Chottogram Family Entertainment Hub

Chottogram Family Entertainment Hub Chottogram visit place information and upcoming update with restaurant update.

17/04/2025

চট্টগ্রাম জেলার ১০৬টি দর্শনীয় স্থানঃ 🔵
১. পতেঙ্গা সমুদ্র সৈকত
২. ফয়েজ লেক
৩. মহামায়া লেক
৪. চন্দ্ৰনাথ পাহাড় ও মন্দির
৫. বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত
৬. গুলিয়াখালী সমুদ্র সৈকত
৭. কুমিরা ঘাট
৮. ভাটিয়ারী লেক
৯. বাঁশখালী সমুদ্র সৈকত
১০. সোনাইছড়ি ট্রেইল
১১. সুপ্তধারা ঋণী
১২. নাপিত্তাছড়া ঝর্ণা
১৩. লালদীঘি
১৪. খেজুরতলা বীচ
১৫. আকিলপুর সী-বিচ
১৬. খৈয়াছড়া ঝর্ণা
১৭. ঝরঝরি ঝর্ণা
১৮. কমলদহ ঝর্ণা
১৯. সোনাইছড়া ঝর্ণা
২০. বোয়ালিয়া ঝর্ণা
২১. বাওয়াছড়া লেক
২২. হরিণমারা হাঁটুভাঙ্গা ট্রেইল
২৩. হাজারিখিল অভয়ারণ্য
২৪. বাঁশখালী ইকোপার্ক
২৫. কালুরঘাট ব্রিজ
২৬. চট্টগ্রাম ওয়ার সিমেট্রি
২৭. বেলগাঁও চা বাগান
২৮. সহস্র ধারা ঝর্ণা
২৯. চট্টগ্রাম ডিসি পার্ক
৩০. জাম্বুরী পার্ক
৩১. ডিসি হিল / নজরুল স্কয়ার
৩২. সিআরবি পাহাড়
৩৩. ছাগল কান্দা পাহাড়
৩৪. চেরাগি পাহাড়
৩৫. চট্টগ্রাম চিড়িয়াখানা
৩৬. হযরত বায়েজিদ বোস্তামী (রঃ) মাজার
৩৭. হযরত শাহ আমানত (রঃ) মাজার
৩৮. চালন্দা গিরিপথ
৩৯. বোটানিক্যাল গার্ডেন এবং ইকোপার্ক, সীতাকুণ্ড
৪০. আন্দরকিল্লা শাহী মসজিদ
৪১. জাতিতাত্ত্বিক জাদুঘর
৪২. পারকি সমুদ্র সৈকত
৪৩. শেখ রাসেল এভিয়ারি ইকো পার্ক
৪৪. বুদবুদির ছড়া
৪৫. মুহুরী প্রজেক্ট
৪৬. সন্দ্বীপ
৪৭. কল্পলোক বীচ
৪৮. বাড়বকুণ্ড
৪৯. নেভাল একাডেমি এবং নেভাল এরিয়া
৫০. চেরাগি পাহাড় মোড় (স্মৃতি মিনার)
৫১. কালুরঘাট বেতার
৫২. পার্কির চর
৫৩. বৌদ্ধ তীর্থ স্থান চক্রশালা, পটিয়া
৫৪. বাটালী হিল
৫৫. কর্ণফুলী টি গার্ডেন
৫৬. মিনি বাংলাদেশ এবং স্বাধীনতা কমপ্লেক্সে
৫৭. মহামুনি বৌদ্ধ বিহার
৫৮. রাঙ্গুনিয়া কোদালা চা বাগান
৫৯. বাটারফ্লাই পার্ক
৬০. অভয়মিত্র ঘাট
৬১. ফিশারি ঘাট
৬২. কর্ণফুলী টানেল
৬৩. খানখানাবাদ সমুদ্র সৈকত, বাঁশখালী
৬৪. খিরাম সংরক্ষিত বনাঞ্চল, ফটিকছড়ি
৬৫. লোহাগাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য
৬৬. চুনতি বন্যপ্রাণ অভয়ারণ্য
৬৭. বারৈয়াঢালা জাতীয় উদ্যান
৬৮. বেলগাঁও চা বাগান, পুকুরিয়া, বাশখালী
৬৯. বিপ্লব উদ্যান, শহর
৭০. খেজুরতলা পর্যটন কেন্দ্র
৭১. বাশখালি চা বাগান
৭২. আশুনিয়া চা বাগান
৭৩. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৭৪. ভুজপুর সংরক্ষিত বনাঞ্চল
৭৫. কর্ণফুলী নদী
৭৬. চট্টগ্রাম বন্দর
৭৭. চারুলতা পার্ক, শহর
৭৮. রানী রাসমনি ঘাট
৭৯. হামিদ চর
৮০. আরসি নগর ফিউচার পার্ক
৮১. শেখ রাসেল শিশু পার্ক
৮২. রেলওয়ে জাদুঘর
৮৩. জিয়া স্মৃতি জাদুঘর
৮৪. কর্ণফুলী নতুন ব্রীজ
৮৫. জাতিসংঘ পার্ক
৮৬. ঠাণ্ডাছড়ি পিকনিক স্পট
৮৭. আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক
৮৮. ভাটিয়ারী গলফ ও কান্ট্রি ক্লাব
৮৯. কালুরঘাট বেতার কেন্দ্র
৯০. কেন্দ্রীয় শহীদ মিনার
৯১. গুপ্ত জমিদার বাড়ি
৯২. চাকমা রাজবাড়ি
৯৩. প্রসন্ন কুমার জমিদার বাড়ি
৯৪. পরৈকোড়া জমিদার বাড়ি
৯৫. ভুজপুর জমিদার বাড়ি
৯৬. সত্য সাহার জমিদার বাড়ি
৯৭. চট্টগ্রাম তোরণ
৯৮. মাইজ ভান্ডার দরবার শরীফ
৯৯. শমসের গাজীর কেল্লা
১০০. আমানত শাহ দরগাহ
১০১. ভুজপুর রাবার ড্যাম
১০২. হারুয়ালছড়ি রাবার ড্যাম
১০৩. দাঁতমারা রাবার বাগান বা সেলফি রোড
১০৪. বাগানবাজার রাবার বাগান
১০৫. হালদা নদী
১০৬. বায়েজিদ লিংক রোড

