কবি মোঃ মঈন উদ্দিন রাসেল ফ্যান পেইজ

কবি মোঃ মঈন উদ্দিন রাসেল ফ্যান পেইজ Interior Designer,Script Writer,Lyricst & Theme Producer

28/05/2025
মা'কে নিয়ে লিখতে পারিনা আমিমা নিজেই আমাকে লিখেছে।আমাকে নিয়ে লিখতে গিয়ে মা১০ মাস ১০ দিন কত যন্ত্রনা-তন্ত্রনা সয়েছে।আমি আম...
12/05/2025

মা'কে নিয়ে লিখতে পারিনা আমি
মা
নিজেই আমাকে লিখেছে।

আমাকে নিয়ে লিখতে গিয়ে মা
১০ মাস ১০ দিন
কত যন্ত্রনা-তন্ত্রনা সয়েছে।

আমি
আমার মায়ের সৃষ্টি
তার সৃষ্টির পূর্ণতা দিয়ে গিয়ে
মা
কালজয়ী এক ইতিহাস গড়ে তুলেছে।

তার সব দিয়ে তুয়ে
নেবার কালে মা
আমাকে নিঃস্ব করে
ওপারে তরী ভিড়িয়েছে।

অসহায় আমি
মা হীনা,
চারিদিকে কাতরে মরি
মাগো
ওমা
আরেকটা বার এসোনা ফিরে
তোমার দুটি পায়ে পরি।

চারিদিকে দিকে
যত ভালবাসাবাসি
সবি'তো স্বার্থ জনিত
তুমি মা ও তো ভালবেসেছিলে
সবি তো ছিল নিঃস্বার্থ।

যখনি ছিলে মাগো
চোখের সামনে
তখন তো কিছু বুঝিনি
এখন বুঝিরে মা
কি যে ছিলি তুমি
তখন কেন তোমায় খুজিনি?

রাত করে আজ ফিরলে বাড়ি
চিন্তা করে না কেউ
মাগো তুমি জানো না
তোমার সন্তানের বুকে আজ
হাজার শূন্যতার ঢেউ।

ফিরে এসো মাগো
পরপার হতে
আর শুধু একটি বারে
অনেক কিছু ছিল দেওয়ার
পারিনি কো দিতে
মাগো
দিতে তো পারিনি তোমারে।

মাগো আজ কাঁদি
তোমার দূঃখিনি
কারো বুক তো কাঁপেনা
একটু কষ্ট পেলে আমি
যখন তোমার ঘুম যে হতোনা।

মা
ওমা
মা গো
তোমার পায়ে পড়ি
আরেকটি বার ফিরে এসো তুমি
তুমি ছাড়া মরুর হাহাকার
আমার একলা বাড়ি।

বেঁচে থাকতে তুমি বলিনি
কোনদিন
"ভালবাসি মা তোমাকে"
একটু সুযোগ দাও না মাগো
মা
ওমা
তোমার তরে দিয়ে দি
এই অমূল্য জীবনটাকে।

কবিতাটির আসলে কি নাম দিবো
বুঝতে পারছি না।
যতক্ষন লিখছি,ততক্ষন অনবরত চোখ দিয়ে অশ্রু গড়িয়েই চলছে।
থাকনা;
না হয় নাম বিহীন ই থাকলো কবিতাটি।

উৎসর্গঃ ~ আজ বিশ্ব মা দিবসে
বিশ্বের সকল মা কিংবা নারীকে।
আমার কাছে নারী মানেই মা।

লিখা ~ মোঃ মঈন উদ্দিন রাসেল।

১৯ এপ্রিল ( প্রতি বছর এপ্রিলের তৃতীয় বরিবার) গেছে স্বামী প্রশংসা দিবস অথচ আমি আজ জানলাম। কার কার বউ তাদের স্বামীদের প্রশ...
25/04/2025

১৯ এপ্রিল ( প্রতি বছর এপ্রিলের তৃতীয় বরিবার) গেছে স্বামী প্রশংসা দিবস অথচ আমি আজ জানলাম।

কার কার বউ তাদের স্বামীদের প্রশংসা করে হাত তুলে জানিয়ে দিন

বিশাল অংকের টাকার অফার নিয়ে বিপাশা হায়াতের সামনে হাজির হলেন এক বিজ্ঞাপন নির্মাতা। ‘আপা আমাদের ক্লায়েন্টের খুব ইচ্ছা আপনা...
23/03/2025

