Rotna's Unique Collection

Rotna's Unique  Collection �Holuder Ornaments
�Bridal/Non Bridal Sets
�Wedding Mirrors

07/08/2021

বাংলাদেশের ট্রাডিশনাল শ্বশুরবাড়িগুলোতে সাধারণত ৫ বেলা খাওয়া-দাওয়া করা হয়- ভোরের চা-বিস্কুট, সকালের ব্রেকফাস্ট, দুপুরের ভারি খাবার, বিকালের নাস্তা, সবশেষে রাতের খাবার। আর এ ধরণের বাসাগুলোতে ছেলেবউয়ের উপর প্রত্যাশা থাকে, বাড়িতে কাজ থাকুক আর না থাকুক, সমসময় চরকির মত কাজের চারপাশে ঘুরতে থাকবে- সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত রান্নাঘরকে কেন্দ্র করেই তার জীবন আবর্তিত হবে। এতেই সে বাড়ির আদর্শ বউ বলে প্রমাণিত হবে।

অথচ একটা বিষয় মাথায় রাখা দরকার যে, পুরুষ হোক, নারী হোক, মানুষ কোন চতুষ্পদ জন্তু নয় যার জীবন কেবল খাওয়া, ঘুম, জৈবিক চাহিদা আর সন্তান উৎপাদনকে কেন্দ্র করেই আবর্তিত হবে। মানুষকে আল্লাহ একটি মিশন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন- আল্লাহর ইবাদাত ও দাওয়াহ ইলাল্লাহ। তাই সমস্ত কাজের ফাকে হলেও তাকে এই কাজটুকুর জন্য সময় বের করতেই হবে। অন্যভাবে বললে, এই কাজগুলোকে কেন্দ্র করেই মানবজীবন আবর্তিত হবে, তার ফাকে ফাকে জগৎসংসারের অন্যান্য কাজগুলোর সময় বের করে নিতে হবে। (উল্লেখ্য, ইল্ম অর্জন করা, স্পাউজ ও সন্তানকে সময় দেয়া, সন্তানের তারবিয়াত দেয়া এগুলোও সেই মিশন পূরণের অংশ)

বিষয়টি নিয়ে দুটো প্রান্তিকতা রয়েছে- একপক্ষ মনে করে, ছেলে বিয়ে দিয়ে বউ না যেন কাজের লোক এনেছে, বাড়ির সমস্ত কাজ করার দায়িত্ব তার একার- বাড়ির মেয়ে, বাড়ির ছেলে কিংবা অন্য কারও কোন দায় নেই। বাসায় যদি কাজ নাও থাকে, তাও বউটা রান্নাঘরের চারপাশে ঘুরঘুর করুক। আরেক পক্ষ মনে করে যে, শ্বশুরবাড়িতে রান্নাবান্না তার কোন দায়িত্ব না, ইসলাম তাকে এই দায়িত্ব দেয়নি, তো সে কেন তা করবে?

দুই প্রান্তিকতার মাঝে সমন্বয় প্রয়োজন- প্রথমত, ছেলেবউ কাজের লোকের সাবস্টিটিউট নয়। কিংবা সারাক্ষণ রান্নাঘরকে কেন্দ্র করেই তার জীবন আবর্তিত হবে, এটাও কোন যৌক্তিক প্রত্যাশা নয়। অন্যদিকে, যারা শ্বশুরবাড়ি ঘরের কাজ করাটাকে নিজের দায়িত্বই মনে করেন না, তারা নিজেরা আলাদা বাসায় থাকলে কি পায়ের উপর পা তুলে খেতেন? এক সংসারে যারা থাকবে, পরিবারের রান্নাবান্নাসহ সমস্ত কাজ সবারই সামষ্টিক দায়িত্ব, বউকেও সেই দায়িত্বের একটা অংশের ভাগ অবশ্যই নিতে হবে।

