07/07/2025
এই সকাল এক সাধারণ সকাল নয়। এটা নতুন জীবনের সূচনার সকাল। একটা পরিবারে নতুন সদস্যের আগমন, একজন নারীর জীবনের এক নতুন পরিচয়। তাই এই সকালটা থাকে আলাদা আলোয় ভাসা—কখনো রোদেলা, কখনো স্নিগ্ধ, কখনো আবেগঘন।বিয়ের দিন সকাল বেলা শুধু সময়ের একটি অংশ নয়—এটা এক আবেগের অনুভব, এক উৎসবের সূচনা। এই সকালে গাঁথা থাকে ভালোবাসা, আনন্দ, অশ্রু আর অপেক্ষার প্রতিটি মুহূর্ত। জীবন যতই এগিয়ে যাক, এই সকালটা থেকে যায় হৃদয়ের গভীরে, এক মিষ্টি স্মৃতি হয়ে।
সিনেমাটোগ্রাফার : নীরব
সম্পাদনায় : Roy antar
© আলোকবরণ
Contact us for booking related queries
✆ 01308-937196