বিশাল অংকের টাকার অফার নিয়ে বিপাশা হায়াতের সামনে হাজির হলেন এক বিজ্ঞাপন নির্মাতা। ‘আপা আমাদের ক্লায়েন্টের খুব ইচ্ছা আপনাকে দিয়ে বিজ্ঞাপনটি করানো।আপনি যদি রাজি হতেন তাহলে আমরা খুবই খুশি হতাম।’

নির্মাতা পক্ষ নিশ্চিত ছিলেন বিশাল অংকের এই অফার পেয়ে যেকোনো তারকাই একবাক্যে রাজি হয়ে যাবেন। কিন্তু ঘটল উল্টোটা। সবাইকে অবাক করে দিয়ে বিপাশা হায়াত বললেন, ‘আপনাদের প্রডাক্ট-এর রেপুটেশন তো ভালো না। আমি যদি আপনাদের পন্যের বিজ্ঞাপন করি তাহলে অনেকেই বিভ্রান্ত হতে পারেন। তাদের ক্ষতি হতে পারে। আমি এটা করব না।’
‘টাকার অংক যদি দ্বিগুণ করে দেই তাহলেও করবেন না?’
‘না, দশগুণ করে দিলেও করব না’-বিপাশা হায়াতের স্পষ্ট উত্তর। আরেকটু ভেঙে বললেন তিনি ‘দেখুন, দেশের মানুষের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। টাকার বিনিময়ে আমি এমন কিছু করতে পারি না যাতে অন্য কারো ক্ষতি হয়।’
কটাক্ষ করে নির্মাতাপক্ষ বললেন, ‘কি যে বলেন আপা, এই সময়ে এসে কেউ এতকিছু ভাবে নাকি?’
বিপাশা হায়াত কোনো উত্তর দিলেন না। শুধু ছোট করে বললেন, ‘সেটাই!’

হতাশ হয়ে ফিরে গেলেন নির্মাতাপক্ষ। অনেক পরিচিত মুখের অসচেতন পদক্ষেপের কারণে যখন অনেক সাধারন মানুষের ক্ষতি হতে দেখি তখন বিপাশা হায়াতের মতো মানুষগুলোর কথাই বারবার মনে আসে।

আজকের এই দিনে বিপাশা হায়াতকে উপলক্ষ করে স্রোতের বিপরীতে চলা সবার প্রতি রইল অসীম শ্রদ্ধা।

শুভজন্মদিন বিপাশা হায়াত💞

কপি - টিভি অভিনেতা শামীম শাহেদ

আপনারা যারা লেখালেখির চিন্তা করছেন, গল্প, কবিতা, সাহিত্য, ফিচার বা কলাম লিখতে আগ্রহী, তাদের জন্য দৈনিক পত্রিকাগুলোর সম্প...
17/03/2025

আপনারা যারা লেখালেখির চিন্তা করছেন, গল্প, কবিতা, সাহিত্য, ফিচার বা কলাম লিখতে আগ্রহী, তাদের জন্য দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকীয় পাতা, সাহিত্যপাতা কিংবা সংশ্লিষ্ট পাতার ইমেইল অ্যাড্রেস দিলাম। পত্রিকায় ছাপা হলে বলা যেতে পারে আপনার লেখা মানসম্মত। তখন লেখালেখি নিয়ে আপনি ক্যারিয়ার গড়ার পথে এগোতে পারেন, যদিও এটা খুব কঠিন পথ। তবে বর্তমানে নিজেই মিডিয়া হয়ে নিজের লেখা পাঠকের সামনে তুলে ধরা যায়। তা থেকে নিজে উপার্জন করা যায়। তবে লেখার মান যাচাইয়ের জন্য পত্রিকার বিভাগীয় সম্পাদকের ফিল্টারটা কাজে দিতে পারে৷
পত্রিকার যে পাতার জন্য লিখবেন, আগে সেই পাতা ভালো করে পড়ে নিবেন, রিসার্চ করে নিবেন কোন ক্যাটাগরির লেখা সেখানে ছাপা হয়। আর একই লেখা সব পত্রিকায় পাঠাবেন না। ছাপা না হলে বা ইমেইল কনফারমেশন না আসলে কমপক্ষে তিনমাস অপেক্ষা করবেন, তারপর অন্য কোথাও পাঠাবেন। তার মধ্যে আপনি লিখতে থাকবেন। প্রতিদিন লিখবেন।
___________________
নিবন্ধ/কলামের জন্য ব্যবহার করুন:

