কৃষি বাড়ি

কৃষি বাড়ি � যারা ছাদে অথবা বারান্দায় ১২ মাসি সবজি চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকে এই অফার।

29/09/2025

আমাদের আজকের ডেলিভারি বিদেশি মিষ্টি আঙ্গুরের চারা গুলো চলে যাচ্ছে যারা অর্ডার করছেন তাদের জন্য

26/09/2025

চায়না হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল এই মরিচের বীজ যাদের লাগবে দ্রুত পিরি অর্ডার করতে পারেন আর অল্প কিছু দিনের মধ্যে চায়না থেকে আমাদের কাছে এসে পৌঁছে যাবে ইনশাল্লাহ খুবই সামান্য পরিমাণ চায়না থেকে এই মরিচের বীজ প্রথমে ইমপোর্ট করছি যারা নিবেন দ্রুত অর্ডার করবেন
What's up 01926-881485

26/09/2025

আমাদের আজকের একজন কাস্টমার চারার ভিডিও চাইছিল তার জন্য করা

26/09/2025

I got over 1,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

15/09/2025

🌿 12 মাসি সজিনা বীজ – বছরজুড়ে পুষ্টি ও আয়!

সারা বছর চাষযোগ্য বারোমাসি সজিনা এখন সহজেই আপনার হাতের কাছে!

✅ দ্রুতবর্ধনশীল
✅ প্রচুর পুষ্টিগুণ
✅ কম জায়গায় বেশি ফলন

🏡 বাড়ির আঙিনা বা ছাদে লাগাতে পারবেন
👉 বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হতে পারবেন
🌿 বিশ্ববিখ্যাত সাজনা বীজ OdC3 বীজ কেন চাষ করবেন ?
দ্রুত ফলন: বীজ বপনের ৫-৬ মাসের মধ্যে ফুল আসে এবং ৭ মাসের মধ্যে সাজনা সংগ্রহ করা যায়।

উচ্চ ফলনশীলতা: প্রতি গাছে গড়ে ৩০০টি সাজনা ধরে, যা প্রতি একরে বছরে প্রায় ২৫-৩০ টন ফলন দেয়।

সাজনা আকার ও স্বাদ: প্রতিটি সাজনা ২ থেকে ২.৫ ফুট লম্বা, ২.৫ ইঞ্চি ব্যাস, এবং ওজনে ৭০-৮০ গ্রাম হয়।

ফলন সময়কাল: বছরে দুইবার ফুল আসে, যা এক বছরে মোট ৮ মাস ফলন নিশ্চিত করে।

১ প্যাকেটে বীজ পাবেন ২০-২৫ পিস।
১ প্যাকেট বীজ দিয়ে আপনি সাত শতক জায়গা লাগাতে পারবেন

🚚 আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি
✅ অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ঠিকানা আর মোবাইল নাম্বারটি দিবেন
What's up 01791145437

06/09/2025

নরসিংদী থেকে ফয়সাল ভাই যারা গেল অর্ডার করছে দশ পিস তার জন্য আজকে চলে যাচ্ছে এভাবে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে মিষ্টি আঙ্গুরের চারা চলে যাচ্ছে

05/09/2025

বিসমিল্লাহ এগ্রো নার্সারিতে চলে যাচ্ছে গাজীপুর

02/09/2025

আমাদের সম্মানিত কাস্টমার লিটন ভাই তিনি ডেলিভারি চার্জ এডভান্স করে ছিল তাকে কেমন চারা দেবো একটু কনফিউশনে ছিলেন যার কারণে তার জন্য ভিডিওটা করছিলাম

⭕️⭕️কাটিং চারার যত্ন⭕️⭕️✅✅করণীয় 1. চারা হাতে পাওয়ার পর রেস্টে রাখা। রেস্টে রাখার নিয়ম হলো, চারাকে ঠান্ডা ছায়া যুক্ত জায়গ...
02/09/2025

