
16/08/2025
আজ আমাদের প্রিয় রক আইকন, বাংলার সংগীতের মহীরুহ আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন।
শুভ জন্মদিন, রক আইকন আইয়ুব বাচ্চু।
আজ আমাদের প্রিয় রক আইকন, বাংলার সংগীতের মহীরুহ আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন।
তিনি শুধু একজন গিটারিস্ট বা কণ্ঠশিল্পী ছিলেন না, তিনি ছিলেন আমাদের প্রজন্মের অনুপ্রেরণা, স্বপ্ন দেখার সাহস জোগানো এক পথপ্রদর্শক।
আজ তিনি আমাদের মাঝে নেই—তবুও তাঁর গান, তাঁর সুর, তাঁর দর্শন এখনো বেঁচে আছে কোটি ভক্তের হৃদয়ে।
“চলো বদলে যাই” কেবল একটি গান নয়, এটি আমাদের জীবনের মন্ত্র হয়ে আছে।
আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন আমাদের প্রিয় আইয়ুব বাচ্চু–কে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
লাখো মানুষের ভালোবাসা ও দোয়ায় আপনার ওপারের জীবন হোক শান্তিময়।
শুভ জন্মদিন, রক আইকন আইয়ুব বাচ্চু।