দৈনিক প্রতিদিনের সংবাদ: [email protected]

দৈনিক ইত্তেফাক: [email protected]

দৈনিক ভোরের কাগজ: [email protected]

দৈনিক সমকাল:
[email protected]

দৈনিক যুগান্তর: [email protected]

দৈনিক কালেরকণ্ঠ: [email protected]

দৈনিক বণিকবার্তা: [email protected]

দৈনিক ইনকিলাব: [email protected]

দৈনিক যায়যায়দিন: [email protected]

দৈনিক সংবাদ: [email protected]

দৈনিক নয়াদিগন্ত: [email protected]

দৈনিক প্রথম আলো: [email protected]

দৈনিক জনকণ্ঠ: [email protected]

দৈনিক আমাদের সময়: [email protected]

দৈনিক সংগ্রাম: [email protected]

দৈনিক জনতা: [email protected]

দৈনিক আজকালের খবর: [email protected]

দৈনিক বাংলাদেশের খবর: [email protected]

দৈনিক খোলাকাগজ: [email protected]

দৈনিক বর্তমান: [email protected]

দৈনিক মানবকণ্ঠ: [email protected]

দৈনিক সময়ের আলো: [email protected]

দৈনিক পূর্বকোণ: [email protected]

দৈনিক সুপ্রভাত: [email protected]

দৈনিক দিনকাল: [email protected]

দৈনিক আলোকিত বাংলাদেশ: [email protected]

দৈনিক দেশরূপান্তর: [email protected]

দৈনিক দেশের কথা: [email protected]

দৈনিক দেশের কণ্ঠ: [email protected]

দৈনিক অধিকার: [email protected]

দৈনিক দেশকাল: [email protected]

দৈনিক বাংলাদেশ বুলেটিন: [email protected]

দৈনিক শেয়ার বীজ: [email protected]

দৈনিক বাংলা: [email protected]

দৈনিক সকালের সময়: [email protected]

দৈনিক আমার বার্তা: [email protected]

দৈনিক স্বাধীন বাংলা: [email protected]

দৈনিক আজাদী: [email protected]

দৈনিক করতোয়া:
[email protected]

দৈনিক ডেল্টাটাইমস: [email protected]

দৈনিক বাংলাদেশের আলো: [email protected]

দৈনিক প্রথম সূর্যোদয়: [email protected]

দৈনিক বিজনেস বাংলাদেশ: [email protected]

দৈনিক জবাবদিহি: [email protected]

দৈনিক লাখোকণ্ঠ: [email protected]

দৈনিক এশিয়া বাণী:
[email protected]

স্বদেশ প্রতিদিন: [email protected]

দৈনিক জনবাণী: [email protected], [email protected]

দৈনিক পরিবর্তন সংবাদ: [email protected], [email protected]

দৈনিক আমার সংবাদ: [email protected]

দৈনিক সরেজমিন: [email protected]

ইংরেজি পত্রিকা
The Daily Star: [email protected]

The Daily Sun: [email protected]

The Daily ObserverBD: [email protected]

The Daily Asian Age: [email protected]

The Bangladesh Today: [email protected]

The Bangladesh Post: [email protected]

The Business Standard: [email protected]

The New Nation: [email protected]

The Financial Express: [email protected]

The Independent: [email protected]

The Muslim Times: [email protected]

The Perspective: [email protected] (Monthly)

চিঠি পাঠানোর জন্য ব্যবহার করুন:

দৈনিক প্রতিদিনের সংবাদ: [email protected]

দৈনিক ইত্তেফাক: [email protected]

দৈনিক ভোরের কাগজ: [email protected]

দৈনিক সমকাল: [email protected]

দৈনিক যুগান্তর: [email protected]

দৈনিক কালেরকণ্ঠ: [email protected]

দৈনিক ইনকিলাব: [email protected]

দৈনিক যায়যায়দিন: [email protected]

দৈনিক সংবাদ: [email protected]

দৈনিক নয়াদিগন্ত: [email protected]

দৈনিক প্রথম আলো: [email protected]

দৈনিক সংগ্রাম: [email protected]

