17/05/2023
এটাই আমাদের চলার নীতি!
আমরা গালি খেয়েও চুপ থাকি৷ প্রশ্নের মুখোমুখি হতে পছন্দ করি। সমালোচকদের কাছে ডাকি, তাদের ভুল ভাঙ্গার চেষ্টা করি।
স্বাধীনতা উত্তর বাংলাদেশে ইসলামী রাজনীতির স্বতন্ত্র ধারা তৈরিতে নিরলস কাজ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মরহুম সংগ্রামী আমীর পীর সাহেব চরমোনাই রহ.। তিনি প্রচলিত সকল মত ও পথের বিপরীতে অবস্থান নিয়ে ইসলামের নিজেস্ব স্রোত তৈরিতে নিরলস কাজ করেছেন। মরহুম শায়েখ রহ. ইসলামের স্বতন্ত্র শক্ত পাটাতন তৈরি করতে প্রচলিত পথ এড়িয়ে ভিন্ন পথে হেটেছেন। আওয়াজ তুলেছেন ❝ নো আওয়ামীলীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্যা বেষ্ট❞!
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্রোতের বিপরীতে অবস্থান, শায়েখ দ্বয়ের স্পষ্টভাষীতা, একলা চলা নীতি, গড্ডালিকায় গা ভাসিয়ে না দেওয়া। এসব যুগোপযোগী চিন্তা ও কর্মপন্থা নিয়ে এখনো অনেকই না বুঝে কথা বলে। সুযোগ পাওয়া মাত্রই দল ও নেতৃবৃন্দকে প্রশ্নবানে জর্জরিত করে।
এমন প্রশ্ন করে বসে যা শুনলে বরফের সাগরেও ঢেউ সৃষ্টি হবে।শান্ত হৃদয়টাও অশান্ত হয়ে উঠবে।
কিন্তু যারা আমাদের বিরুদ্ধে কলম ধরে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা তাদের এক ধরনের সম্মান ও স্বীকৃতি দিয়ে থাকি। তাতো ঠিক, আমাদের চিন্তা ও মতের সাথে যাদের স্বার্থ জড়িত তারা আমাদের ছাড়বে কেন? আমরা মনেকরি, সমাজ ও রাজনীতিতে চিন্তা এক প্রকার সংঘাতের মধ্য দিয়েই অগ্রসর হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনও কোন ব্যক্তির বিরুদ্ধে লড়ে না, ব্যক্তিকে শত্রুও মনে করে না। কেও যদি আমাদের খুব খারাপ ভাষায় গালি দেয়, যাচ্ছেতাই অপপ্রচার করে, তবুও আমাদের সংগ্রাম টা কোন ব্যক্তির বিরুদ্ধে হয়না।
মাঝে মাঝে আমরা বুঝার চেষ্টা করি সমালোচকদের সমালোচনার সামাজিক ও রাজনৈতিক নষ্টামির গোড়াটা কোথায়?
তাই মাঝেমধ্যে সে নষ্টামির শিকড় আলোচনায় নিয়ে আসি এবং সেটা নিয়ে কথা বলি। তবে সেটা বিদ্বেষ থেকে নয়। বিদ্বেষপ্রসূত সমালোচকদের পরিচয় জাতির সামনে পরিস্কার করার জন্য।
চিন্তা, পুনঃচিন্তা, প্রথা বিরোধী চিন্তা ও অপপ্রচারের সংঘাতের মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক চিন্তা সামনে অগ্রসর হবে এই কথা আমরা বিশ্বাস করি।
আমাদের কথা সকলে মানবে, এমন অহংকার আমাদের নেই। অন্যের গালি খেয়ে হোক, কিংবা সদয় সমালোচনার মধ্য দিয়ে হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ শিখতে চায়।
জ্ঞান যদি আমাদের বিনয় শিখিয়ে থাকে তাহলে অন্যের গালি থেকে জ্ঞান নেওয়ার বিদ্যাটা অন্তত ইসলামী আন্দোলন বাংলাদেশ শিখেছে।
[সময়ের প্রয়োজনে পুরনো এ্যালবাম থেকে]
Islam Riyad.