
05/07/2025
বিশেষ ঘোষণা :
থাই ই-ভিসা আবেদনের জন্য নিশ্চিত হোটেল বুকিং লাগবে।
থ্যাট ই-ভিসা সিস্টেম বাস্তবায়নের সাথে সামঞ্জস্য রেখে, সমস্ত আবেদনকারীকে এতদ্বারা জানানো হচ্ছে যে ভিসা আবেদন প্রক্রিয়ার জন্য নিশ্চিত হোটেল বুকিং একটি বাধ্যতামূলক করা হয়েছে।
আবেদনকারীদের নিশ্চিত করতে হবে যেঃ
- হোটেল বুকিংয়ে অতিথির নাম, হোটেলের নাম, পূর্ণ ঠিকানা এবং চেক-ইন/চেক-আউট তারিখ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
- হোটেল বুকিং অবশ্যই আসল, পেইড ভার্সন (অথবা গ্যারান্টিযুক্ত) হতে হবে এবং যোগাযোগ করা হলে হোটেল দ্বারা যাচাইযোগ্য হতে হবে।
- Agoda, Booking.com, অথবা সরাসরি হোটেলের মাধ্যমে করা অনলাইন বুকিং কেবল তখনই গ্রহণযোগ্য হবে যদি সেগুলি কনস্যুলার বিভাগ দ্বারা যাচাই করা যায়।
দয়া করে মনে রাখবেন বৈধ এবং যাচাইযোগ্য হোটেল বুকিং ছাড়া থাই ভিসার আবেদন প্রক্রিয়ার জন্য বিবেচনা করা হবে না।
ই-ভিসা সিস্টেম এবং আবেদনের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও তথ্যের জন্য ভিজিট করুন www.tlicvisa.go.th
রয়েল থাই দূতাবাস
ঢাকা
কার্যকর: ২৬ জুন ২০২৫
ইস্যু তারিখ: ২৬ জুন ২০২৫