Md Siyam Islam

Md Siyam Islam আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তা-আলাই রাখেন তাই তাঁর কাছেই প্রার্থনা করুন

13/09/2025
12/09/2025

পৃথিবীর কোনো কিছুই অভাব আমাকে কাঁদাতে পারেনি অথচ তোমার অভাবে আমাকে প্রতি টা মূহুর্তে কাঁদাচ্ছে 😢

12/09/2025

ঝগড়া নাকি বোঝাপড়া

আমাদের বিচ্ছেদটা ছিল অনাকাঙ্ক্ষিত। তোমায় কেন্দ্র করে আমি যে জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম একটু একটু করে, হঠাৎ একটা ঝড়ে...
10/09/2025

আমাদের বিচ্ছেদটা ছিল অনাকাঙ্ক্ষিত। তোমায় কেন্দ্র করে আমি যে জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম একটু একটু করে, হঠাৎ একটা ঝড়ে যেন সে জগৎ চোখের সামনে ভেঙেচুরে চুরমার হয়ে গেল। আমি সবকিছু চুপচাপ দেখে গেলাম। সমুদ্রের মাঝখানে তরী ডোবা মানুষ অনেকক্ষণ সাঁতার কাটার পর যেমন কুলের দেখা না পেয়ে শেষমেশ নিয়তিকে মেনে নেয়, সদরে গ্রহন করে মৃত্যুকে, তেমনি আমারও যেন কিছুই করার নেই। আমি অসহায়ের মত গ্রহণ করেছিলাম নিষ্ঠুরমত বিচ্ছেদ। আমার বুকের বা'পাশটা ফাঁকা হয়ে গেল। করুন শূন্যতা হাড়কাঁপা শীতের মত হুঁহুঁ করতে থাকলো সবসময়। তুমি নাই, এমন একটা দুঃসংবাদ আমি মেনে নিতে পারছিলাম না কিছুতেই।

কেন নাই এ শব্দের উত্তর খুঁজতে গিয়ে আমি বার শুধু নিজের দোষত্রুটি খুঁজেছি। নিজের অজান্তেই অপরাধীর কাঠগড়ায় দাড় করিয়েছি নিজেকে বহুবার। রায় কোন পক্ষের দিকেই যায়নি। যা গেছে তা কেবল সময়। অপেক্ষা বেড়েছে আমার।

প্রতিদিন, প্রতি মুহূর্তে মনে হয়েছে তুমি ফিরবে। তোমার ফেরাটা অনিবার্য। আমি ভাবতাম, তোমার অভাব আমায় যেমন করে পোড়ায়, তোমাকেও বোধহয় তেমন করে পোড়ায়। আমার জন্যে তুমি না কাঁদো, অন্তত আফসোস হলেও করো। আমার মতোই হয়ত তোমার কোন কোন সন্ধ্যা দীর্ঘ হয়ে যায়, হয়ত আমার মত তুমিও ভীড়ের মাঝে আমার নাম শুনে থমকে দাঁড়াও, তুমিও হয়তো খেতে বসে আমার কথা মনে হলে মাখা ভাতে ঢেলে দাও জল, তোমারও হয়তো বুকের কোথাও ফাঁকা ফাঁকা লাগে আমাকে ছাড়া, তোমাকেও বোধহয় তাড়িয়ে বেড়ায় আমার অভাববোধ, তুমিও বুঝি বুঝতে পারো আমাদের একসাথে থাকাটা কত জরুরী। এভাবে অনেকদিন চলেগেল। অনেকদিন মানে, অনেকদিন। তুমি ফিরলে না আর। ভালোবাসার যে কুয়াশা আমার বাস্তব পৃথিবীর

নিষ্ঠুরতাকে দেখার চোখ অস্পষ্ট করে রেখেছিলো- তা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। তোমাকে মনে হলো অন্য কেউ। তুমিও খুব করে বদলে গেলে। যে তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি, যে তোমাকে আমি ভালোবেসেছি সমস্তটা উজাড় করে দিয়ে, স্মৃতির পাতায় যে তোমায় ঘীরে জমা হয়েছিল অসংখ্য সুন্দর গল্প; সেসব গল্পে তোমাকে আমি আর খুঁজি পেলাম না। মনে হতে থাকল, আমি যাকে ভালোবাসছি সে তো এ নয়, হতেই পারে না। এত হৃদয়হীন কেউ হয়? এত নিষ্ঠির কাউকে আমি ভালোবাসলাম কী করে? হাজারটা কাটার পথ মাড়িয়ে আমি যে দুয়ারে এসে দাড়াতে চেয়েছি, কে জানত? সে দরজার ওপাশে আমার অপেক্ষায় কেউ ছিলোই না, কে জানতো শতশত বাড়িয়ে দেওয়া হাত ফিরিয়ে দিয়ে আমি যে হাতটা খুব শক্ত করে ধরে রাখতে চেয়েছিলাম, সে হাতটাই সবার আগে আমার হাত ছেড়ে দিবে। কে জানতো তুমি ফুলই থেকে যাবে আর আমি তোমাকে ভালোবাসার মতোন ভুলের মাশুল দিয়ে যাবো অন্তকাল ধরে....❤️‍🩹

