02/10/2024
কার জন্য কাদঁবেন আপনি?
যে সাহস করে আপনার হাত টা ধরতে পারেনি তার জন্য...!
কার জন্য কাঁদবেন আপনি?
যে ভালোবাসা নামক পবিত্র শব্দ কে আপনার কাছে বিষিয়ে তুলেছে তার জন্য.
কার জন্য কাঁদবেন আপনি?
যে চেহারা দেখে মানুষ পাল্টায় তার জন্য/ যার কাছে বাহ্যিক সৌন্দর্য টাই মুখ্য তার জন্য..!
কার জন্য কাঁদবেন আপনি?
যে মানুষ হয়ে আরেকটা মানুষের মন বুঝে না তার জন্য কেন কাঁদবেন আপনি..?
কেন..?
আপনি তো কাঁদার জন্য এই পৃথিবীতে আসেন নি.. তাহলে ঐ সকল মানুষের জন্য কেন কাঁদবেন যে আপনার কখনো ছিল ই না। যে থাকার সে এভাবে পরিবর্তন হতো না। যে থাকার শক্ত করে হাত ধরে সকল প্রতিকূল পরিস্থিতির সাথে লড়ত।
রাতভর যে একটা মেসেজের অপেক্ষায় কাটিয়ে দিচ্ছেন, বিশ্বাস করুন আসবে না কোনো মেসেজ। কারণ অপরপক্ষ আপনার মত আটকে নেই সে মুভ অন করে সামনে এগিয়ে চলছে অন্যকারো সাথে বা অন্যভাবে তাহলে কেন আপনি রাতজেগে চোখের নিচে কালো দাগ নিয়ে ঐ জায়গায় আটকে আছেন। আপনি আপনার মত চলুন।
পিছন ফিরে তাকানোর সময় শেষ।
পুরনো সব স্মৃতি কে মন থেকে বাহির করে তালাবদ্ধ করে রাখুন। যে তালার কোনো চাবি নেই। কোনো একসময় মনে পরতে চাইলেও যেন " তালা " শব্দটা চোখের সামনে ভেসে উঠে । ঐ তালাবদ্ধ স্মৃতিগুলো যেন ঐখানে গুমড়ে পরে থাকে।
এমন ভাবে মুভ অন কর যাতে ভাগ্যক্রমে কখনো সামনাসামনি হলে চোখ ফিরিয়ে না নিয়ে না লুকিয়ে ঠোঁট বাকিয়ে একটা তাচ্ছিল্যতার তার হাসি হাসতে পার। যাতে তাকে দেখিয়ে দিতে পার যে তুমি টাকে তুমি রেখে গিয়েছিলে সেই তুমি টা আর আগের তুমি না এক নতুন রুপে নতুন ভাবে কারো দূর্বলতা নয় কারো শক্তি রুপে আবার তৈরি হয়েছে। মুখে যেন সেই বাঁকা হাসিটা থাকে।
দিন শেষে সুখে থাকার অভিনয় না সুখে থাকার ভালো থাকার অনুভূতি গুলোকে অনুভব করুন যে আপনার জন্য আসবে আপনার জীবনে। মিথ্যে মায়া মিথ্যে স্বপ্ন কে ভুল বলে মাটিচাপা দিয়ে সেখানে চারা রোপন করুন সুখের, সত্যের, সততার আর সাহসের। ভালো থাকাটা আপনার হাতে ই। অন্যের হাতের মুয়া হবেন না।না আর হতে দিবেন।