Al-Khair Travels & Tours

Al-Khair Travels & Tours সুষ্ঠ ভাবে হজ্ব ও উমরাহ পালনে আপনার একান্ত বিশ্বস্ত সহযোগী । বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত

Assalamualaikum...
AKTT is a membar of, ATAB, HAAB & IATA
Our Serivces: Visa Process, Air Ticket booking, Passport, etc...
১.পবিত্র মক্কায় দীর্ঘ দিন অবস্থানকরাই প্রশিক্ষিত আলেমেদীনদের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে উমরাহ ও হজ্জের কার্যাদি সুষ্ঠভাবে সুসম্পন্ন করানো হয় |
২.সৌদি দ্রুতাবাস থেকে ভিসা প্রস্সেসিং করে সৌদি অথবা বাংলাদেশ বিমানে জেদ্দায় যাতাওয়াত ব্যবস্থা করা হয় |
৩.হাজি সাহেবানদের ন

িজ নিজ এলাকা থেকে ঢাকা বিমান বন্দরে নিয়েযাওয়া এবং হাজ্জ পালন শেষে নিজ এলাকায় পৌছে দেওয়া হয় |
৪.পবিত্র মক্কা ও মদিনা সরিফের নিকটে[500-800m] ; লিফট ও এসি সহ আবাসন ব্যবস্থা করা হয় |
৫.বাংলাদেশী বাবুর্চি দ্বারা তিনবার সাস্থ্য সম্মত উন্নতমানের খাবার পরিবেশন করা হয় |
৬.আল্লাহর মেহমানদের অভিজ্ঞ আলেমেদীন দ্বারা মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানসমূহ যিয়ারাত এর ব্যবস্থা করা হয় |
> আপনার পাশের বিশ্বস্থ সহযোগি <

*🕋সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নতুন উমরাহ নিয়মাবলি (১৪৪৭ হিজরি/২০২৫-২৬)🕋*আপনার সুবিধার জন্য, আগের নিয়মগুলোকে ⛔ লাল সংকেত...
28/06/2025

*🕋সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নতুন উমরাহ নিয়মাবলি (১৪৪৭ হিজরি/২০২৫-২৬)🕋*
আপনার সুবিধার জন্য, আগের নিয়মগুলোকে ⛔ লাল সংকেত
এবং নতুন নিয়মগুলোকে ✅ সবুজ সংকেত বোঝানো হলো:

1️⃣
⛔ আগে শুধুমাত্র ভিসা পাওয়া যেত।
✅ এখন শুধুমাত্র ভিসা ইস্যু করা হবে না — অন্যান্য সেবা সহ নিতে হবে।

2️⃣
⛔ আগে ১-২ রাতের হোটেল বুকিং করলেই হতো।
✅ এখন পুরো যাত্রা সময়ের জন্য হোটেল বুকিং বাধ্যতামূলক।

3️⃣
⛔ আগে অনুমোদনবিহীন হোটেলেও থাকা যেত।
✅ এখন অনুমোদিত নয় এমন হোটেল বুক করলে ভিসা ইস্যু হবে না।

4️⃣
⛔ আগে পরিবহন ছাড়া ভিসা নেওয়া যেত।
✅ এখন পরিবহন ব্যবস্থা ছাড়া ভিসা দেওয়া হবে না।

5️⃣
⛔ আগে একাই সফর করা যেত।
✅ এখন গ্রুপ ছাড়া সফর সম্পূর্ণ নিষিদ্ধ।

6️⃣
⛔ আগে একই গ্রুপে শুধু ফ্লাইট বা পরিবহন ছিল একসাথে, হোটেল ছিল আলাদা।
✅ এখন একই যানবাহনের যাত্রীদের একই হোটেলে থাকতে হবে।

7️⃣
⛔ আগে ১ জন হোক বা ৫০ জন, সবার ভিসা ফি ছিল এক।
✅ এখন যাত্রীর সংখ্যা ও গাড়ির মান অনুযায়ী ভিসা ফি ভিন্ন হবে।

8️⃣
⛔ আগে শিশুদের জন্য হোটেল ও পরিবহন খরচ লাগতো না।
✅ এখন শিশুদের ভিসাও হোটেল ও পরিবহন সহ নিতে হবে, না হলে ভিসা দেওয়া হবে না।

9️⃣
⛔ আগে মক্কা ও মদিনার জন্য আলাদা ভাউচার করা যেত।
✅ এখন পুরো গ্রুপের পরিকল্পনা অনুযায়ী একক (ইউনিফায়েড) ভাউচার তৈরি হবে।

🔟
⛔ আগে শুধু টিকিট বুকিং দেখালেই ভিসা হতো।
✅ এখন নিশ্চিত (কনফার্মড) টিকিট ছাড়া ভিসা ইস্যু হবে না।

