
14/08/2025
অঘোরে ঘুমোচ্ছে এমন মানুষকে জাগানোই কতো কঠিন, আর ভারতের মতো বিশাল দেশ যখন জড়তা আর নির্জীবতার ঘুমে ঘুমিয়ে পড়ে, তাকে জাগানো ? স্বয়ং ঈশ্বরের অবতার ভিন্ন তার সাধ্যি আর কারুর নেই। কিন্তু কীভাবে স্বামীজী ভারতকে জাগালেন ? কয়েকটি শব্দ উচ্চারণের মাধ্যমে; যে শব্দগুলি পরবর্তীকালে 'Lectures from Colombo to Almorah' বা 'ভারতে বিবেকানন্দ' শীর্ষক বক্তৃতামালা-রূপে প্রকাশিত হয়েছে। বিবেকচিন্তনের পাতায় প্রতিদিন প্রকাশিত হচ্ছে এইরূপ এক শব্দবন্ধ, যাকে 'দেশ-জাগানোর মন্ত্র' বললে আদৌ অত্যুক্তি হয় না। এই মন্ত্রের অভিঘাতে আমাদের প্রত্যেকের ঘুমন্ত চেতনাও জাগরিত হয়ে উঠুক, এই প্রার্থনা জানাই।