Alhamdulillah Qubool

Alhamdulillah Qubool Where Beautiful Beginnings Start. https://aq.aiyaanbd.com/

অফার! অফার! অফার!🔖 এখন প্রিমিয়াম ভেলভেট কভারড কাস্টম নিকাহ বুকলেট পাচ্ছেন মাত্র ১৪৯০ টাকায়।- প্রতিটি বুকলেটের সাথে থাকছ...
12/08/2025

অফার! অফার! অফার!

🔖 এখন প্রিমিয়াম ভেলভেট কভারড কাস্টম নিকাহ বুকলেট পাচ্ছেন মাত্র ১৪৯০ টাকায়।

- প্রতিটি বুকলেটের সাথে থাকছে —
- একটি ফুল-ডেকোরেটেড কলম
- একটি সিল প্যাড একেবারে ফ্রি!

🎨 রঙঃ Navy Blue, Black, Maroon
🚚 সারা দেশে হোম ডেলিভারি একদম ফ্রি!

আপনার "ক্বুবুল" মুহূর্ত হোক আরও মার্জিত ও স্মরণীয়।
অর্ডার করতে ইনবক্স করুন এখনই।

বৃষ্টি পড়ছে ঝুপঝুপ করে।বারান্দায় বসে আছেন মেহেরজান। হাতে কফির কাপ, চোখ ভিজে আছে কেবল বৃষ্টিতে নয়, অতীতের স্মৃতিতে।দেয়ালে...
12/08/2025

বৃষ্টি পড়ছে ঝুপঝুপ করে।
বারান্দায় বসে আছেন মেহেরজান। হাতে কফির কাপ, চোখ ভিজে আছে কেবল বৃষ্টিতে নয়, অতীতের স্মৃতিতে।
দেয়ালের দিকে তাকালেই চোখ আটকে যায় এক ফ্রেমে। নীলাভ প্যাস্টেল রঙের সেই ফ্রেমে ঝুলছে তাঁদের নিকাহনামা—
“Saafinah-e-Mawaddah” Nikahnama – Blue Serenity।
কোরআনের আয়াতের নিচে তাঁর আর স্বামীর নাম, সেদিনের তারিখ সব এখনো তাজা। যেন কালকেই হয়েছিল সেই মুহূর্ত।
তিনি মনে করতে থাকেন, সেই প্রথম বৃষ্টির দিন। বিয়ের পর দু’জনে মিলে এই বারান্দা থেকেই আকাশ দেখেছিলেন। হাসিমুখে বলেছিলেন—
“ আমাদের বন্ধন হোক এই বৃষ্টির মতো— নীরব, শান্ত, আর সারা জীবন চলমান।”
ক’দিন পরেই হার্ট অ্যাটাকে তিনি চলে গেলেন। কিন্তু এই ফ্রেম, এই নিকাহনামা, মেহেরজানের কাছে কেবল এক টুকরো কাগজ নয়। এটা যেন তাঁর হাসি, তাঁর দৃষ্টি, আর তাঁর ভালোবাসার এক নীরব স্মারক।
আজ বৃষ্টির শব্দে, কফির গন্ধে, আর দেয়ালে ঝুলে থাকা সেই ফ্রেমে তিনি যেন আবার ফিরে পান তাঁর স্বামীকে।
কারণ কিছু বন্ধন আছে, যেগুলো সময়, দূরত্ব কিংবা মৃত্যু কিছুই ছিঁড়ে ফেলতে পারে না।
"কিছু ভালোবাসা আছে, যা মৃত্যুর পরও বেঁচে থাকে ফ্রেমে বাঁধানো নিকাহনামার মতো নীরবে, গভীরে।"
আপনার বিয়ের স্মৃতিকে এমন ভালোবাসায় ভরা, শান্তির রঙে মোড়া একটি স্মারকে ধরে রাখতে চাইলে, “Saafinah-e-Mawaddah” Nikahnama – Blue Serenity হতে পারে আপনার হৃদয়ের ঠিকানা।
অর্ডার লিংক কমেন্টে…

One word. One bond. One booklet.Your Nikah deserves more than paper — it deserves purpose.Alhamdulillah Qubool's custom ...
07/08/2025

One word. One bond. One booklet.
Your Nikah deserves more than paper — it deserves purpose.
Alhamdulillah Qubool's custom Nikah folders now available with floral pens.

