06/08/2025
সাজঘরের আয়নায় নিজেকে দেখছিলাম, লাল বেনারসি শাড়ির আঁচলে যেন জড়িয়ে আছে এক জীবন ভর অপেক্ষার গল্প। ঠিক তখনই এল সেই চিরচেনা মুহূর্ত—পান পাতার আড়াল। পান পাতার আড়ালে এক পলক দেখা, আর সেই চোখে পড়া ভালোবাসার প্রতিচ্ছবি, মনে হলো, এ তো বহু জন্মের চেনা চাওয়া। এরপর এলো সিঁদুর পরানোর সেই অবিনশ্বর মুহূর্ত। তুমি আমার কপালে সিঁদুর পরিয়ে দিলে, আর সেই লাল সিঁদুরের মাঝে যেন জেগে উঠলো এক নতুন পরিচয়—তোমার নামের পাশে আমার নাম, এক অদৃশ্য অথচ চিরস্থায়ী বন্ধনে বাঁধা পড়লাম আমরা। তারপর সেই কঠিন মুহূর্ত—বাবা-মায়ের কান্না।
বাবার চোখে ছিল অজস্র কথা, মায়ের চোখে ছিলো অগাধ ভালোবাসা আর বিদায়ের কষ্ট। এই কান্না যেন কেবল বিষাদের নয়, ছিল আশীর্বাদের, ছিল ভালোবাসায় গাঁথা এক নতুন জীবনের সূচনার প্রতিশ্রুতি।
ছবিয়াল: রত্নদীপ/ টিম
© আলোক বরণ
Contact us for booking related queries
✆ 01308-937196