02/09/2025
⭕️⭕️কাটিং চারার যত্ন⭕️⭕️
✅✅করণীয়
1. চারা হাতে পাওয়ার পর রেস্টে রাখা। রেস্টে রাখার নিয়ম হলো, চারাকে ঠান্ডা ছায়া যুক্ত জায়গায় রেখে দেয়া, গোড়া শুকনা থাকলে সন্ধ্যার পর সামান্য পানি দেয়া। সাধারণ 5/6 দিন রেস্টে রাখলে চারা সুস্থ সবল হয়ে যায় (চারার অবস্থা অনুযায়ী)
2. যদি চারা সাইজে ছোট হয়, তাহলে 7/8 লিটার পাত্রে রোপন করা। 2/2.5 মাস ওই পাত্রেই বড় করে মাটিতে/ড্রামে রোপন করা।
3. চারা সাইজে বড় হলে, সরাসরি মাটিতে রোপন করা মাটিতে/ড্রামে যেখানেই রোপন করা হোক, তার আগে মাটি প্রস্তুত করে নিতে হবে, শুরুর দিকে 40% ভার্মি কম্পোস্ট বা (যৈব সার)+ 40% বেলে দোআঁশ মাটি+ 20% বালি+
(100 gm দানাদার কার্বোফুরান ) দিয়ে মাটি প্রস্তুত করে চারা রোপন করতে পারেন।
✳️✳️✳️4. চারাকে শেপ দেয়ার চিন্তা প্রথম বছর না করাই ভালো, পরের বছর যখন প্রুনিং করবেন তখন শেপ দেয়া বেস্ট।
❌❌বর্জনীয়
1. বেশি ছোট চারা সারাক্ষন রোদ লাগে এমন জায়গায় না রোপন করা
2. অতিরিক্ত পানি না দেয়া।
✴️✴️✴️3. ভুলেও পাতা না ফেলা, যেকোনো গাছের মূল শক্তি প্রথমে পাতা, দ্বিতীয় শিকড়। পাতা থাকলেই শিকড় বাড়বে, আর শিকড় ভালো থাকলে গাছে বেশি পুষ্টি যাবে।
✳️✳️✳️4. শেপ দেয়ার ধান্দায় পরে, চারা গাছ বিকলঙ্গ না করা।
গাছের কুশি অগ্রভাগে অক্সিন হরমোন তৈরি হয় যেটি শিকড়ের গ্রোথ বাড়িয়ে দেয়। ছোট চারাই ডাল পালা বেশি থাকলে, খুব ভালো শিকড়ের গ্রোথ হয়। ফলে এই চারা আর মরার ভয় থাকে না। যখন পরের বছর শীতের পর এই গাছ প্রুনিং করে সেপ দিবেন, বেস্ট কোয়ালিটি গাছ তৈরি হবে।
এটা আবার বেয়াররুট এর জন্য এতটা বাধ্যতামূলক না, কারণ বেয়াররুট এর চারার বয়স 1 yr + হয়। তবে বাণিজ্যিক বাগান গুলোতে বেয়াররুট এর ক্ষেত্রেও সেম নিয়ম মানা হয়।
ধন্যবাদ।