কতগুলো জায়গা ঘুরে দেখেছেন?
#চট্টগ্রাম_হাসপাতাল

Good morning everyone
16/04/2025

Good morning everyone

05/04/2025

চট্টগ্রামে জরুরি চিকিৎসা সেবার প্রয়োজন হলে কোথায় যাবেন? চিন্তার কিছু নেই! আমরা আপনার জন্য নিয়ে এসেছি চট্টগ্রামের সব পরিচিত হাসপাতালের ঠিকানা ও মোবাইল নম্বর একসাথে।

১. ন্যাশনাল হাসপাতাল চট্টগ্রাম
ঠিকানা: ১৪/১৫ মেহেদীবাগ, চট্টগ্রাম
ফোন: ০৩১-৬২৩৭৫৩, ০৩১-৬২৭৯১৩
ওয়েবসাইট: www.nationalhospitalctg.com

২. আল-আমিন হাসপাতাল ও ডায়াগনস্টিক
ঠিকানা: এ কে খান গেইট, উত্তর পাহাড়তলী, চট্টগ্রাম
ফোন: 01683076070, 01999933364

৩. বাংলাদেশ আই হাসপাতাল
ঠিকানা: প্রবর্তক মোড়, পাঁচলাইশ, চট্টগ্রাম
ফোন: 01839392525

৪. চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল
ঠিকানা: জাকির হোসেন রোড, খুলশী
ফোন: ০৩১-৬৫৯৪৩৫, ০১৮৪৪০৪১১৪০

৫. চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (CMCH)
ঠিকানা: চকবাজার, চট্টগ্রাম
ওয়েবসাইট: www.cmch.gov.bd

৬. ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড
ঠিকানা: পাঁচলাইশ, চট্টগ্রাম
ফোন: 09666775555

৭. মা ও শিশু হাসপাতাল চট্টগ্রাম
ঠিকানা: আগ্রাবাদ, চট্টগ্রাম
ফোন: ০৩১-২৫১৩৩৩৫

৮. পিপলস হাসপাতাল চট্টগ্রাম
ঠিকানা: ৯৪ কে.বি. ফজলুল কাদের রোড, পাঁচলাইশ
ফোন: ০৩১-৬৫৮৯১১

৯. বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল (BMSH)
ঠিকানা: জাকির হোসেন রোড, চট্টগ্রাম
ফোন: ০৩১-২৫৫০৭০১

১০. চট্টগ্রাম জেনারেল হাসপাতাল
ঠিকানা: আন্দরকিল্লা, চট্টগ্রাম
ফোন: ০৩১-৬১০৫৩৮

১১. আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল
ঠিকানা: আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া
ফোন: ০৩১-৭১১৭৭১

১২. চট্টগ্রাম ইউরোপিয়ান হাসপাতালে
ঠিকানা: পাঁচলাইশ, চট্টগ্রাম
ফোন: ০৩১-৬৫৫৭৯৭

১৩. ইসলামী ব্যাংক হাসপাতাল, চট্টগ্রাম
ঠিকানা: ৯৭, বক্সিরহাট, আগ্রাবাদ
ফোন: ০৩১-২৫২০৯৯৫

১৪. পার্কভিউ হাসপাতাল
ঠিকানা: ৪৪৭/৪৮৭, অক্সিজেন রোড, পাঁচলাইশ
ফোন: ০৩১-৬৫৮৭৪৫

১৫. ম্যাক্স হাসপাতাল চট্টগ্রাম
ঠিকানা: ২১৫৫, সিটি গেইট, বায়েজিদ বোস্তামী
ফোন: ০৩১-২৫৭৪৭১৩

১৬. আর.বি. হাসপাতাল
ঠিকানা: সিমেন্ট ক্রসিং, পাঁচলাইশ
ফোন: ০৩১-৬৫৯৮০২

১৭. সিএসসিআর হাসপাতাল
ঠিকানা: ১৭, সুইপার লেইন, পাঁচলাইশ
ফোন: ০৩১-৬৫৮২৯০

১৮. চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল (মহেশখালী শাখা)
ঠিকানা: মহেশখালী, চট্টগ্রাম
ফোন: ০৩১-২৫১৩৩৩৭

১৯. সেন্টার ফর নার্ভাস ডিজঅর্ডার এন্ড ট্রমা (CND)
ঠিকানা: আগ্রাবাদ
ফোন: ০৩১-২৫২৩৪০০

২০. গ্রীন হিল হাসপাতাল
ঠিকানা: নাসিরাবাদ হাউজিং সোসাইটি
ফোন: ০৩১-৬৫৮৮০৮

আপনার প্রিয়জনের প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নিতে পোস্টটি শেয়ার করুন।
আপদে বিপদে পাশে থাকুক সঠিক তথ্য!

