MSF ARMY

MSF ARMY Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MSF ARMY, Party Entertainment Service, Sylhet.

স্বৈরাচারের সহযোগী শাহেদ রে নাকি বিশ্বরোডের কাছে হাত-পা বাইন্ধা পিডাইছে অজ্ঞাতনামা লোকজন। সে এখন নিজের বাসায় চিকিৎসাধীন ...
20/12/2024

স্বৈরাচারের সহযোগী শাহেদ রে নাকি বিশ্বরোডের কাছে হাত-পা বাইন্ধা পিডাইছে অজ্ঞাতনামা লোকজন।

সে এখন নিজের বাসায় চিকিৎসাধীন আছে।

সুদখোর রমই এর পোলা ছাত্রলীগের সন্ত্রাসী কবির।৪ আগস্টের পরে শায়েস্তাগঞ্জ যখন মুক্ত হবার পরথেকে তার পার্কিংকের অবৈধ ফুডকার...
25/11/2024

সুদখোর রমই এর পোলা ছাত্রলীগের সন্ত্রাসী কবির।

৪ আগস্টের পরে শায়েস্তাগঞ্জ যখন মুক্ত হবার পরথেকে তার পার্কিংকের অবৈধ ফুডকার্ট বন্ধ ছিলো।

ভোটচোর ছালেক রে আব্বা ডাকার ফলস্বরূপ পার্কিংয়ে অবৈধভাবে ব্যবসাটি চলতো। পরবর্তীতে নূর ম্যানশনের কাছেও দিতে চাইছিলো বিভিন্ন প্রভাবে পারেনি।

এখন ২নং ওয়ার্ডের কিছু নেতারা এসব লীগের উচ্ছিষ্ট ভোগী সন্ত্রাসীদের নিজের ভোটব্যাংক ঠিক রাখতে পূনর্বাসন করছে।

যেখানে এই সন্ত্রাসী কবিরের জেলে থাকার কথা, সেখানে সে অনুকূল ডাক্তারের বাসার সামনে দিব্বি ব্যবসা করে যাচ্ছে।

কুখ্যাত জংগী নেতা শাহেদের বড় ভাই রুবেলশায়েস্তাগঞ্জের স্বঘোষিত নাস্তিক। আওয়ামী লেসফ্যান্সারচিন্না রাখেন সবাই।
09/11/2024

কুখ্যাত জংগী নেতা শাহেদের বড় ভাই রুবেল
শায়েস্তাগঞ্জের স্বঘোষিত নাস্তিক।
আওয়ামী লেসফ্যান্সার
চিন্না রাখেন সবাই।

জংগী সংগঠনের নেতা বিলাল। দেশ থেকে পালাইয়া হুনকার দেয়😃😃 চাতুলীগ পু*দিয়ে ভরে দিব শালারা🙄🙄
07/11/2024

জংগী সংগঠনের নেতা বিলাল। দেশ থেকে পালাইয়া হুনকার দেয়😃😃
চাতুলীগ পু*দিয়ে ভরে দিব শালারা🙄🙄

07/11/2024

কি খবর সবার 😁
খেলা হবে নাকি😊

ছাত্রলীগের কর্মী ইবাদ, চাঁদাবাজ রিপনের সহযোগী, দলীয় ক্ষমতায় রিপন এদের কে জিসাফোতে পূনর্বাসন করছে।দল বেইচা ক'দিন চলবে?
18/10/2024

ছাত্রলীগের কর্মী ইবাদ, চাঁদাবাজ রিপনের সহযোগী, দলীয় ক্ষমতায় রিপন এদের কে জিসাফোতে পূনর্বাসন করছে।

দল বেইচা ক'দিন চলবে?

