Step Designs

Step Designs Architectural Services and Event Management

We are a Bangladesh based company providing wide range of Event Management & Design Services as well as a Flower Shop

On going interior projet .At mirpur DOHS
04/09/2025

On going interior projet .At mirpur DOHS

এখন আপনার স্টাইল, রুচি ও চাহিদা অনুযায়ী এমন একটি  Interior Solution পাচ্ছেন STEP DESIGNS, থেকে যেটা শুধু থাকার জন্য না—ব...
05/08/2025

এখন আপনার স্টাইল, রুচি ও চাহিদা অনুযায়ী এমন একটি Interior Solution পাচ্ছেন STEP DESIGNS, থেকে যেটা শুধু থাকার জন্য না—বাঁচার জন্যও বটে ।
✨ আমরা দিচ্ছি A to Z হোম ইন্টেরিয়র সলিউশন:
▪ কাস্টমাইজড ফার্নিচার ডিজাইন ও সেটআপ
▪ ফাংশনাল ও লাক্সারিয়াস মডুলার কিচেন
▪ ড্রয়িং, বেডরুম ও ডাইনিং-এর হোলিস্টিক ইন্টেরিয়র ডিজাইন
▪ আধুনিক লাইটিং কনসেপ্ট ও ইনস্টলেশন
▪ প্রফেশনাল থিম-বেসড কালার প্ল্যানিং
▪ স্টোরেজ ও অর্গানাইজিং সলিউশন
▪ 3D ডিজাইন সহ ও ক্লায়েন্ট সেডিকফেকশন ।
ক্লায়েন্ট অ্যাপ্রুভাল নিয়ে আমরা সকল কাজ করে থাকি।
🌹আপনার ঘর, আমাদের ডিজাইন—এটাই আমাদের প্রতিশ্রুতি।
📞 এখনই কথা বলুন: 0172-6969949
# WhatsApp করুন এখনই—ঘর সাজানোর স্বপ্নটা আজই শুরু হোক!

Mirpur  এ এখন আপনার স্টাইল, রুচি ও চাহিদা অনুযায়ী এমন একটা ইন্টেরিয়র ফার্ম পাচ্ছেন, যেটা শুধু থাকার জন্য না—বাঁচার জন্য...
16/07/2025

Mirpur এ এখন আপনার স্টাইল, রুচি ও চাহিদা অনুযায়ী এমন একটা ইন্টেরিয়র ফার্ম পাচ্ছেন, যেটা শুধু থাকার জন্য না—বাঁচার জন্যও প্রয়োজন।
তাই আর দেরি না করে এখনি নক দিতে পারেন।
✨ আমরা দিচ্ছি A to Z হোম ইন্টেরিয়র সলিউশন:
▪ কাস্টমাইজড ফার্নিচার ডিজাইন ও সেটআপ
▪ ফাংশনাল ও লাক্সারিয়াস মডুলার কিচেন
▪ ড্রয়িং, বেডরুম ও ডাইনিং-এর ইন্টেরিয়র ডিজাইন
▪ আধুনিক লাইটিং কনসেপ্ট ও ইনস্টলেশন
▪ প্রফেশনাল থিম-বেসড কালার প্ল্যানিং
▪ স্টোরেজ ও অর্গানাইজিং সলিউশন
▪ ৩D ডিজাইন ও ক্লায়েন্ট অ্যাপ্রুভাল প্রেজেন্টেশন
আপনার ঘর, আমাদের ডিজাইন—এটাই স্টেপ ডিজাইন এর প্রতিশ্রুতি।
📞 এখনই কথা বলুন:
01726969949 WhatsApp করুন এখনই—ঘর সাজানোর স্বপ্নটা আজই শুরু হোক!