#চট্টগ্রাম_হাসপাতাল

আমরা আমাদের ল্যাবরেটরিজ এবং রোগীর সেবা কেন্দ্রগুলির মাধ্যমে সিগমা ডায়াগনস্টিক পরীক্ষার পরিষেবাগুলিতে বিস্তৃ...

রাঙ্গামাটিতে কম মূল্যে ভালো হোটেলের তালিকা ও মোবাইল নামবাররাঙ্গামাটি ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য নিচে সরকারি ও বেসরকারি...
03/04/2025

রাঙ্গামাটিতে কম মূল্যে ভালো হোটেলের তালিকা ও মোবাইল নামবার

রাঙ্গামাটি ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য নিচে সরকারি ও বেসরকারি হোটেল, মোটেল, রিসোর্ট এবং রেস্ট হাউজের তালিকা ও তাদের যোগাযোগের তথ্য প্রদান করা হলো:
সরকারি আবাসন:
# # # সার্কিট হাউজ
ঠিকানা: ভেদভেদী, আমানতবাগ, রাঙ্গামাটি
টেলিফোন: ০৩৫১-৬২০১২
# # # বন বিভাগ রেস্ট হাউজ
ঠিকানা: বনরূপা, রাঙ্গামাটি
টেলিফোন: ০৩৫১-৬৩৩৫১
# # #. এলজিইডি রেস্ট হাউজ
ঠিকানা: টিএন্ডটি এলাকা, রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের পাশে
টেলিফোন: ০৩৫১-৬৩১৪৮
# # #উসাই রেস্ট হাউজ
ঠিকানা: ভেদভেদী, আমানতবাগ, রাঙ্গামাটি
টেলিফোন: ০৩৫১-৬৩৩৮৯
# # # জেলা পরিষদ রেস্ট হাউজ
ঠিকানা: পাবলিক হেলথ এলাকা, রাঙ্গামাটি
টেলিফোন: ০৩৫১-৬৩২৬২
# # # কৃষি বিভাগ রেস্ট হাউজ
ঠিকানা: ট্রাইবেল আদাম, বনরূপা, রাঙ্গামাটি
টেলিফোন: ০৩৫১-৬২৩২৪
# # # বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রেস্ট হাউজ
ঠিকানা: চম্পকনগর, রাঙ্গামাটি
টেলিফোন: ০৩৫১-৬২২৮৮
# # #. বিসিক রেস্ট হাউজ
ঠিকানা: রাঙ্গামাটি স্টেডিয়াম এলাকা
টেলিফোন: ০৩৫১-৬২০৩৭
# # # পর্যটন হলিডে কমপ্লেক্স
ঠিকানা: তবলছড়ি, ডিয়ার পার্ক এলাকা, রাঙ্গামাটি
টেলিফোন: ০৩৫১-৬৩১২৬
বেসরকারি হোটেল ও রিসোর্ট:
# # # হোটেল নাদিসা ইন্টারন্যাশনাল
ঠিকানা: এ বি এম টাওয়ার, নতুন বাস স্টেশন, রিজার্ভ বাজার, রাঙ্গামাটি
মোবাইল: ০১৮৬৬৬০৯৯৯১
# # # শুকতারা বোডিং
ঠিকানা: প্রধান সড়ক, রিজার্ভ বাজার, রাঙ্গামাটি
মোবাইল: ০১৮৮০৯২৬৬৯৭
# # # হোটেল ডায়মন্ড
ঠিকানা: পুরাতন বাস স্টেশন, রাঙ্গামাটি সদর
মোবাইল: ০১৮৩৩২৯০৬৭
# # # হোটেল হিল প্যালেস আবাসিক
ঠিকানা: বাইতুশ শরফ মার্কেট, পুরাতন বাস স্টেশন, রাঙ্গামাটি সদর
মোবাইল: ০১৮৬৬৪৫৪৭৯০
# # # শান্তি বোডিং
ঠিকানা: রিজার্ভ বাজার সিএনজি স্টেশন সংলগ্ন, রাঙ্গামাটি সদর
মোবাইল: ০১৮২০৩০২৪৬২
# # # মধুমিতা বোর্ডিং (আবাসিক)
ঠিকানা: প্রধান সড়ক, রিজার্ভ বাজার, রাঙ্গামাটি সদর
মোবাইল: ০১৮৭৯১০৪১০৫
# # # হোটেল গ্রীণহিল (আবাসিক)
ঠিকানা: বায়তুশ শরফ কমপ্লেক্স, পুরাতন বাস স্টেশন, রাঙ্গামাটি
মোবাইল: ০১৮৩৭৮৪৮৮০০
# # #. হোটেল প্রিন্স (আবাসিক)
ঠিকানা: পুরাতন বাস স্ট্যান্ড (দোয়েল চত্ত্বর), রাঙ্গামাটি
মোবাইল: ০১৫৫৯৭৮৬৭০৬
# # # হোটেল জেরিন
ঠিকানা: প্রধান সড়ক, রিজার্ভ বাজার, রাঙ্গামাটি পার্বত্য জেলা
মোবাইল: ০১৮১২-৭৬৮৭৯৫
# # #. নিডস হিল ভিউ
ঠিকানা: বনরূপা, রাঙ্গামাটি
ওয়েবসাইট: www.needshillview.com
মোবাইল: ০১৮২৮৮৪৬২৬৫, ০১৭৩২৯