সফল মামলা বানিজ্য করার পরে এমন একটা চিল পার্টি করাই যায় 🥴মামলা বানিজ্য, চাদাবাজী সহ ভিবিন্ন সিন্ডিকেটের বাগবাটুয়ারা শেষে...
07/10/2024

সফল মামলা বানিজ্য করার পরে এমন একটা চিল পার্টি করাই যায় 🥴

মামলা বানিজ্য, চাদাবাজী সহ ভিবিন্ন সিন্ডিকেটের বাগবাটুয়ারা শেষে মিষ্টি মুখ করছেন শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম রিপন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হাসান নওশেদ ও নতুনব্রীজ আঞ্চলিক কমিটির যুবলীগ নেতা শাহীন।

শায়েস্তাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান - গাজীউর রহমান ইমরান সিলেট এম সি কলেজে পড়াশোনা করায় সময়ে ছিল একজন সক্রিয় শিবি...
02/10/2024

শায়েস্তাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান -

গাজীউর রহমান ইমরান সিলেট এম সি কলেজে পড়াশোনা করায় সময়ে ছিল একজন সক্রিয় শিবির কর্মী।

পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবু জাহির কে টাকা দিয়ে ম্যানেজ করে হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ ভাগিয়ে নেয়।

তারপর শুরু হয় তার ত্রাসের রাজত্ব।

এম পি জাহিরের তত্ত্বাবধানে "প্রাণ-আর এফ এল" ও স্কয়ার গ্রুপ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।

এবং কোম্পানি গুলো থেকে নিয়মিত মাসিক চাঁদা আদায় হতো ইমরানের নেতৃত্বে।

শায়েস্তাগঞ্জ ফিশারি সংলগ্ন বেঙ্গল গ্রুপের নির্ধারিত কারখানার জমি বাণিজ্য, বিশ্বাস বিল্ডার্সের সাথে আতাঁত করে ঢাকা সিলেট হাই-ওয়ের চলমান কাজের সকল সিন্ডিকেট নিজে নিয়ন্ত্রণ করা, দুইটি সি এন জি পাম্প থেকে নিয়মিত চাঁদা আদায় করা।

চোরাই গাড়ীর ব্যবসা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সরকারি প্রকল্পের কাজ বন্ধের হুমকি দিয়ে মোটা অংকের টাকা আদায় সহ অসংখ্য অপকর্মের সাথে এই বাইট্টা ইমরান জড়িত।

ক্ষমতা ও টাকার জোড়ে বিগত উপজেলা নির্বাচনে ভোট চুরি করে ভাইস চেয়ারম্যান পদ ভাগিয়ে নেয়।

এছাড়াও সে বিভিন্ন স্থানীয় নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করার জন্য অবৈধ হস্তক্ষেপ করতো।

ইমরানের সমস্ত অপকর্মের ৫০% ভাগ যেতো হবিগঞ্জের কুখ্যাত এম পি আবু জাহিরের একাউন্টে।

আমরা এই চাঁদাবাজ, ভূমিদস্যু ইমরানের বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক শামছুল আলম রিপন ও কথিত সমন্বয়ক পরিচয় দেয়া শিবির কর্মী আলাউদ্দিন।এই গংয়ের আরও কয়েকজন...
25/09/2024

শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক শামছুল আলম রিপন ও কথিত সমন্বয়ক পরিচয় দেয়া শিবির কর্মী আলাউদ্দিন।

এই গংয়ের আরও কয়েকজন সদস্য আছে, তারা সবাই মিলে শায়েস্তাগঞ্জে একটি মামলা বানিজ্য দপ্তর চালাচ্ছে বর্তমানে।

21/09/2024

সবাই কেমন আছেন
লাড়াছাড়া হবে নাকি?🙂🙂

আসাদুজ্জামান নুর এমন একটা জঘন্য অপরাধ করেছিলো, যেটা আর কোন আওয়ামী লীগার কখন করেনি। সাহসও করেনি। এমনকি হাসিনাও করেনি। পৃথ...
16/09/2024

আসাদুজ্জামান নুর এমন একটা জঘন্য অপরাধ করেছিলো, যেটা আর কোন আওয়ামী লীগার কখন করেনি। সাহসও করেনি। এমনকি হাসিনাও করেনি। পৃথিবীর ইতিহাসে কোথাও হয়েছে কিনা আমার জানা নেই।

