চার্জ ছাড়া।
আমরা এডভ্যান্স ছাড়া একটি অর্ডার ও কনফার্ম করিনা, সেটার কারন কিছু ক্রেতার ভন্ডামী। তাই যাদের এডভ্যান্স করে নেয়ার মনোভাব আছে তারা অর্ডার করুন, নইলে আর কি?? আমাদের পণ্য আপনার রিজিকে নেই। 🙂