আজকে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে মিরপুর ব্রাঞ্চে "AI Driven meta marketing and freelancing"বুট ক্যাম্পিং শেষে সার্টিফিকে...
13/05/2025

আজকে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে মিরপুর ব্রাঞ্চে "AI Driven meta marketing and freelancing"বুট ক্যাম্পিং শেষে সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে সার্টিফাইড প্রাপ্ত হই ।

সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। শুভ নব বর্ষ
13/04/2025

সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা।
শুভ নব বর্ষ

সকাল সহিদের বিনম্র শ্রদ্ধায় ,,,,
21/02/2025

সকাল সহিদের বিনম্র শ্রদ্ধায় ,,,,

এই গাছটা ডাষ্টবিনে বড় হচ্ছিলো, কারো চোখে পড়ার কথাও না। কিন্তু যখন তার ফুল আকর্ষণীয় হয়ে উঠলো এখন হাজারো মানুষ তার কাছে এ...
17/02/2025

এই গাছটা ডাষ্টবিনে বড় হচ্ছিলো, কারো চোখে পড়ার কথাও না। কিন্তু যখন তার ফুল আকর্ষণীয় হয়ে উঠলো এখন হাজারো মানুষ তার কাছে এসে দাঁড়ায়।

চলন্ত রাস্তার পাশে অবহেলিত ভাবে জন্মানো 'সূর্যমুখী' ফুলটা দেখে অবাক হয় মানুষজন, খুশি হয়।

ফুলটা আমাদের জন্য একটা শিক্ষাঃ👈
ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ না সফল হবেন।
মানুষ আপনাকে অবহেলা করে দূরে ছুড়ে ফেলে দিবে, ডাষ্টবিনের পাশে ফুল গাছ বড় হওয়ার মতো,
আর যখন আপনার সফলতার ফুল ফুটতে শুরু করবে,
তখন হাজারো মানুষ আপনার কাছে ছুটে আসবে।
এটাই হচ্ছে এই সমাজের বাস্তব চিএ বা চিরাচরিত নিয়ম হয়ে আসছে..

https://www.facebook.com/share/1BvLwf9eB6/
17/02/2025

https://www.facebook.com/share/1BvLwf9eB6/

We are excited to invite you to the 5th episode of the "Oikotaaner Mela" promising an event, showcasing of our local products.
Date: February 21st and 22nd 2025
Time: 10:00 am - 9:00 pm
Venue: Crystal Castle Trade Center, west side of Mirpur10 metro station.
What to expect:
The event "Oikotaaner Mela" is composed of over 24 different entrepreneurs showcasing their all kinds of locally made products. From stationery to home decor,clothing, local all food, traditional food, fusion foods and flavors-- we cover it all.
Why to attend Oikotaner Mela-
Connecting with a vibrant community of entrepreneurs, Share ideas, stories, branding, promoting.
A significant session program for entrepreneurs.
More attractions- Art compilation, Award program,Cultural program, Raffle draw and many more.
So-
Don't miss it !!!
If any query : +8801842532462

CRYSTAL CASTLE Multipurpose CENTER is a Modern convention center @ Mirpur 10.

মানুষ এবং পশুর মধ‍্যে পার্থক্যঃ **************************নিউজিল্যান্ডের জনসংখ্যা ৫ মিলিয়ন ভেড়ার সংখ্যা ২৫ মিলিয়ন। উরুগ...
11/02/2025

মানুষ এবং পশুর মধ‍্যে পার্থক্যঃ
**************************

নিউজিল্যান্ডের জনসংখ্যা ৫ মিলিয়ন
ভেড়ার সংখ্যা ২৫ মিলিয়ন।
উরুগুয়ের জনসংখ্যা ৩.৫ মিলিয়ন
গরু আছে ১৪ মিলিয়ন।
দুখজনক ঘটনা হল কোন ভেড়া কিংবা গরু প্রেসিডেন্ট নির্বাচিত হয় না। এমনকি তাদের ভোটাধিকারও নেই।

কারন পশুরা মানুষ চড়াতে পারে না, কিন্তু ১ জন রাখাল কয়েক ডজন গরু মহিষ চড়াতে পারে। একজন মানুষকে এক দল পোষা কুকুর অনুসরন করবে, কিন্তু ১ ডজন হাতীরও ক্ষমতা নেই একজন মানুষকে পোষ মানানোর।