তবে এখানে ঝামেলাটা হয় আরেক জায়গায়, ঐ যে শুরুতেই বলেছিলাম- কাজ থাকুক না থাকুক, বউকে যেন রান্নাঘরের চারপাশে ঘুরঘুর করতেই হবে। কাজের লোক কাজ করলেও সেখানে থাকতে হবে, শাশুড়ী কাজ করলেও পাশে থাকতে হবে, বাড়ির মেয়ে করলেও ভাবীকে থাকতে হবে। অথচ এই বিষয়টা পুরোটাই 'শো অফ' যেটা করতে গিয়ে বউদের অযথা মূল্যবান সময় ও এনার্জি নষ্ট হয়, ঘরের কাজের বাইরে আর কোন প্রোডাক্টিভ কাজ করার সময় ও এনার্জি তাদের থাকেনা। এসব পরিস্থিতিতে বউদের করারও কিছু থাকেনা। এক্ষেত্রে পরিবারের পুরুষেরা একটা সহজ সমাধান করতে পারেন। প্রথমত তাদেরকে এটা বুঝতে হবে যে, একটা মেয়ে বাড়ির বউ হলেও তার নিজের জন্য, তার সন্তানদের জন্য, তার ইবাদাতের জন্য, দ্বীনের কাজের জন্য দিনের কিছুটা সময় ফাকা দরকার। সংসারের দায়িত্ব নেয়া মানেই এই নয় যে সারাটা দিন তাকে কাজের উপর থেকেই নিজের বউ পদের যথার্থতা প্রমাণ করতে হবে। তাই পুরুষদের উচিৎ সংসারের কাজগুলোকে বণ্টন করে দেয়া। যে ছোটখাটো কাজগুলো পুরুষরা করতে পারেন, সেগুলোতে ফাকা সময়ে তারাও হাত লাগাবেন, স্ত্রীকে বাড়ির কাজে সাহায্য করা অমর্যাদার নয়, বরং এটাই সুন্নাহ। আর রান্নাবান্নার কাজ করার মত যদি দুজন ছেলে বউ থাকে, তাহলে দুজনের মধ্যে ভাগ করে দিতে হবে। যদি বউ-শাশুড়ি-ননদ থাকে, তাহলে তাদের ৩ জনের মধ্যে তাদের সুবিধা অনুযায়ী পারিবারিক কাজ ও সময় বণ্টণ করে দিতে হবে। তাতে করে যার যার স্লটের কাজ সে নিজের মত করে শেষ করে বাকি সময় রিল্যাক্স করতে পারবে। একজন কাজ করছে, বাকিরাও তার চারপাশে ভদ্রতার খাতিরে অযথা ঘুরে বেড়াচ্ছে, কাজ করছে একজন, সময় নষ্ট হচ্ছে ৩ জনের; শ্বশুরবাড়ির এই 'শো অফ' প্রথার অবসান খুব জরুরি।

আর হ্যা, দিনে ৫/৬ বেলা ভুরি ভুরি রান্না আর খাওয়ার এই যে প্রচলন আমাদের সমাজে, এটা হয়তো একদিনেই বদলে ফেলা সম্ভব না। কিন্তু এটা কি আদৌ সুন্নাহ ভিত্তিক কোন জীবনব্যবস্থা? আল্লাহর রাসূলের বিবিদের ঘরে তো দিনের পর দিন চুলাও জ্বলেনি। উনার সব কিছুই সুন্নাহ মানেন, অথচ খাওয়া দাওয়ার ক্ষেত্রে কেন নয়? অতিভোজন একদিকে সুন্নাহবিরোধী কাজ, আরেকদিকে এই রান্না আর খাওয়ার আয়োজনে জীবনের যে মূল্যবান সময় ও সম্পদগুলো ব্যয়িত হচ্ছে, সেটা কি অপচয় নয়? এই আয়োজন একটু কমানো গেলে সেই সময় ও সম্পদ থেকেই অনেক প্রোডাক্টিভ ও দ্বীনি কাজ করার সময় ও সম্পদ গোছানো সম্ভব ছিলো।

জীবন তো সবার জন্য একটাই, কবরের সামানা গোছানোর সুযোগও সবার জন্য একটাই.....