Hotel Needs Hill View, Rāngāmāti, Bangladesh Call: 01611 654321

🔴 চট্টগ্রাম জেলার ১০৬টি দর্শনীয় স্থানঃ 🔵১. পতেঙ্গা সমুদ্র সৈকত২. ফয়েজ লেক৩. মহামায়া লেক৪. চন্দ্ৰনাথ পাহাড় ও মন্দির৫. ...
08/02/2025

🔴 চট্টগ্রাম জেলার ১০৬টি দর্শনীয় স্থানঃ 🔵
১. পতেঙ্গা সমুদ্র সৈকত
২. ফয়েজ লেক
৩. মহামায়া লেক
৪. চন্দ্ৰনাথ পাহাড় ও মন্দির
৫. বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত
৬. গুলিয়াখালী সমুদ্র সৈকত
৭. কুমিরা ঘাট
৮. ভাটিয়ারী লেক
৯. বাঁশখালী সমুদ্র সৈকত
১০. সোনাইছড়ি ট্রেইল
১১. সুপ্তধারা ঋণী
১২. নাপিত্তাছড়া ঝর্ণা
১৩. লালদীঘি
১৪. খেজুরতলা বীচ
১৫. আকিলপুর সী-বিচ
১৬. খৈয়াছড়া ঝর্ণা
১৭. ঝরঝরি ঝর্ণা
১৮. কমলদহ ঝর্ণা
১৯. সোনাইছড়া ঝর্ণা
২০. বোয়ালিয়া ঝর্ণা
২১. বাওয়াছড়া লেক
২২. হরিণমারা হাঁটুভাঙ্গা ট্রেইল
২৩. হাজারিখিল অভয়ারণ্য
২৪. বাঁশখালী ইকোপার্ক
২৫. কালুরঘাট ব্রিজ
২৬. চট্টগ্রাম ওয়ার সিমেট্রি
২৭. বেলগাঁও চা বাগান
২৮. সহস্র ধারা ঝর্ণা
২৯. চট্টগ্রাম ডিসি পার্ক
৩০. জাম্বুরী পার্ক
৩১. ডিসি হিল / নজরুল স্কয়ার
৩২. সিআরবি পাহাড়
৩৩. ছাগল কান্দা পাহাড়
৩৪. চেরাগি পাহাড়
৩৫. চট্টগ্রাম চিড়িয়াখানা
৩৬. হযরত বায়েজিদ বোস্তামী (রঃ) মাজার
৩৭. হযরত শাহ আমানত (রঃ) মাজার
৩৮. চালন্দা গিরিপথ
৩৯. বোটানিক্যাল গার্ডেন এবং ইকোপার্ক, সীতাকুণ্ড
৪০. আন্দরকিল্লা শাহী মসজিদ
৪১. জাতিতাত্ত্বিক জাদুঘর
৪২. পারকি সমুদ্র সৈকত
৪৩. শেখ রাসেল এভিয়ারি ইকো পার্ক
৪৪. বুদবুদির ছড়া
৪৫. মুহুরী প্রজেক্ট
৪৬. সন্দ্বীপ
৪৭. কল্পলোক বীচ
৪৮. বাড়বকুণ্ড
৪৯. নেভাল একাডেমি এবং নেভাল এরিয়া
৫০. চেরাগি পাহাড় মোড় (স্মৃতি মিনার)
৫১. কালুরঘাট বেতার
৫২. পার্কির চর
৫৩. বৌদ্ধ তীর্থ স্থান চক্রশালা, পটিয়া
৫৪. বাটালী হিল
৫৫. কর্ণফুলী টি গার্ডেন
৫৬. মিনি বাংলাদেশ এবং স্বাধীনতা কমপ্লেক্সে
৫৭. মহামুনি বৌদ্ধ বিহার
৫৮. রাঙ্গুনিয়া কোদালা চা বাগান
৫৯. বাটারফ্লাই পার্ক
৬০. অভয়মিত্র ঘাট
৬১. ফিশারি ঘাট
৬২. কর্ণফুলী টানেল
৬৩. খানখানাবাদ সমুদ্র সৈকত, বাঁশখালী
৬৪. খিরাম সংরক্ষিত বনাঞ্চল, ফটিকছড়ি
৬৫. লোহাগাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য
৬৬. চুনতি বন্যপ্রাণ অভয়ারণ্য
৬৭. বারৈয়াঢালা জাতীয় উদ্যান
৬৮. বেলগাঁও চা বাগান, পুকুরিয়া, বাশখালী
৬৯. বিপ্লব উদ্যান, শহর
৭০. খেজুরতলা পর্যটন কেন্দ্র
৭১. বাশখালি চা বাগান
৭২. আশুনিয়া চা বাগান
৭৩. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৭৪. ভুজপুর সংরক্ষিত বনাঞ্চল
৭৫. কর্ণফুলী নদী
৭৬. চট্টগ্রাম বন্দর
৭৭. চারুলতা পার্ক, শহর
৭৮. রানী রাসমনি ঘাট
৭৯. হামিদ চর
৮০. আরসি নগর ফিউচার পার্ক
৮১. শেখ রাসেল শিশু পার্ক
৮২. রেলওয়ে জাদুঘর
৮৩. জিয়া স্মৃতি