দৈনিক জনতা: [email protected]

দৈনিক আজকালের খবর: [email protected]

দৈনিক বাংলাদেশের খবর: [email protected]

দৈনিক খোলাকাগজ: [email protected]

দৈনিক মানবকণ্ঠ: [email protected]

দৈনিক সময়ের আলো: [email protected]

দৈনিক পূর্বকোণ: [email protected]

দৈনিক সুপ্রভাত: [email protected]

দৈনিক আলোকিত বাংলাদেশ: [email protected]

দৈনিক বাংলাদেশ বুলেটিন: [email protected]
[email protected]

দৈনিক শেয়ার বীজ: [email protected]

দৈনিক বাংলা: [email protected]

দৈনিক স্বাধীন বাংলা: [email protected]

দৈনিক আজাদী: [email protected]

ইংরেজি পত্রিকা:
The Daily Star: [email protected]

The Daily Sun: [email protected]

The Daily Observer: [email protected]

The Daily Asian Age: [email protected]

The Bangadesh Today: [email protected]

The New Nation: [email protected]

The Bangladesh Post: [email protected]

The Business Standard: [email protected]

The Financial Express: [email protected]

The Independent: [email protected]

The Muslim Times: [email protected]

ইসলামিক পাতায় লেখা পাঠানোর ঠিকানা:

[email protected]
যুগান্তর (শুক্রবার)

[email protected]
ইত্তেফাক (শুক্রবার)

[email protected]
সময়ের আলো (প্রতিদিন)

[email protected]
নয়া দিগন্ত (প্রতিদিন)

[email protected]
আলোকিত বাংলাদেশ (প্রতিদিন)

[email protected]
ইনকিলাব (শুক্রবার)

[email protected]
আমার সংবাদ (প্রতিদিন)

[email protected]
মানবকণ্ঠ (রবিবার)

[email protected]
জবাবদিহি

[email protected]
বাংলাদেশ খবর (শুক্রবার)

[email protected]
দেশ রূপান্তর (প্রতিদিন)

ক্যাম্পাস পাতায় লেখা পাঠানোর জন্য ব্যবহার করুন:

দৈনিক যায়যায়দিন: (শনিবার) [email protected]

দৈনিক প্রতিদিনের সংবাদ: (রবিবার) [email protected]

দৈনিক খোলাকাগজ: (বৃহস্পতিবার) [email protected] [email protected]

দৈনিক জনকণ্ঠ: (রবিবার) [email protected]

আমাদের সময়: (শনিবার) [email protected]

দৈনিক ইত্তেফাক: (সোমবার) [email protected] [email protected]

শুধুমাত্র ছড়া ও ছোটদের লেখা পাঠানোর জন্য ব্যবহার করুন:
দৈনিক নয়াদিগন্ত (আগডুম বাগডুম) শুক্রবার
[email protected]

দৈনিক জনকণ্ঠ (ঝিলিমিলি) শনিবার
[email protected]

প্রতিদিনের সংবাদ (খেয়াল খুশি) শনিবার
[email protected]

দৈনিক করতোয়া (সবুজ আসর) শনিবার
[email protected]

আলোকিত বাংলাদেশ (আলোকিত শিশু) শনিবার
[email protected]

আলোকিত বাংলাদেশ (কলরব) শনিবার
[email protected]

ভোরের কাগজ (পাঠক ফোরাম) সোমবার
[email protected]

দৈনিক বিজয়ের কন্ঠ (শিশু কন্ঠ- সিলেট) শনিবার
[email protected]

সংবাদ খেলাঘর (পাক্ষিক পাতা) রবিবার
[email protected]

দৈনিক সংগ্রাম (নীল সবুজের হাট) শুক্রবার
[email protected]
[email protected]

দৈনিক সমকাল (ঘাসফড়িং) শুক্রবার
[email protected]

দৈনিক সমকাল (সুহৃদ সমাবেশ) মঙ্গলবার
[email protected]

কালেরকণ্ঠ (ঘোড়ার ডিম ফান ম্যাগাজিন, রম্য ছড়া) মঙ্গলবার
[email protected]

প্রথম আলো (অধুনা, মনের বাক্স) বুধবার
[email protected]

দৈনিক ভোরের কাগজ (ইষ্টিকুটুম) বুধবার
[email protected]

