
02/07/2025
প্রতিটি মানুষের স্বপ্ন থাকে তার বিয়ের ইভেন্ট পরিকল্পনা নিয়ে ! আবার সেই ডেকোর যদি হই সমুদ্রের তীরে, এই ইভেন্ট টা ছিল আমাদের টিম এর জন্য একটা চ্যালেঞ্জ, কারন 2 থেকে দেড় ঘন্টায় ভেনু রেডি করতে হবে, একদিকে বৃষ্টির জন্য কাজ করা বিপদ আরেক দিকে সমুদ্রের ভারী বাতাস, শুধু তাই নয় আমাদের সব ধরনের মালামাল প্রায় ১৫০০ফিট পায়ে হেটে জিনিস পত্র নিয়ে কাজ করা খুব কঠিন ছিল, এবং যে ভেনু টা আপনারা দেখছেন এইখানে সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত সমুদ্র জোয়ার পানি ছিল দুপুর 2 টাই ভাটার পানি নামলো, তার মধ্যে আমাদের টিম প্রস্তুত ছিল ২ টা থেকে 4 টার মধ্যে কাজ টা রেডি করার, প্রচন্ড বাতাস এর মধ্যে দিয়ে আমাদের 2 ঘন্টায় আমাদের ডেকোর সম্পূর্ণ হলো,
আলহামদুলিল্লাহ
(রঙ্গন ও হিমেল ) এর আকদ ডেকোর ❤️🤍
Decor Active Event Wedding Planner
Photography- Wedding Graphy