ইসলাম প্রচার

ইসলাম প্রচার আসসালামুয়ালাইকুম
(12)

23/07/2025

মু'মিনরাতো শুধু আল্লাহর উপরই নির্ভর করে,,,
তাদের চাওয়া পাওয়া সবই আল্লাহর নিকট।❤️🥀

22/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

22/07/2025

হঠাৎ! একদিন নিস্তব্ধ হয়ে যাব।


The Fight is over. No more hope.ঢাকা সিএমএইচ-এ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে মারাই গেলো বিধ্বস্ত প্লেনের পাইলট ফ্...
21/07/2025

The Fight is over. No more hope.
ঢাকা সিএমএইচ-এ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে মারাই গেলো বিধ্বস্ত প্লেনের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। উত্তরা থেকে সিএমএইচে নেওয়ার সময় সে বেঁচে ছিলো। মোটামুটি ঘণ্টাখানেক চেষ্টার পর সবকিছু শেষ হয়ে গেলো চিরতরে।

ওদিকে মাইলস্টোন স্কুলের বাচ্চাদের অবস্থা এখনও অবর্ণনীয়, ক্যাজুয়ালটি বাড়তে পারে অনেক।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

19/07/2025

ড.জাকির নায়েকের আলোচনা ও বিধর্মীদের প্রশ্ন।

04/07/2025

যে ব্যাক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, সে অবশ্যই জান্নাত প্রাপ্ত হবে।

افلا ينظرون الى الابل كيف خلقتতারা কি উটের দিকে দেখে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে?-উট নোনা পানি পান করতে পারে, এমনক...
01/07/2025

افلا ينظرون الى الابل كيف خلقت
তারা কি উটের দিকে দেখে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে?
-
উট নোনা পানি পান করতে পারে, এমনকি মৃত সাগরের পানিও,এতে তার রক্তচাপ বাড়ে না।

কারণ,তার কিডনি পানিকে ফিল্টার করে,যাতে সে তা তাজা পান করতে পারে। কাজেই তার কিডনি লবণ থেকে পানি আলাদা করে দেয়।

উট কাঁটা খেতে পারে,এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না, কারণ তার লালা এসিডের মত,যা কাঁটা গলিয়ে দেয়। পরে সে ওই কাঁটা রুটি ও আটার মতো খেয়ে ফেলে। এজন্য হাতে পায়ে কাঁটা ফুটলে আরব বেদুইনরা সেখানে উটের লালা লাগিয়ে দেয়। এবং সেই কাঁটা গলে বেরিয়ে আসে।

উটের চোখের পর্দা দুটি। একটি পাপড়ির পর্দা এবং অন্যটি মাংসের। এজন্য মরুভূমির ধূলিকণার মধ্যে চলতে পারে এবং তার চোখের ক্ষতি হয় না। কারণ সে তখন স্বচ্ছ পাপড়ির পর্দা বন্ধ করে দেয়।

উট তার দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে। বরফঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে।

সুবহানাল্লাহ মাত্র একটা সৃষ্টির কি মহিমা :'(

নারী জাতি সাধারণত কাণ্ডজ্ঞানহীন। এরা হলো বকরির পালের মত। রাখাল বিহীন এরা নিরাপত্তাহীন। হয় শিকারের খপ্পরে পড়বে৷ না হয় সাম...
01/07/2025

নারী জাতি সাধারণত কাণ্ডজ্ঞানহীন। এরা হলো বকরির পালের মত। রাখাল বিহীন এরা নিরাপত্তাহীন। হয় শিকারের খপ্পরে পড়বে৷ না হয় সামনে যা পায় তাই খাবে। সেটা লাখ টাকার ফসলি জমি হোক বা ঘাসের জমি। বকরি যেমন সব কিছুতে ভালো মন্দ নির্ণয় করতে পারে না৷ তেমনি নারীরা সব কিছুতে ভালো মন্দ নির্ণয় করতে পারে না। সে এতটাই কাণ্ডজ্ঞানহীন যে। আবেগী কথা শুনেই নিজের সম্ভ্রম হারিয়ে বসে প্রেমিকের কাছে। ভালোবাসার নামে বিধর্মীর যৌ-ন-দাসী হয়। ধর্মত্যাগ করে৷ ক্যারিয়ার নামক ব্রেনওয়াশে পুঁজিবাদের কাছে বিক্রি হয়৷ এরা সব জায়গায় ঠকে। এরা অল্পতেই আবেগী। অল্পতেই গলে যায়। অল্পতেই একটা ধর্ষকের কাছে ধর্ষিত হয়। আর স্বপ্ন দেখে সংসারের। এরা কিছু কিছু জায়গায় এমন নির্বোধ যে। একটা ধর্ষক সরাসরি ধ'র্ষণ করলে সে এটাকে প্রতিহত করে। ধর্ষকে ঘৃণা করে। ঠিক একই ধর্ষক যখন প্রেম নিবেদন করে। চাঁদ তারার গল্প শুনায়। কফি/ফুচকা খাওয়ায়। তখন সে ধ'র্ষণ কে প্রেম বলে উপভোগ করে। এরা পুরুষের মত এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। পুরুষের অভিভাবকত্ব ছাড়া সে নির্বোধ। আত্মঘাতী। এজন্য তাদের কে পরিচালনা করার জন্য পুরুষ কে শাসক হিসাবে নির্ধারণ করা হয়েছে৷ তাদের জন্য আল্লাহ নিজেই জায়গায় জায়গায় রেস্টিকশন দিয়েছেন৷ মাহরাম ছাড়া নির্দিষ্ট দূরত্ব সফর করতে পারবে না৷ নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে কোনো জায়গায় অবস্থান করতে পারবে না৷ অনেকে প্রশ্ন তুলে ভার্সিটিতে তো ছেলে মেয়ে দুজন মিলেই জ্বিনা করে। তাহলে মেয়েকে আলাদা ভাবে মার্ক ক্যানো করা হয়। তাদের কে আলাদা ভাবে মার্ক ক্যানো করা হয় তা উপরে আলোচনা হয়েছে৷ এজন্য মার্ক করা হয়৷ তাকে বুঝেশুনে হায়েনার মাঝে ছেড়ে দেওয়া হয়েছে৷ তাই হায়েনা কে মার্ক না করে। তাকেই সেইফ করার জন্য মার্ক করা হয়৷ -আল ইন্তিফাদা

27/01/2024
17/09/2023

It’s a good page.. I hope it will be work to help people...i recommend to follow it

Address

Kazipara

Alerts

Be the first to know and let us send you an email when ইসলাম প্রচার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলাম প্রচার:

Share