09/06/2023
আমি নির্বাক হয়ে যাই যখন জীবন কষাঘাত করে বলে যায়, এ জীবন তোমার নয়!
নিস্তাব্দ এক মুরমুরে চারপাশ আর আমি ভাবি,কেমন জীবন চাই আমি?
এই যে এত টানাটানি তবুও মুক্তি নাহি মেলে মোর হৃদয়ঘানি!
ভাগ্যের আখ্যানপটে লেখা থাকে যদি এতক্লোশ পরে মিলবে এক স্বাধীনতা,
কোন ক্লান্তি অবসাদ আর দুর্বোধ্যতা
কিংবা থাকবে না কোন অভেদ্য অধীনতা!
প্রজাপতির মতো শিমুল ফুটের লাল রংয়ের দুঃখ হতে মিলবে একরাশ ভালোবাসা!
বসন্তের পাখি হয়ে ফুল সৌরভে আর ফলের আধিক্যে নাচবো এক সৃষ্টি সুখের উল্লাসে,
ধরণীর বুকে সকল রংয়ের হয়ে আমি ফুটাবো এক একটি ফুল, সব অতীত মুছে যাবে নতুনত্বে!
নিকষ ভয় আলিঙ্গন করবে না কভু মোর এই ধর,হর্ষহৃদয় থাকবে সর্বদা বহমান।
এই জীবন আমার নয় যে করতেছি যাপন এক বুক ভালোবাসা আর একটু আশা, সময় ঘূর্ণন তাহার কেনই বা ধোঁয়াশা?