1️⃣1️⃣
⛔ আগে ভ্রমণের আগে বা পরে ভাউচার পরিবর্তন করা যেত।
✅ এখন অনুমোদনের পর ভাউচারে কোনো পরিবর্তন করা যাবে না।

1️⃣2️⃣
⛔ আগে স্থানীয় (ইকামা হোল্ডার) আত্মীয়দের সঙ্গে হোটেলে থাকতে পারতো।
✅ এখন স্থানীয় (ইকামা হোল্ডার) কেউ হোটেলে থাকতে পারবে না।

1️⃣3️⃣
⛔ আগে ভাউচারে উল্লেখিত হোটেল না পেলে বিকল্প হোটেলে থাকা যেত।
✅ এখন শুধু ভাউচারে উল্লেখিত হোটেলেই থাকা বাধ্যতামূলক।

⚠️ এসব নিয়ম মেনে চলা সকল এজেন্সি, ক্লায়েন্ট এবং যাত্রীদের জন্য বাধ্যতামূলক। নিয়ম ভঙ্গ করলে জরিমানা, কোম্পানি বন্ধ বা ভবিষ্যতে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

➡️ সৌদি সরকারের পক্ষ থেকে যদি কোনো অতিরিক্ত চার্জ আরোপ করা হয়, তাহলে তা আলাদাভাবে পরিশোধ করতে হবে।
➡️যোগাযোগ⬅️
আল-খায়ের ট্রােভলস্ এন্ড ট্যূরস্
নাফি-প্লাজা ২য় তলা, টেম্পল রোড,সাতমাথা,বগুড়া
হজ্জ লাইসেন্স নং-০৬৫৭, উমরাহ্ লাইসেন্স-396
মোবাইল- 01711-978642
01711-951626

২০২৬/২৭ সালের হজ্জের প্রাক নিবন্ধন চলছে। বাংলাদেশ ও সৌদি সরকার ইতোমধ্যে ২০২৬ সালের হজ্জের রোডম্যাপ ঘোষণা করেছে, যা বিভিন...
26/06/2025

২০২৬/২৭ সালের হজ্জের প্রাক নিবন্ধন চলছে। বাংলাদেশ ও সৌদি সরকার ইতোমধ্যে ২০২৬ সালের হজ্জের রোডম্যাপ ঘোষণা করেছে, যা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।
আগ্রহীগণ নিম্ন ঠিকানায় শীঘ্রই
যোগাযোগ করুন-

আল-খায়ের ট্রাভেলস্ এন্ড ট্যুরস
লাইসেন্স নং
হজ্জ -০৬৫৭, ওমরাহ -৩৯৬

অফিস: নাফি-প্লাজা ২য় তলা, টেম্পল রোড,
বগুড়া সদর বগুড়া। ৫৮০০
মোবাইল- ০১৭১১-৯৭৮৬৪২
০১৭৫৫-৫৯০০২১

13/06/2025

জরুরি বিজ্ঞপ্তি:
২০২৬ সালের হজ্জ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু ও
১২ অক্টোবর ২০২৫ এর মধ্যে হজ্জ ২০২৬ এর চূড়ান্ত নিবন্ধন শেষ করতে হবে।

সুতরাং যারা ২০২৬ এ পবিত্র হজ্জ পালন করতে চাচ্ছেন তাদেরকে আগামী ৫ মাসের ভিতর প্রাক নিবন্ধন ও ফাইনাল নিবন্ধন শেষ করে হজ্জের প্রস্তুতি নিতে হবে।

উল্লেখ্য, এই বৎসর পাকিস্তান ও ভারতের বড় অংশ হজ্জ করতে পারেনি শুধুমাত্র সৌদি সরকারের দেওয়া ডেডলাইন ফলো করতে না পারায়।

হজ্জ ২০২৬ এর প্রাক নিবন্ধন করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

ঠিকানা:
আল-খায়ের ট্রাভেলস এন্ড টুরস
নাফি-প্লাজা ২য় তলা, টেম্পলরোড,সাতমাথা, বগুড়া ।
(লাইসেন্স নং
হজ্জ-০৬৫৭, ওমরাহ ৩৯৬)
মোবাইল নাম্বার
01711-978642
01755-590021
01713-724556

হজ্জ ২০২৫ এর সার্ভিসের প্রতি সন্তুষ্ট হয়ে সৌদি হজ কোম্পানি একরাম আল দুইফ ১৫৪  আল-খায়ের ট্রাভেলস এন্ড ট্যূরস কে ক্রেস্ট ...
13/06/2025

