10/31/2025
Confession no - 42
From :- unknown
আমাকে চিনবা না সম্ভবত কখনো দেখোও নাই বাট আমি দেখছি সেই ভর্তি হওয়ার দিনে দেখে Love at first sight হয়ে গেছিল🫠 কোন ডিপার্টমেন্টে তুমি সেটা এখনো জানিনা কিন্তু সব সময় তোমাকে দেখি আমার break hour এ আমার চোখগুলো যেন স্থির থাকে না এইদিকে ওইদিকে খুঁজি যদি দেখা হয়ে যায় কয়েকবার কথা বলার চেষ্টা করেও সাহস করে সামনে যেতে পারিনি ,পরশু facebook scroll করতে করতে হঠাৎ তোমার আইডি সামনে আসে অনেক hesitation এর মধ্য দিয়ে রিকোয়েস্ট দিছিলাম বাট একসেপ্ট করনি তাই ক্যানসেল করে দিছিলাম🙃আমি জানিনা আমি কিভাবে আমার মনের ভাষা তোমার কাছে প্রকাশ করবো তাই এক্সাইটমেন্টে confession দিয়ে দিলাম. Lastly তোমার জন্য,
আমি দূর হতে তোমারে দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি💌