28/07/2025

দাম্পত্য কলহ নিরসনে ইসলামের অপার শিক্ষা

আজকের সমাজে দাম্পত্য কলহ যেন এক নিত্যদিনের চিত্র। প্রতিদিন খবরের শিরোনামে উঠে আসে স্বামী-স্ত্রীর মাঝে তুচ্ছ বিষয়ে ঝগড়া থেকে শুরু করে ভয়ানক ট্র্যাজেডির ঘটনা। অথচ ইসলামের আলোকে যদি আমরা জীবন গড়ে তুলতাম, এসব জটিলতা অনেকটাই কমে যেত। কারণ ইসলাম শুধু নামায-রোযার ধর্ম নয়; বরং জীবনের প্রতিটি ক্ষেত্রেই এটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দেয়, বিশেষ করে দাম্পত্য জীবনে।

স্বামী ও স্ত্রী—এই দুটি সত্ত্বা আল্লাহ তাআলা পরস্পরের জন্য ‘লিবাস’ হিসেবে বর্ণনা করেছেন। লিবাস যেমন দেহকে আড়াল করে, তেমনি স্ত্রী-স্বামীর দুর্বলতা, অনুভূতি, চাহিদা ও ব্যথাবেদনা পরস্পরের মধ্যেই গোপন থাকা উচিত। কিন্তু বাস্তবতা হচ্ছে, দাম্পত্য সম্পর্কে আমরা অধিকার আদায়ে যতটা জোর দেই, কর্তব্য পালনে ততটা সচেতন থাকি না।

ইসলামের দৃষ্টিতে একজন স্ত্রীর জন্য যেমন কিছু গুরুদায়িত্ব রয়েছে—স্বামীর সন্তুষ্টি অর্জন, ঘরের হেফাজত, চাহিদা সীমার মধ্যে রাখা, তেমনি স্বামীরও রয়েছে দায়িত্ব—ভরণ-পোষণের যথাযথ ব্যবস্থা, স্ত্রীর প্রতি সহনশীলতা ও আদর-ভালোবাসা বজায় রাখা।

শুধু এতেই শেষ নয়, ইসলাম বলেছে, দাম্পত্য কলহ দেখা দিলে প্রথমে স্বামী-স্ত্রী পরস্পরের সঙ্গে খোলামেলা কথা বলুক। সমাধান না হলে অভিভাবক বা শুভাকাঙ্ক্ষীদের সাহায্য নিক। তাও যদি না হয়, তখন বিচ্ছেদই হোক শেষ উপায়, তা-ও সম্মানের সঙ্গে। কিন্তু আজ আমরা এর পুরো উল্টো পথে চলছি। সামান্য অভিমানেই বিচার বসে যায়, সামাজিক মিডিয়ার মতামতেই রায় হয়ে যায়—যা কখনোই ইসলামের পথ হতে পারে না।

আপনি যদি চান, আপনার পরিবারে শান্তি ও প্রশান্তি নেমে আসুক, তাহলে ফেরত যান সেই মূল কথায়—ইসলামের শিক্ষার ছায়ায়। প্রত্যেকে যদি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করে, তবে ভুল বোঝাবুঝির সুযোগ অনেকটাই কমে যায়। কারণ তখন সবাই চায়, কেবল নিজের অধিকারে নয়, অন্যের অধিকার আদায়ে নিজেকে এগিয়ে দিতে।

আল্লাহ আমাদের পরিবারগুলোকে ভালোবাসা, সম্মান ও ইসলামের আলোকে সাজিয়ে তোলার তাওফিক দান করুন।

ইতিহাসের গভীর থেকে উঠে আসা এক প্রেমপত্র। এর নকশায় মিশে আছে ঐতিহ্যবাহী পারস্যের টাইলওয়ার্ক থেকে অনুপ্রাণিত মনোমুগ্ধকর নীল...
28/07/2025