ইউরোপের অনেক দেশেই সরকার প্রধান বাস ট্রেন ব‍্যবহার করে। ফোর্বেস ম‍্যাগাজিনে একটানা ৯ বছর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী ছিলেন এঞ্জেলা মার্কেল। তিনি এইট পাশও না, ৩৩ পেয়ে ডিগ্রী পাশও না। তিনি কোয়ান্টাম কেমিষ্ট্রিতে পিএইচডি করা। কিন্তু তিনি নিজেই সকালের নাস্তা বানাতেন, স্বামীর সাথে ভাগাভাগি করে সংসারের কাজ করতেন। তার স্বামী স্ত্রীর সাথে সরকারী বিমানে না গিয়ে আলাদা ইকনমি ক্লাসে ভ্রমন করতেন।
এসব সরকার প্রধানরা কোথাও গেলে প্রটোকল বাদে আর কেউ থাকেনা। কেউ স্লোগান দেয় না, কেউ কাদের মানসকন্যা বলে না।

এবার বাংলায় ফিরে আসি।
২০১৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের চ‍্যাম্পিয়ন অফ আর্থ পুরস্কার পান।তিনি যেদিন দেশে ফিরেন, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যায়। শত শত বাস গাড়ি বাইক নিয়ে রওনা হয় বিমানবন্দর অভিমুখে। পুরো ঢাকা শহর স্থবির হয়ে যায়। মেসিরা বিশ্বকাপ নিয়ে দেশে ফেরার পরেও বুয়েনস আয়ার্সের অবস্থা এমন হয়নি ঢাকার অবস্থা যেমন ছিল। সেদিন কয়েকজন লীগের বন্ধুদের কাছে জানতে চেয়েছিলাম তারা ডঃ আতিক রহমানকে চিনেন কিনা। কেউ চিনতে পারেনি।
কিন্তু ২০০৮ সালে ডঃ আতিক রহমান চ‍্যামপিয়ন অফ আর্থ পুরস্কার পান। তাকে কেউ বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যাওয়া তো দুরের কথা তার নামও কেউ জানেনা।

আজ বেগম খালেদা জিয়া চিকিৎসার জন‍্য বিদেশে যাচ্ছেন। সে উপলক্ষে পুরো বিমানবন্দরের রাস্তা স্থবির। উনি কোন ট্রফিও জিতেননি, কোন পুরস্কারও পাননি, শুধুমাত্র বিদেশে যাচ্ছেন। কিন্তু সমর্থকরা তাদের আন্তরিক ভালবাসা প্রকাশ করতে রওনা হয়েছে বিমানবন্দরের দিকে।

প্রশ্নঃ
ইউরোপে মারকেলের মত পিএইচডি করা সফল প্রধানমন্ত্রী তেমন পাত্তা পায়না, সেখানে আমাদের দেশের এইট পাশ কিংবা ৩৩ পেয়ে ডিগ্রী পাশ করা ব‍্যকতিরা এমন অফুরন্ত পাত্তা কোথা থেকে পায়?

উত্তরঃ
ইউরোপের জনগন মনে করে সে তাদের মতই একজন মানুষ, দেশের একজন নাগরিক। সে পারিশ্রমিকের বিনিময়ে দেশের একটি দায়িত্ব পালন করেন। তার দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী তাকে সম্মান দেয়া হয়, ভালোবাসা দেয়া হয়। আর কি চাই?

আর বাংলাদেশে?
আমাদের দেশে মানুষের সংখ্যা নেই বললেই চলে। অধিকাংশই নিউজিল্যান্ডের ভেড়া কিংবা পোষা কুকুর। তাই মনিব তু তু করলেই কুকুরের মত পিছু পিছু যায়, সুযোগ পেলেই পা চেটে দেয়। আর যারা সুযোগ পায় না, তারা দলবেঁধে ঘেউ ঘেউ করে।

Collected

Address

Mirpur 12
Dhaka
1216

Opening Hours

Monday 09:30 - 17:00
Tuesday 09:30 - 17:00
Wednesday 09:30 - 17:00
Thursday 09:30 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:30 - 17:00
Sunday 09:30 - 17:00

Telephone

+8801726969949

Website

Alerts

Be the first to know and let us send you an email when Step Designs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Step Designs:

Share

Category