
06/03/2025
রমজান মাস মানেই ফজিলতের মাস
রমজান মাসে আমল করলে অন্যান্য মাসের তুলনায় ৭০ গুণ বা তার চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। মক্কায় মসজিদুল হারামে (কাবা শরিফে) এক রাকাত নামাজ আদায় করলে এক লাখ রাকাতের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। একই সঙ্গে মদিনার মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করলে বহুগুণ সওয়াব পাওয়া যায়।
মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেন-
"রমজান মাসে একটি ওমরা, একটি হজ্বের সমান"
অন্যান্য বছরের ধারাবাহিকতায় এবারের রমজান মাস উপলক্ষ্যে আমরাও আমাদের ওমরাহ প্যাকেজ গুলো সাজিয়েছি সবার সুবিধার কথা মাথায় রেখে।
আমাদের একটা ওমরাহ গ্রুপ ১৪দিনের
১৮ তারিখ যাওয়া।
১লা এপ্রিল আসা।
ট্রানজিট ফ্লাইট (সালাম ইয়ার)
তবে কেউ চাইলে ১০/২০/২৫ দিন বা পুরো রমজান মাস মানে ৩০ দিন থাকার ব্যবস্থা আছে।
মক্কা ও মদিনায় এতেকাফেরও ব্যবস্থা করার সুযোগ আছে আমাদের কাছে।
আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে এবারের রমজানের সময়টা মক্কা মদিনায় কাটানোর তাওফিক দান করুক, আমিন