দৈনিক যায়যায়দিন (হাট্টিমাটিমটিম) রবিবার
[email protected]

দৈনিক যুগান্তর (স্বজন সমাবেশ) বুধবার
[email protected]

শিশুতোষ:
দৈনিক আমাদের সময় (ঘটাংঘট) বৃহস্পতিবার
[email protected]

নয়াদিগন্ত (থেরাপি) বৃহস্পতিবার
[email protected]

দৈনিক প্রথম আলো (গোল্লাছুট) শুক্রবার
[email protected]

দৈনিক কালেরকণ্ঠ (টুনটুনটিনটিন) শুক্রবার
[email protected]

দৈনিক ইত্তেফাক (কচিকাঁচার আসর) শুক্রবার
[email protected]

দৈনিক বাংলাদেশ প্রতিদিন (ডাংগুলি) শুক্রবার
[email protected] (বড়দের)
[email protected] (শিশুতোষ)

বড়দের লেখা এবং সাহিত্য পাতার জন্য:
শনিবার:
আলোকিত বাংলাদেশ - কবিতা [email protected] [email protected]

বাংলাদেশের খবর - সাহিত্য [email protected]

দৈনিক সংবাদ - [email protected]

আলোকিত প্রতিদিন- শনিবার [email protected]

দৈনিক বিজয়ের কন্ঠ-সিলেট [email protected]

ভোরের কাগজ-পাঠক ফোরাম [email protected]

দৈনিক রূপসী বাংলা [email protected]

দৈনিক বিজয়ের কন্ঠ- সিলেট [email protected]

দৈনিক শুভ প্রতিদিন [email protected] [email protected]

দৈনিক যুগান্তর (রঙ্গ) [email protected]

রবিবার:
প্রথম আলো-বন্ধুসভা [email protected]

দৈনিক জালালাবাদ-সাহিত্য পাতা [email protected]

দৈনিক বিবৃতি-সাহিত্যপাতা [email protected]

দৈনিক ইত্তেফাক (ঠাট্টা- ফান ম্যাগাজিন ও রম্য ছড়া)
[email protected]

দৈনিক যুগান্তর (বিচ্ছু- ফান ম্যাগাজিন রম্য ছড়া)
[email protected]

মঙ্গলবার:
সুহৃদ সমাবেশ, সমকাল- মঙ্গলবার [email protected]

যায়যায় দিন-কবিতা মঙ্গলবার [email protected]

দৈনিক আজাদী [email protected]

দৈনিক পূর্বকোণ-কলরোল [email protected]

কালেরকণ্ঠ (ঘোড়ার ডিম ফান ম্যাগাজিন, রম্য ছড়া)
[email protected]

প্রথম আলো (অধুনা, মনের বাক্স) [email protected]

সাহিত্য সাময়িকী | শুক্রবার:

দৈনিক আমাদের সময়- অদ্বৈত মারুত [email protected] [email protected] [email protected]

দৈনিক যুগান্তর- কবিতা [email protected]

বাংলাদেশ প্রতিদিন - কবিতা [email protected]

দৈনিক প্রথম আলো-কবিতা [email protected]

দৈনিক জনকন্ঠ - [email protected]

দৈনিক সমকাল - কবিতা [email protected]

সমকাল - শুক্রবার কবিতা [email protected]

দৈনিক ইত্তেফাক - কবিতা [email protected] [email protected]

যায়যায়দিন- কবিতা
[email protected] [email protected]

কালের কন্ঠ-গল্প-
[email protected]
[email protected]
[email protected]
[email protected]

নয়াদিগন্ত-শুক্রবার [email protected]

দৈনিক ভোরের কাগজ- [email protected] [email protected]

দৈনিক মানবকন্ঠ-কবিতা [email protected]

রম্য লেখা পাঠানোর জন্য ব্যবহার করুন:
ইত্তেফাক: [email protected] (রবিবার)

যুগান্তর: [email protected] (রবিবার)

নয়াদিগন্ত: [email protected] (বৃহস্পতিবার)

শিক্ষা বিষয়ক লেখা পাঠানোর জন্য ব্যবহার করুন:
যায়যায়দিন: [email protected]

ফিচারের জন্য
দৈনিক বাংলা: [email protected]

সমকাল:
[email protected]
শৈল পাতা (বুধবার) ‌

নতুন একমাত্রা
[email protected] (প্রতিমাসে)

