10/10/2025
আলোকচিত্র ফটোগ্রাফি পক্ষে থেকে সবাই কে শুভেচ্ছা ও অভিনন্দন
অনেক দিন ধরে পেজের কাজ কর্ম বন্ধ ছিলো আশা করি এখন থেকে প্রায় রেগুলার কাজ পাবেন আপনারা।
এই পেজের মাকিকানা পরিবর্তন করা হয়েছে, আমার অস্তাত এই ক্যামেরার জগতের ওর ধারায় আমার এই জগতে আশা শেখা,
প্রথমে বন্ধ আর ছোট্ট ভাই মামুন মিলে পেজ টা ওপেন করে, কিছুদিন পর আমি জয়েন্ট হই এই পেজে, পাশাপাশি আমরা তিনজন মিলেমিশে প্রথমতো এই পেজ টার কাজ শুরু করি পরবর্তিতে যে যার মতো ব্যস্ততায় হয়ে পরি, তার পর ও বন্ধু + এক ছোট্ট মানুষ মিলে ওরা কাজ করে, খাঁন রকির বন্ধুর থেকে অনেক কিছু শিখেছি কাজের ক্ষেত্রে ক্যামেরার জগতে, এবং ছবি এডিটিং ও ওর ধারা কিছুটা শিখেছি, এই শেখার মাধ্যমে আজ আপনাদের মাঝে এসে দাঁড়িয়েছি, বন্ধ বলতে যা প্রয়োজন সেটা আমি মনে করি সম্পূর্ন আছে ওর মাঝে এবং মানুষ টাও অনেক ভালো মনের ।
বন্ধু KHaan ROcky কাছে থেকে এই পেজ টি পুনরায় আমার অধিনে নিয়ে নিলাম। যেহেতু বন্ধু পেজ টাতে কোনো কাজ করছে না তাই আমি এই পেজ এর দায়িত্ব নিয়ে কাজ করবো, ইনশাআল্লাহ্ আশা করি আপনারা সামনে ভালো কিছু আপনার মুহুর্ত গুলো ধরিয়ে দিয়ে সাথে থাকবো এবং আমাদের পাশে থাকবে আপনারা,
( বন্ধু খাঁন রকির ছবি এডিটিং কারুকার্য গুলোর ওরই থাকবে এবং আশা করি বাকী দিন গুলোতে আমরা পাশাপাশি থেকে চলতে পারি এবং অস্তাত এর কাজ থেকে আর ভালোভালো কিছু শিখতে পারি ইনশাআল্লাহ, এবং মহান আল্লাহ তা'আলা তাকে যে অনেক ভালো কিছু দিয়ে তার আগামী দিন গুলো গড়ে তুলতে পারে সে দোয়ায় রইলো।
আলহামদুলিল্লাহ আমার ইমোশোন জরিয়ে আছে এই পেজ এ পেজ এ,
ধন্যবাদ সবাইকে সাথে থাকবে ইনশাআল্লাহ পাশে পাবেন