(অনেকগুলো মানুষের জীবনগল্প থেকে পোস্টটি লেখা, নির্দিষ্ট কোন গল্পকে উদ্দেশ্য করে নয়)

-নিশাত তাম্মিম আপুl

03/08/2021
আসসালামু আলাইকুম আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক সুন্দর একটি হলদি ব্রাইডাল সেট😍😍সাদা কাঠবেলির সাথে মাল্টি কালারের রেণু...
18/07/2021

আসসালামু আলাইকুম

আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক সুন্দর একটি হলদি ব্রাইডাল সেট😍😍
সাদা কাঠবেলির সাথে মাল্টি কালারের রেণুর কম্বিনেশনে এই সেটটি তৈরি করা হয়েছে।।🤷‍♀
দেখতে অসম্ভব সুন্দর হয়েছে!😍
অরনামেন্টস টা স্টকে পাওয়া যাচ্ছে!💁

সেট টি তে থাকছে👉
চাঁপাহার,সীতাহার,কানের দুল,টিকলি এবং ফিঙ্গার রিং 🤷‍♀🤷‍♀

সাথে ঈদ অফার তো থাকছেই😱

এই সেট টা কারোর পছন্দ হলে ইনবক্স করুন!

ঈদ মানে হাসি, ঈদ মানে আশা,ঈদ মানে নানা রকম স্বপ পূরণ। আপনাদের ঈদ এর আনন্দ কে আরো দ্বিগুন করার জন্য আমরা নিয়ে এলাম আমাদের...
13/07/2021

ঈদ মানে হাসি, ঈদ মানে আশা,ঈদ মানে নানা রকম স্বপ পূরণ। আপনাদের ঈদ এর আনন্দ কে আরো দ্বিগুন করার জন্য আমরা নিয়ে এলাম আমাদের প্রতিটি পণ্যের উপর আকর্ষনীয় মূল্যছার 😍😍

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে 10% ডিসকাউন্ট চলছে আমাদের সবগুলো পণ্যের উপর।

আপনার হলুদে নিজেকে সুন্দর একটা লুক দিতে কিনে ফেলুন আমাদের ব্রাইডাল অরনামেন্ট সেট টি😍
সেটটি তে থাকছে-
👉চাঁপাহার
👉সিতাহার
👉কানের দুল
👉টিকলি
হলদি ব্রাইডাল সেট টির কালার কম্বিনেশন টা এতো জোস সামনাসামনি দেখতে অনেক সুন্দর দেখায় 🔥
বুঝার সুবিধার্থে আমার একটা পিকচার শেয়ার করলাম😍

অর্ডার করতে ও বিস্তারিত জানতে পেইজে ইনবক্স করুন👇

আসসালামু আলাইকুম আজকে আমি সেল আপডেট  দিতে আসছি আলহামদুলিল্লাহ আজকে আরো কিছু কালেকশন স্টক আউট হয়ে গেছে❌এক আপু আমার  বাড়ি ...
28/06/2021

আসসালামু আলাইকুম

আজকে আমি সেল আপডেট দিতে আসছি
আলহামদুলিল্লাহ আজকে আরো কিছু কালেকশন স্টক আউট হয়ে গেছে❌
এক আপু আমার বাড়ি থেকে এসে নিয়ে গেছে
খুবই সুন্দর কালেকশন গুলো পারচেইজ করেছে😍
👉ক্রাউন কালেকশন একটি
👉নন ব্রাইডাল সেট দুইটি
সাথে একটি ফিঙ্গার রিং গিফট🤷‍♀
আলহামদুলিল্লাহ ক্লাইন্ট খুশি 😊

আপনাদের পছন্দ হলে কালার ও ডিজাইন কাস্টমাইজড করে দেয়া যাবে।
বিস্তারিত তথ্যে জানতে ও অর্ডার করতে চটজলদি ইনবক্স করুন👇

আসসালামু আলাইকুম সবাইকেঅনেকদিন পর পেইজে পোস্ট করতে আসলাম😊আশা করি সবাই ভালো আছেন! আপুদের জন্য আজকে কিছু সুন্দর সব নন ব্রা...
25/06/2021

আসসালামু আলাইকুম সবাইকে

অনেকদিন পর পেইজে পোস্ট করতে আসলাম😊
আশা করি সবাই ভালো আছেন!