২০১৪ সালে নুরের গাড়িতে হামলার অভিযোগে সেদিন রাতেই নীলফামারীর শহরের ৬/৭ জন বিএনপিকর্মী আটক হন। সকালবেলা তাদের মধ্যে দুইজনের লাশ পাওয়া যায় ধানক্ষেতে। টোটাল ৪ জনকে নুর খুন করে ফেলে, জাস্ট তার গাড়ি বহরে ইটপাটকেল মারার অপরাধে। নাহ ভাই। আমি নুর অভিনীত কোন মাফিয়া সিনেমার গল্প বলছি না। ২০১৪ সালে নুর এটাই করেছিলো। এই ঘটনার পর আমরা নুরকে "ডাকাত" ও "নান্দাইলের ডাকাত" বলে ডাকতাম।

আওয়ামী লীগ দেশের মানুষকে নানান ভাবে টুপি পড়িয়েছিলো।।তার একটা হচ্ছে আসাদুজ্জামান নুর। নুরকে নমিনেশন দিয়ে ২০০৮ সালে আওয়ামী লীগ দেশবাসীকে বুঝিয়েছিলো, দেখো কতোবড় সংস্কৃতিবান ব্যক্তিকে আমরা এমপি বানিয়েছি। এবার বাংলা সংস্কৃতির নৌকা পানি ছাড়াই হাওয়ার উপর ভেসে চলবে।

হুমায়ুন আহমেদের নাটক করে জনপ্রিয় হওয়া আসাদুজ্জামানকে অনেকে ভাবতো বিশাল বড় সাংস্কৃতিক ব্যক্তিত্ব। প্রথম আলো আসাদুজ্জামানকে ব্র‍্যাণ্ডিং করতো- বাংলা সংস্কৃতির রক্ষক হিসেবে,শান্তশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে, কোমল হৃদয়ের ব্যক্তিত্ব হিসেবে। কিন্তু নুর শুধু মাত্র তার গাড়ি বহরে ইট পাটকেল মারার অপরাধে ৪টা প্রাণকে হত্যা করে, ঠাণ্ডা মাথায়। সে সংস্কৃতি মন্ত্রী হবার পরে এফডিসিতে ঘুঘু চড়াই ছেড়েছে। সিনেমা প্রায় বন্ধ হবার অবস্থায় চলে গেছে। আগুন পরশমণি সিনেমাতে অভিনয় করে নুর হয়ে গিয়েছিলো মুক্তিযোদ্ধা। আর আগুন পরশমণি সিনেমা যে ক্র‍্যাক প্লাটুন নামক মুক্তিযোদ্ধা গ্রুপকে নিয়ে বানানো হয়েছিলো, সেই ক্র‍্যাক প্লাটুনের আসল যোদ্ধা সাদেক হোসেন খোকা বানানো হয়েছিলো রাজাকার।

এই ডাকাতটা আজকে ধরা পরেছে। জানি না তার কী শাস্তি হবে। হয়ত রিমাণ্ডের নামে সে এসি রুমে বসে বাসার খাবার খাবে। এটলিস্ট গ্রেফতার হয়েছে, এটাই স্বস্তির সংবাদ।

মাল ডা রে ছিনেন নি এই,, মাল ডা ছো হইলে ও কাজ করছে অনেক বড়,, দলীয় প্রভাব খাঠিয়ে করেছে অনেক দূর্নীতি। এখন শুনলাম ছাত্রদলের...
15/09/2024

মাল ডা রে ছিনেন নি এই,,
মাল ডা ছো হইলে ও কাজ করছে অনেক বড়,, দলীয় প্রভাব খাঠিয়ে করেছে অনেক দূর্নীতি। এখন শুনলাম ছাত্রদলের কিছু নেতাদের টাকা দিয়া নিজের পিঠ বাছাইছে

Address

Sylhet
3301

Website

Alerts

Be the first to know and let us send you an email when MSF ARMY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share