09/09/2025

আমার ছোট্ট জীবনে আমি শুধু চাইতাম কেউ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসুক, যত্ন করুক, শুধু 'আমার মানুষ' হয়ে থাকুক। ভালোবাসার বেলায় এর চেয়ে বেশি চাওয়া আমার ছিলো না।
আমি ভাবতাম, পৃথিবীটা অনেক সহজ, সুন্দর। আমি কারো জন্য এফোর্ট দিলে তার বিনিময়ে আমার জন্যও সে এফোর্ট দিবে। কাউকে আমি ভরসা করলে, সেই মানুষটাও আমার ভরসার মূল্য দিবে। আমি চোখ বুজে বিশ্বাস করতাম, আমি কারো সাথে অন্যায় না করলে আমার সাথেও কেউ অন্যায় করবে না।
পৃথিবী আমাকে খুব নিষ্ঠুরভাবে বুঝিয়েছিলো, জীবনটা আসলে ভয়ংকর রকমের আনফেয়ার। এখানে নিজের সবটুকু উজাড় করে দিয়েও কারো ভালোবাসা পাওয়া যায় না, এখানে অন্যায় না করলেও বিনিময়ে যাবজ্জীবন সাজা পেতে হয়, এখানে অনেক ভরসার ভালোবাসার মানুষও ভীষণ ঠাণ্ডা মাথায় অমানবিক কষ্ট দেয়, দিতেই থাকে।
একটা সময় আমি আফসোস করতাম, অভিযোগ করতাম। তারপর বুঝলাম, আফসোস কিংবা অভিযোগে নিয়তি বদলায় না। আমাদের জীবনে কোনো UNDO বাটন নাই, কোনো টাইম মেশিন নাই। আমাদের অতীত বদলানো যায় না, চাইলেও কোনো ভুল মুছে দেওয়া যায় না।
হাজারো কান্না, হাজারো শাস্তি, নিরন্তর আফসোস, অপরাধবোধ, আক্ষেপ কিংবা অভিযোগেও কোনো কিছু এক বিন্দু বদলানো যায় না।
শেষমেশ জীবন আমাকে শীতল কণ্ঠে বলেছে মেনে নিতে। আমি মেনে নিয়েছি। কোনো প্রকার যদি, কিন্তু, কেন - ছাড়াই মেনে নিয়েছি।

08/09/2025

এতোটা ভালোবাসার পরও
যে আমার ভালোবাসা বুঝতে পারলো না
সে আমার চুপ থাকা,কষ্ট, একাকিত্ব আর ব্যথা এসব কিভাবে বুঝবে

07/09/2025

~"কথাতেই যত্ন"
~"কথাতেই মায়া"
~"কথাতেই সম্মান "
~"কথাতেই টান"
~"কথাতেই সম্পর্কের স্থায়িত্ব "
আবার কথাতেই বিচ্ছেদ...!

07/09/2025

আমি চাই তোমার অভাবে আমার মৃত্যু হোক..!
তবুও তুমি ছাড়া অন্য কোন নারী আমার জীবনে না আসুক..! 😥😓❤️‍🩹

07/09/2025

বৃষ্টি পড়েছিল তোমার গায়ে
ভিজেছিলাম আমি
শুকনো ছিল তোমার চোখ
কেঁদেছিলাম আমি
আসার সময় যখন মানুষের সঙ্গে
গল্প করতে ব্যস্ত ছিলে তুমি ।
নিজেরই চোখের বিষাক্ত পানিতে তখন ভিজতেছিলাম আমি ।
খোঁজ নেওনি তুমি ফিরে দেখনি তুমি
একটা বার ও কি ভেবেছিলে তখন কেমন ছিলাম আমি ।

🍀 মৃত্যু শয্যায় মহাবীর আলেকজেন্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে।★১ আমা...
05/09/2025

🍀 মৃত্যু শয্যায় মহাবীর আলেকজেন্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে।

★১ আমার প্রথম অভিপ্রায় হচ্ছেঃ
শুধু মাত্র আমার চিকিৎসকরাই আমার
কফিন বহন করবেন।

★২ আমার ২য় অভিপ্রায় হচ্ছেঃ
আমার কফিন যে পথ দিয়ে যাবে সেই পথে
আমার অর্জিত সকল সোনা ও রুপা ছড়িয়ে দিবে।

★৩ আর শেষ অভিপ্রায় হচ্ছেঃ
কফিন বহনের সময় আমার দুই হাত 🙌
কফিনের বাইরে ঝুলিয়ে রাখবে।'

🥷 ⚔️ 🗡️ তার সেনাপতি তখন তাঁকে এই বিচিত্র
অভিপ্রায় কেন করছেন প্রশ্ন করলেন ??

দীর্ঘ শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন,
আমি দুনিয়ার 🌍 সামনে তিনটি শিক্ষা
রেখে যেতে চাই।

★ ১ আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারনে বলেছি, যে যাতে লোকে বলতে পারে যে চিকিৎসক মানুষকে সারিয়ে তুলতে পারে না। তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম।

★ ২ যাবার পথে সোনা-দানা ছড়িয়ে রাখতে বলেছি এই কারণে ,, সোনা-দানার একটা কণাও আমার সঙ্গে যাবে না। এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি ।কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে
পারছি না। মানুষ বুঝুক এসবের
পেছনে ছোটা মানে সময়ের অপচয়।'

★ ৩ কফিনের বাইরে আমার দুই হাত বাহিরে
রাখতে বলেছি ,,, মানুষকে বুঝানোর জন্য যে,, পৃথিবীতে খালি হাতে এসেছি আজ পৃথিবী
থেকে খালি হাতেই চলে যাচ্ছি।

সংগৃহীত

03/09/2025

তাহাকে ধরিয়া রাখিলে হয়ত রাখিতে পারিতাম, কিন্তু সে চেষ্টা করিলাম না । সেও আর ফিরিয়া আসিল না!

Address

Nilphamari
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Siyam Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share