16/08/2025
আপনি একটু খেয়াল করলে দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রেই আপনার-আমার সবচেয়ে বড় ক্ষতির কারণ আমরা নিজেরাই। হ্যাঁ, আপনি নিজেই নিজের সবচেয়ে বেশি ক্ষতি করছেন।
এই ক্ষতি আমরা অনেকভাবেই করে থাকি। নাফসকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আমরা অনেক অনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়ি, যা আমাদের আত্মার ক্ষতি সাধন করে এবং মানসিক শান্তি নষ্ট করে।
খারাপ অভ্যাস (রাত জাগা, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার, নেশাদ্রব্য) দ্বারা আমরা আমাদের শারীরিক ক্ষতি করি।
আলসেমি বা প্রয়োজনীয় কাজে সময় না দিয়ে আমরা আমাদের মেধার ক্ষতি সাধন করি। যেখানে সামান্য পরিশ্রম করলে ভালো কিছু অর্জন করা সম্ভব, সেখানে আমাদের খামখেয়ালি আর সিরিয়াসনেসের অভাবে প্রতিনিয়ত সময় নষ্ট হয় এবং সাথে মৃত্যু ঘটে অনেক সম্ভাবনার।
অপ্রাপ্তবয়সে রিলেশনশিপে জড়িয়ে আমরা ভুল সিদ্ধান্ত নেই, যার খেসারত অনেকে সারাজীবন দিয়ে থাকে। আবার অনেক ছেলে-মেয়ে প্রেমে ব্যর্থ হয়ে ধ্বংসের পথ বেছে নেয়।
কিছু ভুল সিদ্ধান্ত অবশ্যই আপনি নেবেন—সবাই নেয়। জীবনে যা কিছু অর্জন করি তা শুধু সঠিক সিদ্ধান্তের কারণেই হয় না, বরং ভুল-সঠিক দুটো মিলেই মানুষের জীবন গড়ে ওঠে। তবে খেয়াল রাখতে হবে যেন এই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া যায় এবং এগুলো যেন আপনার ধ্বংসের কারণ না হয়।
সর্বোপরি, একজন প্র্যাক্টিসিং মুসলিম হওয়ার চেষ্টা করা, ভালো সঙ্গ বেছে নেওয়া, নিজেকে সবসময় কর্মব্যস্ত রাখা এবং যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে মস্তিষ্ক খাটানোই হলো সঠিক পথ।
C:
✨ আপনার প্রতিটি কথা সত্যিই অনুকরণীয় ও অনুস্মরণীয়। সেই সাথে আমাদের জন্য গভীর চিন্তার খোরাকও বটে—
আমরা কেমন করে আমাদের জীবনের অমূল্য সময় ও সোনালী সুযোগগুলো হারিয়ে ফেলি!
👉 গাফেলতি ও উদাসীনতার কারণে হেলায়-হেলায় কেটে যাচ্ছে আমাদের যৌবনের শ্রেষ্ঠ সময়। অথচ জীবন তো একটাই!
💡 পরে আফসোস করার চেয়ে এখনই সময়—
অল্পতে তুষ্ট থেকে সুশৃঙ্খল, অর্থবহ ও সুন্দর একটি জীবন গড়ে তোলার।
(pic for attention )