ইতিহাসের গভীর থেকে উঠে আসা এক প্রেমপত্র।

এর নকশায় মিশে আছে ঐতিহ্যবাহী পারস্যের টাইলওয়ার্ক থেকে অনুপ্রাণিত মনোমুগ্ধকর নীলকান্তমণির মতো পুষ্পশোভিত নকশা। প্রতিটি পাপড়ি, প্রতিটি রেখা যেন সযত্নে আঁকা ভালোবাসার এক নিবেদন। এই নিপুণ কারুকার্য আপনার নতুন জীবনের সূচনাকে দেয় এক রাজকীয় আভিজাত্য। এর ডিজাইন কেবল চোখকেই মুগ্ধ করে না, হৃদয়েও এনে দেয় এক গভীর প্রশান্তি, যেন শান্তি ও ভালোবাসার এক চিরন্তন বার্তা।
আমরা জানি, আপনার ভালোবাসার গল্পটি একান্তই আপনার। আর তাই, এই নিকাহনামা যেন আপনার সেই গল্পেরই একটি শৈল্পিক অধ্যায়। এটি শুধু আপনার বিয়ের দলিল নয়। এটি আপনার ভালোবাসার পবিত্র বন্ধনের এক অমর শিল্পকর্ম। এটি এমন এক শিল্প যা আপনার কালজয়ী বৈবাহিক সম্প্রীতির বার্তা বহন করে।
আপনার নতুন পথচলার সূচনা হোক এমনই এক মার্জিত, অর্থবহ এবং শৈল্পিক স্মারকের মাধ্যমে। আইয়ানের "সাপফায়ার পেটাল নিকাহনামা" যেখানে সৌন্দর্য আর পবিত্র বন্ধন মিলেমিশে একাকার, যা আপনার ভালোবাসার গল্পকে দেয় এক নতুন মাত্রা।
আপনার ভালোবাসার বন্ধনকে শৈল্পিকরূপে ধারণ করুন আজই!
অর্ডার করুন আইয়ানের সাপফায়ার পেটাল নিকাহনামা।
অর্ডার লিংক কমেন্টে...

#নিকাহনামা #ইসলামিকবিবাহ #বিবাহস্মারক #ঘরসজ্জা #ঐতিহ্যবাহীশিল্প

28/07/2025

“রাব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাক্বীর”— এই এক বাক্যে আছে কৃতজ্ঞতা, প্রশংসা আর দোয়ার সমন্বয়। এই বাক্য বলার কারণে আল্লাহ মুসা আলাইহিস সালামকে স্ত্রী, বাসস্থান এবং কর্ম দিয়েছিলেন।

— ইবন আশূর (রাহিমাহুল্লাহ)
[আত-তাহরীর ওয়াত-তানওয়ীর: ২০/৩৮৮]

Alhamdulillah Quboolআপনার বিশেষ দিনকে স্মরণীয় করে রাখুন নান্দনিক Nikahnama ফ্রেমের মাধ্যমে।নাম, তারিখ, হিজরি-ইংরেজি—সবকি...
20/07/2025

Alhamdulillah Qubool
আপনার বিশেষ দিনকে স্মরণীয় করে রাখুন নান্দনিক Nikahnama ফ্রেমের মাধ্যমে।
নাম, তারিখ, হিজরি-ইংরেজি—সবকিছুই ব্যক্তিগতকৃত।
ঘর সাজানো বা উপহারের জন্য নিখুঁত একটি স্মারক।
অর্ডার ও বিস্তারিত জানতে ইনবক্স করুন।





এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে গেছেন। হেঁটে হেঁটে তারা পৌঁছালেন বানরের খাঁচার সামনে। দেখলেন, একজোড়া বানর...
15/07/2025

এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে গেছেন। হেঁটে হেঁটে তারা পৌঁছালেন বানরের খাঁচার সামনে। দেখলেন, একজোড়া বানর দৌড়ঝাঁপ করছে, একে অপরকে ধরে খুনসুটি করছে। স্ত্রী হাসতে হাসতে বললেন,
“দেখো! কী চমৎকার, কী মিষ্টি তাদের ভালোবাসা। একসাথে খেলছে, হাসছে, সময় কাটাচ্ছে।”
এরপর তারা একটু এগিয়ে গিয়ে দাঁড়ালেন সিংহের খাঁচার সামনে। দেখলেন, এক কোণায় সিংহ একা চুপচাপ বসে আছে। কিছুটা দূরে সিংহী, একাকী খেলছে, কিন্তু সিংহের কোন উৎসাহ নেই, কোন আগ্রহ নেই। স্ত্রী আফসোস করে বললেন,
“হায়, কত নিরস, কত একঘেয়ে এদের ভালোবাসা। একসাথে থেকেও কত দূরে!”
লোকটি কিছু বললেন না।
কিন্তু হঠাৎই স্ত্রীকে কিছু বোঝানোর জন্য একটা ছোট্ট লাঠি ছুড়ে মারলেন সিংহীর দিকে।
দেখা গেল, চুপচাপ বসে থাকা সিংহটি মুহূর্তেই গর্জন করে উঠে দাঁড়ালো।
চোখ লাল, গলায় গর্জন, হুংকার ছড়িয়ে তেড়ে এল সিংহীকে রক্ষা করতে।
তারপর লোকটি বললেন,
“এবার চলো, আবার একবার বানরের খাঁচার সামনে যাই।”
ফিরে গিয়ে স্ত্রী বানরটিকে লক্ষ্য করলেন।
লোকটি এবার স্ত্রী বানরটিকে উদ্দেশ্য করে ছোট্ট একটা লাঠি ছুঁড়ে মারলেন।
কিন্তু স্ত্রী বানর কষ্ট পেয়ে একপাশে সরে গেল, আর পুরুষ বানর?
সে তো খেলার মধ্যেই মগ্ন। একটিবারও ফিরে তাকালো না, কিছু অনুভবও করলো না।
লোকটি এবার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন,
“ভালোবাসা বোঝা যায় কেবল বাহ্যিক হাঁসি-খুশি, আনন্দ কিংবা খুনসুটি দেখে?
আসল ভালোবাসা তো তখন প্রকাশ পায়,
যখন প্রিয়জন বিপদে পড়ে।
তখন কারা রক্ষা করতে ছুটে আসে, কারা নিরব থেকে হৃদয়ের গর্জন দিয়ে ছুটে আসে—সেটাই ভালোবাসার সত্যিকার চিত্র।”
আসল ভালোবাসা হচ্ছে সেই গায়রত, সেই হিফাযত, সেই আগলে রাখার মানসিকতা—যা বিপদের সময় সামনে এসে পড়ে। গায়রতহীন পুরুষ, সে পুরুষই নয়। আর বানরের মতো হাসি-ঠাট্টার প্রেম? সেটা দুর্বল, ভঙ্গুর।
সুতরাং বুঝে নিবেন—আপনার পাশে থাকা মানুষটা সিংহ, নাকি বানর।
তবে নিজেরও চেষ্টা থাকা উচিত—বানরের মত আচরণ না করে সিংহের গায়রত রাখার।
ভালোবাসা শুধু শব্দের খেলায় নয়, প্রমাণ হয় প্রয়োজনের মুহূর্তে।

© Aiyaan

09/07/2025

ইনশাআল্লাহ,
আপনার চিন্তাগুলোর শেষ
খুব শিগগিরই আসবে।

Send a message to learn more

02/07/2025

বাড়ির রান্নাঘরে একা একটা নারী,
একটা কাজ শেষ না হতেই আরেকটা এসে ভিড় করছে।
সন্তান একটু আগে কেঁদে উঠেছে, জামা ভিজে গেছে।
ওদিকে বাসনপত্র জমে আছে—
এই দৃশ্যটি আজ বহু নারীর প্রতিদিনের বাস্তবতা।

কিন্তু, যদি এই মুহূর্তে একজন স্বামী এগিয়ে এসে বলেন—“আমি কি সাহায্য করতে পারি?” তাহলে শুধুই কাজের গতি বাড়ে না,ভালোবাসা বেড়ে যায় কয়েকগুণ।
---
ঘরের কাজ কি শুধুই নারীর দায়িত্ব?
না, ইসলাম এমনটা বলেনি। বরং আমাদের প্রিয় নবী ﷺ তাঁর স্ত্রীদের সঙ্গে ছিলেন অত্যন্ত সহানুভূতিশীল, সহযোগী ও সদাচারী।

