
08/10/2024
জুঁই এর ছোট ছোট দুইটা মেয়ে ,
একটাই মা ।
জামাইটা আজব । ওকে অনেক মারে , চুলার সিলিন্ডার এর চাবি মাঝে মাঝেই বন্ধ করে গার্মেন্টস এ কাজে চলে যায় , যেন ও না খেয়ে থাকে তাই।
ওর মা এর কয়েকদিন আগেই ক্যান্সার এর খবর পাই। দিনে দিনে রোগটা অনেক গাঢ় হয়ে যাচ্ছে । ডাক্তার কেমোথেরাপি দিতে বলেছেন । অনেক খরচ । ও নিরুপায় , অসহায় , নির্যাতিত আর অনেক ব্যথিত ।
যা পারেন একটু সাহায্য পাঠান ।
না পারলে দয়া করে একটু শেয়ার করেন যেন যে পারবে তার পর্যন্ত বার্তাটা পৌঁছায় ।
বিকাশ নাম্বার : 01938437269
দোয়া করবেন , ভালো থাকবেন আশা করি 🙏🏻