১৬নং চকবাজার ওয়ার্ডচকবাজার বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড।আয়তনচকবাজার ওয়ার্ডের আয়তন ২.০৪...
06/12/2024

১৬নং চকবাজার ওয়ার্ড
চকবাজার বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড।

আয়তন
চকবাজার ওয়ার্ডের আয়তন ২.০৪ বর্গ কিলোমিটার।
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চকবাজার ওয়ার্ডের মোট জনসংখ্যা ৫৩,২০৯ জন। এর মধ্যে পুরুষ ২৮,১৫৩ জন এবং মহিলা ২৫,০৫৬ জন। মোট পরিবার ১০,১৫৬টি।
অবস্থান ও সীমানা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যাংশে চকবাজার ওয়ার্ডের অবস্থান। এর পশ্চিমে ১৫নং বাগমনিরাম ওয়ার্ড, দক্ষিণে ২১নং জামালখান ওয়ার্ড ও ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড, পূর্বে ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড ও ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড এবং উত্তরে ৮নং শুলকবহর ওয়ার্ড অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
প্যারেড কর্নারচকবাজার এলাকাকাপাসগোলা সড়ক চকবাজার
চকবাজার ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ১৬নং ওয়ার্ড। এ ওয়ার্ডের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চকবাজার থানার আওতাধীন। এটি ২৮৬নং চট্টগ্রাম-৯ জাতীয় নির্বাচনী এলাকার অংশ। এ ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকা হল:
• কাপাসগোলা
• কাতালগঞ্জ
• চকবাজার
• চন্দনপুরা
শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চকবাজার ওয়ার্ডের সাক্ষরতার হার ৮১.৪৭%।[২] এ ওয়ার্ডে ৬টি কলেজ, ১টি কামিল মাদ্রাসা, ১টি স্কুল এন্ড কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
কলেজ
• চট্টগ্রাম কলেজ
• সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ
• কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ
• চট্টগ্রাম বিজ্ঞান কলেজ
• চিটাগাং মেট্রোপলিটন কমার্স কলেজ
• মেট্রোপলিটন বিজ্ঞান কলেজ
মাদ্রাসা
• দারুল উলুম কামিল মাদ্রাসা
স্কুল এন্ড কলেজ
• কাজেম আলী স্কুল এন্ড কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
• কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
• গুল-এজার বেগম সিটি কর্পোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়
• চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়
• সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম
• হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
• কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
• কাপাসগোলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
• কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
• গুল-এ-জার বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়
• চন্দনপুুরা এমদাদ আালি সরকারি প্রাথমিক বিদ্যালয়
অর্থনীতি
ব্যাংক
বাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবনীশক্তি হলো ব্যাংক এবং এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিশীলিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬নং চকবাজার ওয়ার্ডে অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:
ক্রম নং ব্যাংকের ধরন ব্যাংকের নাম শাখা ব্যাংকিং পদ্ধতি ঠিকানা
০১ I রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক
কাপাসগোলা শাখা সাধারণ আরাকান সড়ক, কাপাসগোলা
০২ I মেডিকেল কলেজ শাখা[
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, প্রধান ভবন (নিচ তলা)
০৩ I জনতা ব্যাংক
চকবাজার শাখা রহমান মার্কেট (১ম তলা), চকবাজার
০৪ I রূপালী ব্যাংক
চকবাজার শাখা কাপাসগোলা রোড, চকবাজার
০৫ I সোনালী ব্যাংক
চকবাজার শাখা চকবাজার, চট্টগ্রাম
০৬ I চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা চট্টগ্রাম মেডিকেল কলেজ
০৭ I বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আইএফআইসি ব্যাংক
চকবাজার শাখা সাধারণ শাহজাদা মার্কেট, ৬৮, কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম
০৮ I ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
চকবাজার শাখা ৩৭১, কাপাসগোলা রোড, চকবাজার, চট্টগ্রাম
০৯ I চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ১৯, ফজলুল কাদের রোড, চট্টগ্রাম
১০ I উত্তরা ব্যাংক
চকবাজার (চট্টগ্রাম) শাখা
হোসাইন কমপ্লেক্স (১ম তলা), ৪০৪, কাপাসগোলা রোড, চকবাজার, চট্টগ্রাম
১১ I আল-আরাফাহ ইসলামী ব্যাংক
চকবাজার শাখা ইসলামী শরিয়াহ্ ভিত্তিক
শাহজাদা মার্কেট (১ম তলা), ১৭৮/১৮২, কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম
১২ I ইসলামী ব্যাংক বাংলাদেশ
চকবাজার শাখা ফয়েজ ম্যানসন, ১৯১-১৯২, লালচান্দ রোড, চকবাজার, চট্টগ্রাম
১৩ I পাঁচলাইশ শাখা এস এফ এ টাওয়ার, বাসা নং ১৩২, পাঁচলাইশ, চট্টগ্রাম
১৪ I গ্লোবাল ইসলামী ব্যাংক
চকবাজার শাখা চট্টগ্রাম মেঘনা টাওয়ার, বাসা নং ২২৫, কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম
১৫ I ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
চকবাজার শাখা বি কে টাওয়ার, ১৮২/১৮৩ লালচান্দ রোড, চকবাজার, চট্টগ্রাম
১৬ I শাহ্‌জালাল ইসলামী ব্যাংক
চকবাজার শাখা রিদমা টাওয়ার (১ম তলা), ১৩ কাপাসগোলা রোড, চকবাজার, চট্টগ্রাম
মসজিদ ও দরগাহ
• কাপাসগোলা জামতলা শাহী জামে মসজিদ
• চকবাজার সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ
• ওয়ালী খাঁন বেগ মসজিদ
• মসজিদ-ই-সিরাজ উদ-দৌলা (চন্দনপুরা মসজিদ)
• মসজিদ বায়তুল বাসেত
• বকস আলী মসজিদ
• হযরত টাক শাহ মিয়া মসজিদ
• হযরত মিসকিন শাহ দরগাহ
• হযরত মৌলানা মোহাম্মদ আলী শাহ দরগাহ
• হযরত আবু শাহ দরগাহ
দর্শনীয় স্থান
• পর্তুগীজ কুঠি
• মুন্সী পুকুর