হজ্জ ২০২৫ এর সার্ভিসের প্রতি সন্তুষ্ট হয়ে সৌদি হজ কোম্পানি একরাম আল দুইফ ১৫৪ আল-খায়ের ট্রাভেলস এন্ড ট্যূরস কে ক্রেস্ট প্রদান করেন।
সম্মাননা গ্রহণ করেন আল-খায়ের ট্রাভেলস এন্ড ট্যূরস এর স্বত্বাধিকারী আলহাজ্ব মো: আব্দুল আলীম।

আগামীকাল পবিত্র আরাফাহর দিন।রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন:“আরাফাহর দিনের রোজা রাখলে, আমি আল্লাহর কাছে আশা করি তিনি রোজাদা...
04/06/2025

আগামীকাল পবিত্র আরাফাহর দিন।

রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন:
“আরাফাহর দিনের রোজা রাখলে, আমি আল্লাহর কাছে আশা করি তিনি রোজাদারের গত এক বছরের গুনাহ এবং আগামী এক বছরের গুনাহ মাফ করে দেবেন।”
— সহীহ মুসলিম ও তিরমিজি শরিফ

এমন মহিমান্বিত একটি দিনে আমাদের আমল, দোয়া ও ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত লাভের সুবর্ণ সুযোগ।

পবিত্র হজ্জের তাৎপর্য, কোরবানির আত্মত্যাগ আর তাওহিদের আকিদায় পরিপূর্ণ এই মুহূর্তে—
আগাম ঈদুল আজহার শুভেচ্ছা ও দোয়া রইল।

- আলহাজ্ব মোঃ আবুল খায়ের
ব্যবস্থাপনা পরিচালক
আল-খায়ের ট্রাভেলস এন্ড ট্যূরস

হজ্জ ২০২৫ ইং।আধুনিক প্রযুক্তি নির্ভর মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’উদ্দেশ্য: হজযাত্রীরা বিভিন্ন চ্যালেঞ্জ এবং সমস্যার সম্মুখীন ...
28/04/2025

হজ্জ ২০২৫ ইং।

আধুনিক প্রযুক্তি নির্ভর মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’

উদ্দেশ্য: হজযাত্রীরা বিভিন্ন চ্যালেঞ্জ এবং সমস্যার সম্মুখীন হন। হজযাত্রীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে আধুনিক প্রযুক্তি নির্ভর মোবাইল অ্যাপ সৃজন হজের সফরকে আরও সহজ, মসৃন, নিরাপদ এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিরসনে মাননীয় প্রধান উপদেষ্টার নিবিড় তত্ত্বাবধান ও নির্দেশনায় 'লাব্বাইক’ শিরোনামের মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। অ্যাপটি হজ ব্যবস্থাপনায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

ডাউনলোড: গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে
ডাউনলোড লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.ooroh.labbayk

অ্যাপে রেজিস্ট্রেশন পদ্ধতি:

(ক) রেজিস্ট্রেশনের সময় হজযাত্রীর মোবাইল নম্বর, পিআইডি (পিলগ্রিম আইডি) ও জন্ম তারিখ প্রয়োজন হবে।
(খ) OTP (One Time Password) যাচাই এর পর ৪ ডিজিটের পিন সেট করতে হবে।
(গ) একজন হাজী তার পরিবারের সর্বোচ্চ ৩ জন সদস্যকে Invitation পাঠিয়ে অ্যাপে যুক্ত করতে পারবে।
(ঘ) পরিবারের সদস্যের নাম ও মোবাইল নম্বর দিয়ে Invitation পাঠালে উক্ত সদস্য তার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার পর তাঁরা হাজীর তথ্য জানতে পারবেন।
(ঙ) এছাড়াও গেস্ট (সবার জন্য উন্মুক্ত) ইউজার হিসেবেও রেজিস্ট্রেশন করা যাবে।