আপুদের জন্য আজকে কিছু সুন্দর সব নন ব্রাইডাল অরনামেন্টস নিয়ে আসলাম🤷‍♀
এই অরনামেন্টস গুলো কারোর ভালো লাগলে পেইজে ইনবক্স করুন👇
ধন্যবাদ❤

Rotna's unique collection Haldi bridal ornamentsAll ornaments made by me🥰🥰🥰আমার বিউটিফুল ক্লাইন্ট জুলফা হক বিভা😍😍মাশাআল্...
20/06/2021

Rotna's unique collection
Haldi bridal ornaments
All ornaments made by me🥰🥰🥰

আমার বিউটিফুল ক্লাইন্ট জুলফা হক বিভা😍😍
মাশাআল্লাহ তাকে অনেক সুন্দর লাগছে আমার পেইজের হলুদের গহনায়❤❤

P.C Ahmed’s Photography

কেউ নিতে চাইলে কালার ও ডিজাইন কাস্টমাইজড করে দেওয়া যাবে!
বিস্তারিত জানতে ও অর্ডার করতে ইনবক্স করতে হবে 👇

ধন্যবাদ ❤

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই স্লিপার গুলো অনেক কমফোর্টেবল এবং আরামদায়ক। যেকোনো ড্রেসের সাথে মানানসই। দেখতে খুবই ...
19/06/2021

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
এই স্লিপার গুলো অনেক কমফোর্টেবল এবং আরামদায়ক।
যেকোনো ড্রেসের সাথে মানানসই।
দেখতে খুবই সুন্দর।

Colour :Black
Size:37,38,39,40,41

Pre order😍 Pre order😍

✅To order, INBOX us with the following details :
(অর্ডার করার জন্য, আমাদের নিম্নলিখিত বিবরন অনুসরন করে ইনবক্সে এস এম এস করুন)
1) Your name( আপনার নাম )
2) Full home address( আপনার ঠিকানা )
3) Contact Number( মোবাইল নাম্বার )
4) Product Picture (পণ্যের ছবি)
5) Size( পন্যের সাইজ )/Colour(পন্যের রং)
6)50% advance needed for confirmation

ধন্যবাদ 🖤

আমাদের পেইজের সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ  আইটেমগুলো!! অর্ডার করার জন্য এবং  বিস্তারিত জানার জন্য ইনবক্স করুন!!👇 অর্ডার ...
15/06/2021

আমাদের পেইজের সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ আইটেমগুলো!! অর্ডার করার জন্য এবং বিস্তারিত জানার জন্য ইনবক্স করুন!!👇

অর্ডার করার আগে অবশ্যই পেইজে ফলো দিয়ে রাখবেন🤘

প্লিজ পোস্টটা বেশি বেশি শেয়ার করবেন!
ধন্যবাদ 🖤

Rotna's Unique Collection😍😍All ornaments made by me😊Order korte inbox korte hobe👇
12/06/2021

Rotna's Unique Collection😍😍
All ornaments made by me😊
Order korte inbox korte hobe👇

Few collection🌸🌻All ornaments made by me😍Kew aghulo nite chaile inbox korun👇Thank you❤
10/06/2021

Few collection🌸🌻
All ornaments made by me😍
Kew aghulo nite chaile inbox korun👇

Thank you❤

Pre order 😍 pre order 😍আজকে আপুদের জন্য একটা স্কার্ট কালেকশন নিয়ে আসলাম এটা এতো সুন্দর আর ইউনিক পড়তেও বেশ মানানসই! কালার...
07/06/2021

Pre order 😍 pre order 😍

আজকে আপুদের জন্য একটা স্কার্ট কালেকশন নিয়ে আসলাম
এটা এতো সুন্দর আর ইউনিক পড়তেও বেশ মানানসই!
কালার কম্বিনেশন গুলো অসম্ভব সুন্দর 😍
ছুটির দিনে ছুটি কাটাতে শার্ট ডিজাইনের হাফ স্কার্ট দুই পিস টাইডটি আপনার সংগ্রহে রাখতে পারেন, পরতে বেশ সুন্দর ও কমফোর্টেবল ফিল হবে!!🤗

Material : Cotton
Color : Mentioned as picture
Size : Free Standard

বিস্তারিত তথ্যের জন্য ইনবক্স করতে হবে👇

আসসালামু আলাইকুম  #সেল আপডেট নিয়ে আসলামআমার পেইজের খুবই সুন্দর এবং ইউনিক কালেকশন এর মধ্যে এটি অন্যতম। -লাল রঙের কাঠ গোলা...
06/06/2021

