
11/07/2025
Food Catering : 560 Boxes (Lunch)
Client Name: Abul Khair To***co
Hotel Saikat is located on Station Road in Chittagong. It is a state-owned hotel operated by Bangladesh Tourism Corporation.
Station Road
Chittagong
4217
Be the first to know and let us send you an email when Hotel Shaikat Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Hotel Shaikat Chattogram:
হোটেল সৈকত চট্টগ্রামের প্রাণকেন্দ্র নিউমার্কেট এলাকায় অবস্থিত। এটি বাংলাদেশ পর্যটন করপোরেশন এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। হোটেল সৈকত একটি তিন তারকা মানের হোটেল যাতে রয়েছে ১৫১ টি রুম।
এতে একটি কনভেনশন হল আছে যার নাম পারকি কনভেনশন হল, এতে লোক ধারণ ক্ষমতা ৩৫০-৪০০ জন, সাঙ্গু নামে একটি ব্যাঙকুয়েট হল আছে যাতে লোক ধারন ক্ষমতা ২০০। এছাড়াও আছে সম্পান ও হালদা নামে ছোট দুইটি কনফারেন্স হল যার লোক ধারণ ক্ষমতা যথাক্রমে ৫০ জন এবং ১০০ জন। এছাড়াও হোটেল সৈকতে আছে একটি রেস্টুরেন্ট যার নাম কর্ণফুলী রেস্টুরেন্ট। এর লোক ধারণ ক্ষমতা ৮০ জন।কর্ণ ফুলী রেস্টুরেন্ট-এ সকর ধরনের খাবারের অর্ডা র নেওয়া হয়।এখানে আয়োজিত সকল বিয়ে, গায়ে হলুদ এবং অন্যান্য অনুষ্ঠানের খাবার এই রেস্টুরেন্ট থেকে ন্যায্য মূল্যে সরবরাহ করা হয়, যা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রান্না এবং পরিবেশন করা হয়। হোটেল সৈকতে আছে গাড়ী পার্কিং এর বিশাল সুব্যবস্থা। এছাড়াও আছে মনোরম বাগানের পরিবেশ।এই হোটেলে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা বিদ্যমান।