⭕️⭕️কাটিং চারার যত্ন⭕️⭕️

✅✅করণীয়

1. চারা হাতে পাওয়ার পর রেস্টে রাখা। রেস্টে রাখার নিয়ম হলো, চারাকে ঠান্ডা ছায়া যুক্ত জায়গায় রেখে দেয়া, গোড়া শুকনা থাকলে সন্ধ্যার পর সামান্য পানি দেয়া। সাধারণ 5/6 দিন রেস্টে রাখলে চারা সুস্থ সবল হয়ে যায় (চারার অবস্থা অনুযায়ী)
2. যদি চারা সাইজে ছোট হয়, তাহলে 7/8 লিটার পাত্রে রোপন করা। 2/2.5 মাস ওই পাত্রেই বড় করে মাটিতে/ড্রামে রোপন করা।
3. চারা সাইজে বড় হলে, সরাসরি মাটিতে রোপন করা মাটিতে/ড্রামে যেখানেই রোপন করা হোক, তার আগে মাটি প্রস্তুত করে নিতে হবে, শুরুর দিকে 40% ভার্মি কম্পোস্ট বা (যৈব সার)+ 40% বেলে দোআঁশ মাটি+ 20% বালি+
(100 gm দানাদার কার্বোফুরান ) দিয়ে মাটি প্রস্তুত করে চারা রোপন করতে পারেন।
✳️✳️✳️4. চারাকে শেপ দেয়ার চিন্তা প্রথম বছর না করাই ভালো, পরের বছর যখন প্রুনিং করবেন তখন শেপ দেয়া বেস্ট।

❌❌বর্জনীয়

1. বেশি ছোট চারা সারাক্ষন রোদ লাগে এমন জায়গায় না রোপন করা
2. অতিরিক্ত পানি না দেয়া।
✴️✴️✴️3. ভুলেও পাতা না ফেলা, যেকোনো গাছের মূল শক্তি প্রথমে পাতা, দ্বিতীয় শিকড়। পাতা থাকলেই শিকড় বাড়বে, আর শিকড় ভালো থাকলে গাছে বেশি পুষ্টি যাবে।
✳️✳️✳️4. শেপ দেয়ার ধান্দায় পরে, চারা গাছ বিকলঙ্গ না করা।
গাছের কুশি অগ্রভাগে অক্সিন হরমোন তৈরি হয় যেটি শিকড়ের গ্রোথ বাড়িয়ে দেয়। ছোট চারাই ডাল পালা বেশি থাকলে, খুব ভালো শিকড়ের গ্রোথ হয়। ফলে এই চারা আর মরার ভয় থাকে না। যখন পরের বছর শীতের পর এই গাছ প্রুনিং করে সেপ দিবেন, বেস্ট কোয়ালিটি গাছ তৈরি হবে।
এটা আবার বেয়াররুট এর জন্য এতটা বাধ্যতামূলক না, কারণ বেয়াররুট এর চারার বয়স 1 yr + হয়। তবে বাণিজ্যিক বাগান গুলোতে বেয়াররুট এর ক্ষেত্রেও সেম নিয়ম মানা হয়।
ধন্যবাদ।

28/08/2025

ওয়াই-আকৃতির আঙ্গুর গাছ তৈরির জন্য, একটি সুস্থ এবং শক্তিশালী চারা বেছে নিন। প্রথমত, গাছটি যখন প্রায় এক মিটার লম্বা হবে, তখন প্রধান কাণ্ডটিকে একটি Y-আকৃতির কাঠামোযুক্ত লাঠির সাহায্যে সোজা হয়ে দাঁড়ানোর জন্য বেঁধে দিন। তারপর, Y-এর দুটি ডাল থেকে দুটি প্রধান শাখা বের হতে দিন এবং এই শাখাগুলোর বৃদ্ধিতে সহায়তা করুন, যা পরে Y-আকৃতির কাঠামোতে আঙ্গুর ধরে রাখতে সাহায্য করবে যা এ ভিডিওতে দেখানো হয়েছে খুব ভালোভাবে

28/08/2025

আপনার ছাদে বা বাড়ির সামনে যদি এমন একটা আঙ্গুরের বাগান থাকে তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে?

27/08/2025

আঙ্গুর গাছ কাটিং

Address

Khulna
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when কৃষি বাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কৃষি বাড়ি:

Share