আসসালামু আলাইকুম

#সেল আপডেট নিয়ে আসলাম

আমার পেইজের খুবই সুন্দর এবং ইউনিক কালেকশন এর মধ্যে এটি অন্যতম।
-লাল রঙের কাঠ গোলাপ এর সাথে কালারফুল রেনু দিয়ে সেটটি তৈরি করা হয়েছে,
কালার কম্বিনেশন টা খুবই সুন্দর হয়েছে
পরলেও খুবই সুন্দর লাগে🤗

-নন ব্রাইডাল সেট এবং
-ফিঙ্গার রিং😍

এক আপু দ্বিতীয় বারের মতো আমার পেইজের গহনা পারচেজ করলো...😊
ধন্যবাদ আপু সুন্দর সুন্দর গহনা গুলো বাছাই করার জন্য।😘
আশা করি সবসময় আমাদের পেইজের পাশেই থাকবেন❤

ধন্যবাদ🖤

আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি প্রথমবার চাইনিজ ড্রেস এর অর্ডার নিচ্ছি।অসম্ভব সুন্দর একটা রঙলাল,নীল মিশেলে এ যেন এক দার...
05/06/2021

আসসালামু আলাইকুম সবাইকে

আজকে আমি প্রথমবার চাইনিজ ড্রেস এর অর্ডার নিচ্ছি।
অসম্ভব সুন্দর একটা রঙ
লাল,নীল মিশেলে এ যেন এক দারুন কম্বিনেশন।।😍😍
ঈদকে সামনে রেখে প্রি অর্ডার নিচ্ছি এই ড্রেসের।।👗

মেটেরিয়ালঃ শিফন সাথে সিল্ক ইনার
সাইজঃ ৩২-৩৮ পর্যন্ত
লংঃ ৫২

কোমরে বেল্ট সাথে ঝুনঝুন, আছে চেইনও।
ড্রেসটি চায়না থেকে সরাসরি ইমপোর্ট করা।❤️

বিস্তারিত তথ্যের জন্য ইনবক্স প্লিজ 👇

03/06/2021

চাইনিজ প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি....🤷‍♀
সবার সহযোগিতা কামনা করছি🤗❤

আসসালামু আলাইকুম ❤হলুদের অরনামেন্টব্রাইডাল সেট /নন ব্রাইডাল সেট 🌸এটা এক আপুর বিয়ের অর্ডার ছিলো🤷‍♀সামনাসামনি দেখতে খুবই স...
01/06/2021

আসসালামু আলাইকুম ❤

হলুদের অরনামেন্ট
ব্রাইডাল সেট /নন ব্রাইডাল সেট 🌸
এটা এক আপুর বিয়ের অর্ডার ছিলো🤷‍♀
সামনাসামনি দেখতে খুবই সুন্দর 😍

কেউ নিতে চাইলে কালার ও ডিজাইন কাস্টমাইজড করা যাবে
বিস্তারিত জানতে ও অর্ডার করতে পেইজে ইনবক্স করুন!!

ধন্যবাদ 🖤

আসসালামু আলাইকুম নতুন ডিজাইন হলদি ব্রাইডাল অরনামেন্টএটা বিয়ের কনের বিশেষ অর্ডার ছিলো😍গহনাটা সামনাসামনি দেখতে অনেক বেশি স...
08/05/2021

আসসালামু আলাইকুম

নতুন ডিজাইন
হলদি ব্রাইডাল অরনামেন্ট
এটা বিয়ের কনের বিশেষ অর্ডার ছিলো😍
গহনাটা সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর 🌸🌸🌸
আশা করি ব্রাইড আপুকেও সুন্দর লাগবে😍

কোনো আপুর পছন্দ হলে কালার ও ডিজাইন কাস্টমাইজড করে দেয়া যাবে🤷‍♀
প্রাইসও খুবই রিজেনেবল।
বিস্তারিত জানতে ও অর্ডার করতে ইনবক্স করুন!!

ধন্যবাদ ❤

Address

Mohanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rotna's Unique Collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rotna's Unique Collection:

Share

Category