১৫নং বাগমনিরাম ওয়ার্ডবাগমনিরাম বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড।আয়তনবাগমনিরাম ওয়ার্ডের আয়ত...
06/12/2024

১৫নং বাগমনিরাম ওয়ার্ড

বাগমনিরাম বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড।

আয়তন
বাগমনিরাম ওয়ার্ডের আয়তন ২.০৭ বর্গ কিলোমিটার।
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাগমনিরাম ওয়ার্ডের মোট জনসংখ্যা ৫১,৬০৩ জন। এর মধ্যে পুরুষ ২৭,৬৩৪ জন এবং মহিলা ২৩,৯৬৯ জন। মোট পরিবার ১০,৬৭২টি।

অবস্থান ও সীমানা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যাংশে বাগমনিরাম ওয়ার্ডের অবস্থান। এর পশ্চিমে ১৪নং লালখান বাজার ওয়ার্ড ও ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড; দক্ষিণে ৩১নং আলকরণ ওয়ার্ড, ২২নং এনায়েত বাজার ওয়ার্ড ও ২১নং জামালখান ওয়ার্ড; পূর্বে ১৬নং চকবাজার ওয়ার্ড এবং উত্তরে ৮নং শুলকবহর ওয়ার্ড অবস্থিত।

প্রশাসনিক কাঠামো
বাগমনিরাম ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ১৫নং ওয়ার্ড। এ ওয়ার্ডের উত্তরাংশের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চকবাজার থানার এবং দক্ষিণাংশ কোতোয়ালী থানার আওতাধীন। এটি ২৮৬নং চট্টগ্রাম-৯ জাতীয় নির্বাচনী এলাকার অংশ।[৪] এ ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকা হল:
• বাগমনিরাম
• নেভি কলোনী
• কাজির দেউড়ি
• দামপাড়া
• রেলওয়ে স্টেশন কলোনী
• রেলওয়ে হাসপাতাল কলোনী

শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাগমনিরাম ওয়ার্ডের সাক্ষরতার হার ৭৭.৮%। এ ওয়ার্ডে ১টি বিশ্ববিদ্যালয়, ২টি স্কুল এন্ড কলেজ, ৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান
বিশ্ববিদ্যালয়
• সাউদার্ন ইউনিভার্সিটি

স্কুল এন্ড কলেজ
• বাংলাদেশ মহিলা সমিতি বালিকা স্কুল এন্ড কলেজ
• সেন্ট্রাল পাবলিক স্কুল এন্ড কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
• পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়
• বাগমনিরাম আবদুর রশিদ সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়
• বাগমনিরাম এস কে সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
• বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়
• ভিক্টোরী পাবলিক স্কুল এন্ড কলেজ
• রেলওয়ে পাবলিক স্কুল
• রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
• কাজীর দেউড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
• কাজীর দেউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
• বাগমনিরাম এ এস বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়
• বাগমনিরাম হাজী এয়াকুুব আলি সরকারি প্রাথমিক বিদ্যালয়

অর্থনীতি
ব্যাংক
বাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবনীশক্তি হলো ব্যাংক এবং এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিশীলিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৫নং বাগমনিরাম ওয়ার্ডে অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:
ক্রম নং ব্যাংকের ধরন ব্যাংকের নাম শাখা ব্যাংকিং পদ্ধতি ঠিকানা
০১ I রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক
আসকর দীঘি শাখা সাধারণ শহীদ সাইফুদ্দিন খালেদ সড়ক, চট্টগ্রাম
০২ I চট্টেশ্বরী রোড শাখা চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম
০৩ I জনতা ব্যাংক
কাজির দেউরী শাখা ১২০, নুর আহমদ সড়ক, কাজির দেউরী
০৪ I রূপালী ব্যাংক
মহিলা শাখা সিডিএ কাজির দেউরী মার্কেট, কোতোয়ালী, চট্টগ্রাম
০৫ I সোনালী ব্যাংক
রেলওয়ে ভবন শাখা কোতোয়ালী, চট্টগ্রাম
০৬ I বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক
মেহেদীবাগ শাখা সাধারণ এপিক এমদাদ হাইটস, ৩৮, চট্টেশ্বরী চত্ত্বর, মেহেদীবাগ, চট্টগ্রাম
০৭ I এনআরবি কমার্শিয়াল ব্যাংক
ও আর নিজাম রোড শাখা আটলান্টা ট্রেড সেন্টার, বাসা নং ২৩/এ, ও আর নিজাম রোড, চট্টগ্রাম
০৮ I গ্লোবাল ইসলামী ব্যাংক
মেহেদীবাগ শাখা ইসলামী শরিয়াহ্ ভিত্তিক
কিছুক্ষণ, বাসা নং ৭৫৪/৮২৭, চকবাজার, চট্টগ্রাম
০৯ I ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
কাজির দেউড়ী মহিলা শাখা ৬৩, শহীদ সাইফুদ্দিন খালেদ রোড, কাজির দেউড়ী, চট্টগ্রাম
১০ I প্রবর্তক মোড় শাখা ইকুইটি পয়েন্ট, বাসা নং ১৩৪, কে বি ফজলুল কাদের রোড, প্রবর্তক মোড়, পাঁচলাইশ, চট্টগ্রাম
১১ I যমুনা ব্যাংক
নাসিরাবাদ শাখা পি ডব্লিউ ডি প্লট ১০, বখতিয়ার সেন্টার, বায়েজিদ বোস্তামী রোড, পূর্ব নাসিরাবাদ, পাঁচলাইশ, চট্টগ্রাম
দর্শনীয় স্থান
বাগমনিরাম ওয়ার্ডের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:
• এম এ আজিজ স্টেডিয়াম
• জিয়া স্মৃতি জাদুঘর
• চট্টগ্রাম শিশুপার্ক
• চট্টগ্রাম সার্কিট হাউজ
• চট্টগ্রাম রেলওয়ে স্টেশন

