12/03/2024
অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আপনাদের জানাচ্ছি যে চট্টগ্রাম ক্যাটেল ফার্মার্স এসোসিয়েশন গত ৭-৮ মার্চ, ২০২৪ ইং তারিখে চট্টগ্রামস্থ হালিশহর আবাহনী মাঠে তৃতীয়বারের মত আয়োজন করেছে চট্টগ্রাম ক্যাটেল এক্সপো ২০২৪। উক্ত আয়োজনে প্রান্তিক পর্যায়ের খামারিদের অংশগ্রহণ এবং সর্বস্তরের জনসাধারনের আগমনের মাধ্যমে এই আয়োজনটি পরিপূর্ণতা লাভ করেছে। আমরা আন্তরিক ধন্যবাদ জানাতে চাই জেলা প্রাণীসম্পদ অধিদপ্তর, চট্টগ্রাম-কে আমাদের এই আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য।
জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান শুধুমাত্র স্বাধীনতার কথাই ভাবেননি, ভেবেছেন কোটি কোটি মানুষের অর্থনৈতিক মুক্তি এবং খাদ্য ও পুষ্টির অভাব থেকে মুক্তির পথ। বঙ্গবন্ধুর চিন্তা-চেতনার হাত ধরে তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সকল মানুষের খাদ্য নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টর। শুধু দুই বেলা দুমুঠো ভাত নয়, মেধাবী জাতি গঠনে পুষ্টিকর খাবার, স্নেহ ও আমিষের জোগান যেখানে অত্যন্ত গুরুত্তের সাথে বিবেচিত হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনৈতিক সম্বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার জন্য বিশেষ গুরুত্ত দিয়েছেন কৃষিখাত, গবাদিপশু এবং প্রানিসম্পদের উন্নয়নে। তারই দিকনির্দেশনায় একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রানিসম্পদ খাতকেও এগিয়ে নিতে হবে সমান ভাবে। প্রান্তিক পর্যায়ের খামারিদের অংশগ্রহণ, আধুনিক প্রযুক্তির সংযোজন, পরিকল্পিত খামার ব্যাবস্থা, সঠিক জাত এবং সুদূরপ্রসারী প্রচেষ্টার একত্রীকরণ করা গেলে এই ব্যাপক সম্ভাবনাময় এই খাতের মাধ্যমেও সম্ভব একটি স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখা। চট্টগ্রাম ক্যাটেল ফার্মার্স এসোসিয়েশন যেখানে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে।
আপনারা জানেন যে, চট্টগ্রাম ক্যাটেল ফার্মার্স এসোসিয়েশন চট্টগ্রামের গবাদিপশু খাতের উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে চলেছে বিগত তিন বছর ধরে। এই কাজে বিভিন্ন বয়সের মানুষদের সম্পৃক্ত করার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের এই গুরুত্বপূর্ণ শিল্পে অবদান রাখতেও অনুপ্রাণিত করছে। সঠিক ও ভালো মানের জাত ও গবাদি পশু সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং পরিপূর্ণ তথ্য আদান-প্রদানের একটি প্রচেষ্টা হল এই চট্টগ্রাম ক্যাটেল এক্সপো। বিগত দুই বছরের সফল আয়োজনের অভিজ্ঞতায় এবারও আমাদের মূল মনোযোগ ছিল তাকে আরও সমুন্নত করা। আমরা বিশ্বাস করি, তৃতীয়বারের মত আয়োজিত এই মেলা নতুন প্রজন্মের কৃষক ও উদ্যোক্তাদের দারুণভাবে উৎসাহিত করেছে এবং ভবিষ্যৎ বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনায়ও বিশেষ ভূমিকা রাখবে।
জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দিকনির্দেশনা এবং জেলা প্রাণীসম্পদ অধিদপ্তর, চট্টগ্রাম-এর সহযোগিতায় চট্টগ্রাম ক্যাটেল ফার্মার্স এসোসিয়েশন নিরলস কাজ করে চলেছে যার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের এই আয়োজনে যারা নানান ভাবে সমর্থন জুগিয়েছেন তাদের প্রতি। প্রশাসন থেকে শুরু করে সকল অংশগ্রহণকারী খামারি ও প্রতিষ্ঠান, পার্টনার, স্পন্সর, মিডিয়া, সহ সর্বস্তরের জনসাধারণ যারা মেলায় এসেছেন এবং এই আয়োজনকে পরিপূর্ণতা দিয়েছেন। গবাদিপশু ও প্রানিসম্পদ খাতে আপনাদের অকুণ্ঠ সমর্থন ও অবদান আমাদের দারুণভাবে উৎসাহিত করেছে এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এই খাতের উন্নয়নে চট্টগ্রাম ক্যাটেল ফার্মার্স এসোসিয়েশন তাদের ভবিষ্যৎ কার্যক্রম অব্যাহত রাখবে। ততদিন পর্যন্ত সকলেই সুস্থ এবং নিরাপদ থাকবেন।
আপনাদের সকলের প্রতি অশেষ শুভকামনা!
বিনীত নিবেদক,
বোরহানুল হাসান চৌধুরী
প্রধান সমন্বয়কারী
চট্টগ্রাম ক্যাটেল এক্সপো আয়োজক কমিটি