কিশোর কণ্ঠ
[email protected] (প্রতিমাসে)

নব ভাবনা
[email protected] (প্রতিমাসে)
__________________
সংকলনে: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সদস্যবৃন্দ

২০১৮ সনের ফেব্রুয়ারী বইমেলা উদ্বোধন কালীন ছবি।নিজের শিক্ষাগুরুকে লাল গালিচা ছেড়ে দিয়ে,নিজে নিচে হাটছেন।এখন দেশ পড়েছে চরম...
03/02/2025

২০১৮ সনের ফেব্রুয়ারী বইমেলা উদ্বোধন কালীন ছবি।
নিজের শিক্ষাগুরুকে লাল গালিচা ছেড়ে দিয়ে,নিজে নিচে হাটছেন।

এখন দেশ পড়েছে চরম কতগুলো বেয়াদবের হাতে।
তাদের সমর্থন দিয়ে যাচ্ছে আর কিছু বেয়াদব।

বিঃদ্রঃ এটাতে কেউ কেউ 🤣 রিয়েক্ট দিয়ে যাবে।
নয়তো বাজে কমেন্ট করবে।
কি করবেন আল্লাহ এদের বিবেক বোধ দিয়ে দুনিয়ায় পাঠানইনি। ভাল মন্দ যাচাই করার ক্ষমতা ওদের ভিতর নেই।

পরিশেষে একটা কথা বলবো -
আসুন ভালটাকে ভাল আর খারাপটাকে খারাপ বলি।
আর সেটা করতে না পারলে ধরে নেন আপনার ভিতর মনুষ্যত্ব নেই।আপনার বিবেককে জন্ডিসে খেয়ে ছেড়ে দিয়েছে।

30/01/2025

আয়াতুল কুরসি 💞

যতই শুনি ততোই ভালো লাগে।

30/01/2025

পুরানো টিভি এ্যাড

কবিতা ~ লাইলাতুল মে'রাজ***********♦️**********রজব নামে খোদার স্বর্গেআছে যে এক নহরসেই নহরের চারিপাশে রহমতে ই বহরস্বর্গবাস...
27/01/2025

কবিতা ~ লাইলাতুল মে'রাজ
***********♦️**********
রজব নামে খোদার স্বর্গে
আছে যে এক নহর
সেই নহরের চারিপাশে
রহমতে ই বহর
স্বর্গবাসী উঠবে যেদিন
সবাই দলে দলে
তৃষ্ণা মিটাবে প্রাণ ভরে
সেই নহরের জলে।

ক্যালেন্ডারের ১২ মাসের
এক মাসের নাম রজব
এ মাসেই ঘঠেছিল
এক ঘঠনা আজব।

রজব মাসের ২৭তারিখ
মধ্য রজনীতে
স্বয়ং খোদা করলে দেখা
প্রিয় বন্ধুর সাথে
নূরে নূরে মিলন হলো
আর'শে আজম কাঁপে
পৃথিবীটা ও শিউরে ওঠে
মুহাম্মদ নাম জপে।

দুই বন্ধুর মে'রাজ হলো
দিল উপহার
মুহাম্মদ আনলো উম্মতের জন্য
পাঁচ ওয়াক্ত দীদার।

সেজদা হলো খোদার সাথে
বান্দার ই মিলন
বান্দা আল্লাহ এক হয়ে যায়
সেজদা দেয় যখন।

মুহাম্মদ'র ইতিহাসে
আছে যত দরাজ
তার মধ্যে শ্রেষ্ঠ হলো
লাইলাতুল মে'রাজ।

এটি নামাজের জন্ম রাত💞
এই রাতেই রাসুল (সাঃ)মহান রাব্বুল আলামিনের সাথে প্রথম সাক্ষাৎ করে এবং আল্লাহর কাছে থেকে উম্মতের জন্য উপহার স্বরূপ পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে।
আর সেজদা হলো আল্লাহর সাথে বান্দার মিলন,মে'রাজ।

লিখা ~ মোঃ মঈন উদ্দিন রাসেল

Address

Banani Model Town

Telephone

+8801711229674

Website

Alerts

Be the first to know and let us send you an email when কবি মোঃ মঈন উদ্দিন রাসেল ফ্যান পেইজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবি মোঃ মঈন উদ্দিন রাসেল ফ্যান পেইজ:

Share