দেশের অন্যতম আর্কিটেকচারল ভিউ সমৃদ্ধ চট্টগ্রাম বিপনি বিতান। এক সময় এটাই ছিলো দেশের অত্যাধুনিক বিপনি কেন্দ্র। পরিচর্যার অ...
27/10/2024

দেশের অন্যতম আর্কিটেকচারল ভিউ সমৃদ্ধ চট্টগ্রাম বিপনি বিতান। এক সময় এটাই ছিলো দেশের অত্যাধুনিক বিপনি কেন্দ্র। পরিচর্যার অভাবে এ'টি অনেক আগেই তার আকর্ষণ হারিয়ে ফেলেছে। শান্তিতে বসে এককাপ চা খাবেন তেমন ব্যবস্থাও নেই। অথচ অনেক দূর থেকে মানুষ ছুটে যেতো ডায়মন্ড রেস্টুরেন্টের বোম্বাই টোস্ট আর কাটলেট খেতে।
কী চমৎকার এস্কেলেটর ছিলো। আমরা স্কুল থেকে ছুটে যেতাম চড়ার জন্য। তখন কোন শপিং মলে এ ব্যবস্থা ছিলো না। ভ্যান্টিলেশনের জন্য রাখা অধিকাংশ স্পেস বিজ্ঞাপনে ঢেকে গেছে। জায়দিস, ফটোরমার মত স্টুডিওগুলো স্মৃতির খাতায় চলে গেছে। বইঘরের কথা মনে পড়লেই চোখ ভিজে যায়। মনিষার কথাও মনে পড়ে গেলো। গুলিস্তান লাইব্রেরি, বুকম্যান এসব বুক ফুলিয়ে সেবা দিয়ে গেছে অকাতরে। চামড়ার দোকানগুলোর কথা ভুলি কেমন করে!
মনে হয় লিবার্টি শুধুমাত্র তার ঐতিহ্য বজায় রেখেছে। স্বর্ণের দোকানগুলো বইয়ের দোকানগুলোকে যেভাবে গিলে খেয়েছে একদিন হয়তো লিবার্টিও তাদের পেটে চলে যাবে। সে'দিন আর বেশি দূরে নয়।
তবে সেই আদিম বিপনি বিতান এর জন্য আমার বুকের ভিতরে শূন্যতা থেকেই যাবে। কারণ বিপনি বিতান আমার শৈশবের ভালোবাসা।

12/10/2024

#কৃষি

2021 সালে, আর্জেন্টাইন কৃষক জুয়ান ডি ডিওস সোটা রিঙ্কন দে ভ্যালের কাছে তার ক্ষেতের পরিচর্যা করার সময় একটি অত্যাশ্চর্য আ...
10/10/2024

2021 সালে, আর্জেন্টাইন কৃষক জুয়ান ডি ডিওস সোটা রিঙ্কন দে ভ্যালের কাছে তার ক্ষেতের পরিচর্যা করার সময় একটি অত্যাশ্চর্য আবিষ্কার করেছিলেন: চারটি বিশাল গ্লিপ্টোডন সাঁজোয়া শেল, 10,000 বছরেরও বেশি সময় ধরে সমাহিত। এই প্রাগৈতিহাসিক প্রাণী, দৈত্যাকার আর্মাডিলোর মতো, শেষ বরফ যুগে (প্লাইস্টোসিন যুগ) পৃথিবীতে বিচরণ করেছিল। একসাথে একাধিক সাঁজোয়া খোলের বিরল সন্ধান থেকে বোঝা যায় যে এই সাইটটি এই প্রাচীন দৈত্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ সমাবেশের স্থান হতে পারে।