বৈশিষ্ট্য/ সুবিধাসমূহঃ

(ক) হজযাত্রী হারিয়ে গেলে বা গুরুত্বর অসুস্থ বা বিপদে পড়লে জরুরি মুহুর্তে অ্যাপ থেকে SoS (Save Our Souls) বাটনে ক্লিক করলে সাপোর্ট টিম হাজীকে উদ্ধার/সহায়তা করবেন।
(খ) জানা যাবে: নামাজের সময়সূচী
(গ) প্রতিদিনের করণীয় বিষয়ে: দৈনিক হজ সিডিউল
(ঘ) আবহাওয়ার পূর্বাভাস
(ঙ) আবাসন তথ্য যেমন হোটেলের নাম, ঠিকানা, দূরত্ব, ছবি, ভিডিও, চেক-ইন/চেক-আউট তারিখ ইত্যাদি
(চ) হজযাত্রী ফ্লাইটের বিস্তারিত তথ্য যেমন ফ্লাইট কোড, বোর্ডিং টাইম, ডিপারচার ও অ্যারাইভাল টাইম, লাগেজের ওজনসীমা ইত্যাদি
(ছ) লোকেশন ট্রাকিং যেমন হজযাত্রী গুগল ম্যাপে নিজেদের বা দলের অন্যান্য সদস্যদের অবস্থান নির্ণয়
(জ) পরিবারের সদস্য কর্তৃক তাদের হজযাত্রী ট্রাকিং
(ঝ) মিনা-আরাফার তাঁবুর লোকেশন ট্রাকিং
(ঞ) হজ প্রি-পেইড কার্ডের ব্যালান্স
(ট) ডিজিটাল স্বাস্থ্য প্রোফাইল তথ্য ও সার্বক্ষণিক ভার্চুয়াল স্বাস্থ্য সহায়তা
(ঠ) বাংলাদেশ মেডিক্যাল সেন্টার ও সৌদি হাসপাতালের তথ্য
(ড) গাইডভিত্তিক গ্রুপ যোগাযোগ সুবিধা
(ঢ) কুরআন ও হাদিস লাইব্রেরি, কিবলা নির্দেশনা, ডিজিটাল তাসবিহ, হজ ও উমরাহ সহায়িকা
(ন) কুরবানি কুপন সংগ্রহ কেন্দ্রের তালিকা ও মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানের বিবরণ
(প) হজ এজেন্সির তথ্য যেমন এজেন্সি নাম, লাইসেন্স নম্বর, প্যাকেজ, রেটিং, রিভিউ প্রদান ইত্যাদি সেবা।

Your Complete Guide to a Safe and Spiritual Hajj Journey

মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। চলতি বছরের প্রথম হজ ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থ...
28/04/2025

মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। চলতি বছরের প্রথম হজ ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।

হজযাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ তিনটি এয়ারলাইনস। ৩১ মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ১১৮টি, সাউদিয়া ৮০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৩৪টি হজ ফ্লাইট। ফিরতি ফ্লাইটের সংখ্যা যথাক্রমে বিমান ১০৯, সাউদিয়া ৭৯ এবং ফ্লাইনাস ৩৪টি।

এদিকে হজ পালন আরো নির্বিঘ্ন ও সহজ করতে চলতি বছর হজযাত্রীদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর ‘লাব্বাইক’ নামে মোবাইল অ্যাপ চালু হচ্ছে। একই সঙ্গে হজযাত্রীদের জন্য হজ প্রি-পেইড কার্ড চালু ও মোবাইল ফোনে রোমিং সুবিধা দেওয়া হবে।

আজ সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাসভবন যমুনায় হজযাত্রীদের এসব সেবা উদ্বোধন করবেন।

হজ্জ ক্যাম্পে প্রবেশ ও বাহির হওয়ার ম্যাপ।
27/04/2025

হজ্জ ক্যাম্পে প্রবেশ ও বাহির হওয়ার ম্যাপ।

২০২৫ সালে বাংলাদেশ থেকে প্রায় ৮৮ হাজার সম্মানিত হাজী সাহেবানদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত ঢাকা হজ্বক্যাম্প।সম্মানিত ধর্ম...
27/04/2025

২০২৫ সালে বাংলাদেশ থেকে প্রায় ৮৮ হাজার সম্মানিত হাজী সাহেবানদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত ঢাকা হজ্বক্যাম্প।
সম্মানিত ধর্ম উপদেষ্টা হজ্ব কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

▶️আগামী বছর হজ্ব করতে চাইলে আমাদের লাইসেন্সে প্রাক নিবন্ধন চলমান❤️🤲

26/04/2025
আসসালামু আলাইকুম, "আল-খায়ের ট্রাভেলস এন্ড ট্যুরস " কর্তৃক আয়োজিত-হাজী প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা ও দোয়া মাহফিল-২০২৫ ।স...
26/04/2025

আসসালামু আলাইকুম,
"আল-খায়ের ট্রাভেলস এন্ড ট্যুরস " কর্তৃক আয়োজিত-হাজী প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা ও দোয়া মাহফিল-২০২৫ ।
স্থান - পল্লী উন্নয়ন একাডেমী, শেরপুর, বগুড়া।

আলহামদুলিল্লাহ। 🤲আল-খায়ের ট্রাভেলস্ এন্ড ট্যুরস এর সকল হজ যাত্রীদের সৌদি এয়ারলাইন্সে সমস্ত টিকিট ইসু হয়েছে।
18/04/2025

আলহামদুলিল্লাহ। 🤲
আল-খায়ের ট্রাভেলস্ এন্ড ট্যুরস এর সকল হজ যাত্রীদের সৌদি এয়ারলাইন্সে সমস্ত টিকিট ইসু হয়েছে।

Address

Nafi Plaza, Tample Road, Satmatha, Bogra
Bogura
5800

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801755590021

Alerts

Be the first to know and let us send you an email when Al-Khair Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Khair Travels & Tours:

Share

Category