22/09/2025
মিতা দিদির অধিবাস❤️
সিঁদুর মাখিয়ে দিলাম, তুমি আরো রাঙিয়ে থেকো—নতুন জীবনের শুরু আজ, অচেনা এক সম্পর্কের পরিণতি। পরিচয় ছিল ক্ষণিকের, কিন্তু প্রতিশ্রুতি চিরকালের। বিয়ের মঞ্চে তোমার লাজুক চোখ, শুভ্র সাজ, আর আমার কাঁপা হাত—সব মিলিয়ে এক অনুভব, যা ভাষায় বলা যায় না। হয়তো এখনও ভালোবাসা পুরোপুরি জন্ম নেয়নি, তবুও বিশ্বাসটা গেঁথে গেছে হৃদয়ের গভীরে। এই সিঁদুর শুধু একটি রীতিই নয়, এটি তোমার আমার বন্ধনের প্রতীক। তুমি আমার জীবনকে রাঙিয়ে দিও হাসিতে, বিশ্বাসে আর কোমল স্পর্শে। নতুন পথচলায় থাকুক শ্রদ্ধা, সহমর্মিতা আর শান্তির ছায়া। একসাথে কাটুক বাকি দিনগুলো ভালোবাসার রঙে।
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো মিতা দিদি জন্য যেনো আপনাদের দাম্পত্য জীবন আরো সুখের ও সুন্দর হয়❤️
''We make your moments memorable''
Photographer - Anik Das
All rights reserved by- Sriticharona Photography
#অধিবাস
Send a message to learn more