গ্লিপ্টোডনসের চূড়ান্ত বিশ্রামের স্থানটি সম্ভবত একটি আকস্মিক, বিপর্যয়কর ঘটনার ফলে হয়েছিল - সম্ভবত একটি দ্রুত জলবায়ু পরিবর্তন, মারাত্মক বন্যা, বা পলির আবদ্ধতা (কাদা সমাধি) - যা পলির স্তরগুলির নীচে তাদের কবর দেয়। এই সাঁজোয়া শেলগুলির সংরক্ষণের ব্যতিক্রমী অবস্থা নির্দেশ করে যে তারা দ্রুত ঢেকে গিয়েছিল, তাদের ক্ষয় এবং ক্ষয় থেকে রক্ষা করেছিল। এই অসাধারণ আবিষ্কারটি কেবল এই বিশাল প্রাণীদের জীবনের নতুন অন্তর্দৃষ্টিই প্রকাশ করে না বরং তারা যে প্রাচীন বিশ্বে বসবাস করত, সেই একই প্রকৃতির ক্ষমাহীন শক্তি দ্বারা আকৃতির একটি শক্তিশালী আভাসও দেয়।

#সংগৃহীত
#

10/10/2024

বিস্তারিত লাইভ পাতায়

১০ পয়সার বিনিময়ে লালদিঘী বিক্রি!দিনটা আর অন্য দশ দিনের মত নয়। দেখা মিলেছে ই্ট পাথরের শহর ভেদ করে একটা সুন্দর সাজানো-গোছা...
23/08/2024

১০ পয়সার বিনিময়ে লালদিঘী বিক্রি!

দিনটা আর অন্য দশ দিনের মত নয়। দেখা মিলেছে ই্ট পাথরের শহর ভেদ করে একটা সুন্দর সাজানো-গোছানো প্রকৃতির।বলছি চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী ‘লালদিঘী’র’ কথা।এখানে সকাল হলেই শুরু হয় পাখির কলকাকলি।আশপাশের গাছগুলো থেকে বেড়াতে বেড়িয়ে পড়ে একদল হরেক প্রজাতির পাখি।শুরু হয় মানুষের আনাগোনা। কেউ আসে হাঁটতে আবার কেউবা আসে এক চিলতে মন ভালো করে দেয়া সকালের প্রকৃতিটুকু দেখতে।কারণ শ্বাসরুদ্ধকর এ শহরে সবুজ কিংবা গ্রাম্য পুকুর বা দিঘী সবই আছে এখানে।উপভোগ করা যায় ছুটিয়ে।

নগরীর জেল রোডের শেষ সীমানায় অবস্থিত কোতোয়ালী থানাধীন ‘লালদিঘী’। ২.৭০ একর জায়গা জুড়ে অবস্থিত এই লালদীঘি। এই লালদিঘীকে কেন লালদিঘী বলা হয়? অনেকেই বলে থাকেন এই দিঘীর পানি লাল কিংবা এইখানে যা ছিলো সবই লাল।কিন্তু ব্রিটিশ শাসনামলে লালদিঘীর পাশে অবস্থিত লালঘর(চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার) ও লালকুঠি(চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হেড কোয়ার্টাস) লাল পাগড়ি পরিহিত পাহাড়াদাররা পাহাড়া দিত বলেই এটি লালদিঘী। তাছাড়া এই দিঘীর মালিক রায় বাহাদুর রাজকুমার ঘোষের কণিষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রলাল ঘোষের পুত্র অমরজিৎ ঘোষের সাথে কথা বলে জানা গেলো এখানকার অর্থাৎ এই লালদিঘীর পানি ছিলো হালকা লালচে।

ঠিক যখন চট্টগ্রামে ইংরেজ শাসনের সূচনা শুরু হয়, তখন এই পুকুরটিকে দীঘিত পরিণত করা হয়, আর পাশে দুটো লালকুটি আর লালঘর অবস্থিত বলে এটির নাম হয় লালদিঘী।

বিকাল হলেই নামে লালদিঘীতে নামে মানুষের ঢল। কেউ আসে অবসর যাপনে, কেউ আসে হাঁটতে ,আবার কেউ আসে সৌন্দর্য উপভোগ করতে।দিঘীর প্রবেশের পশ্চিম পাশের যে গেটটি রয়েছে সেটিতে ঢুকতেই চোখে পড়বে একটি সুসজ্জ্বিত বাগান। অবসর যাপনের জন্য এ যেন যথাযথ জায়গা।তার পাশেই রয়েছে লালদিঘী শাহী জামে মসজিদ।দিঘীর পশ্চিম পাড়ে ২ গম্বুজ বিশিষ্ট ৩ তলার এই মসজিদ খোলা থাকে সর্বসাধারণের জন্য। সাধারণ মানুষ,পথচারী ওয়া্ক্ত হলেই এখানে নামায আদায় করে।

আর বাগান পেরিয়ে ভেতরে গেলেই দেখা মিলবে লালদিঘী’র।চারপাশে দলবেধেঁ হাটছে সাধারণ মানুষ।সাধারণ মানুষের জন্য এ দিঘী ভোর ৬ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত এবং এরপর বন্ধ হয়ে দুপুর ৩ টা থেকে রাত ৯ টা অবধি খোলা থাকে।মজার বিষয় হলো এখানে হাঁটার সময় যদি কেউ আহত কিংবা অসুস্থ হয় তাহলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য দিঘীর একপাশে রয়েছে ভ্রাম্যমাণ ডাক্তার।ডায়বেটিকস পরীক্ষা, প্রেশার মাপা, ওজন মাপা সহ

Address

Chittagong

Telephone

+8801714080579

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chottogram Family Entertainment Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chottogram Family Entertainment Hub:

Share