হযরত আয়েশা (রাঃ) বলেন:
> “রাসূলুল্লাহ ﷺ নিজ হাতে ঘরের কাজ করতেন।
> যখন নামাযের সময় হতো, তিনি উঠে যেতেন নামাযে।”
> — (সহীহ বোখারী, হাদীস ৬৭৬)

এটাই ছিল তাঁর নীতি।
নবী হয়েও, ওহির বাহক হয়েও তিনি বলেননি, “ঘরের কাজ তোমার, আমি তো ব্যস্ত!” বরং ঘরের কাজও তিনি সম্মানিত করে তুলেছিলেন।

---
সহযোগিতা মানেই সম্পর্কের গভীরতা
যখন একজন স্বামী স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করেন,তখন স্ত্রী কেবল কাজের সুবিধা পান না—তিনি অনুভব করেন, “আমার কষ্ট সে বুঝতে চায়। আমি একা নই।” এটাই স্নেহ। এটাই ইসলাম। এভাবেই গড়ে ওঠে এক জান্নাতি পরিবেশ—যেখানে কাজের ফর্দ নেই, আছে সহানুভূতির হাত।

---
শিশুদের জন্য বাস্তব শিক্ষা

শিশুরা দেখলে শেখে। যদি সন্তান দেখে—“আমার বাবা মায়ের পাশে দাঁড়ায়,” তাহলে ভবিষ্যতের সমাজে সেই সন্তানও দায়িত্বশীল হয়ে ওঠে।
এই একটিমাত্র অভ্যাস—ঘরের কাজে সহযোগিতা—একটি প্রজন্মের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে।

---
সুন্নাহ মানে শুধু দাড়ি-টুপি নয়, আচরণও। অনেক সময় আমরা সুন্নাহ বলতে শুধু বাহ্যিক কিছু বুঝি।কিন্তু আচরণগত সুন্নাহ—যেমন স্ত্রীকে সহযোগিতা করা—তা আমাদের ঘর, মন এবং সম্পর্ক—সব জায়গায় আলো ছড়িয়ে দেয়।
এবং হ্যাঁ, এ কাজও ইবাদত—যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি।

Send a message to learn more

বন্ধুর বিয়েতে কি গিফট দিবেন ভাবছেন? বিয়েতে ডিনারসেট অথবা ফার্নিচার গিফট করা আজকাল খুবই কমন একটি ট্রেন্ড। আর এই ট্রেন্ড ফ...
21/02/2025

বন্ধুর বিয়েতে কি গিফট দিবেন ভাবছেন?

বিয়েতে ডিনারসেট অথবা ফার্নিচার গিফট করা আজকাল খুবই কমন একটি ট্রেন্ড। আর এই ট্রেন্ড ফলো করতে গিয়ে দেখা যায় বর-কনে একই গিফট পান অনেকগুলো, যা তাদের তেমন কোনো কাজে আসে না!

আমার মত আপনিও যদি ভিন্ন কিছু দেয়ার চিন্তা করে থাকেন - আপনার জন্য আমাদের "নিকাহনামা ফ্রেম", যা আপনার বন্ধু সারাজীবন স্মৃতি হিসেবে আগলে রাখবে, এবং সাজিয়ে রাখবে ড্রইং রুমে অথবা দেয়ালে।

"নিকাহনামার" ডিজাইন দেখতে ক্লিক করুনঃ https://web.facebook.com/share/p/1BuW6qvAwT/

সাথে আরও নিতে পারেন - নিকাহ মিরর, নিকাহ পেন, নিকাহ দুপাট্টা!

ভেবে দেখেন, আপনার দেয়া গিফট একটা মানুষের সারাজীবনের স্মৃতি! সুযোগটা হাতছাড়া হবার আগেই অর্ডার করে ফেলুন।

আর হ্যা, আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারীতে প্রডাক্ট দিচ্ছি।

বিয়ের সারাটা দিন যেন অবিশ্বাস্য লাগছিলো ফাতিমার। ঘোরের মধ্যে ‘নিকাহ নামায়’ সাইন করতে গিয়ে কালিটি একটু ছড়িয়ে গেলে সাকিব হ...
19/02/2025

বিয়ের সারাটা দিন যেন অবিশ্বাস্য লাগছিলো ফাতিমার। ঘোরের মধ্যে ‘নিকাহ নামায়’ সাইন করতে গিয়ে কালিটি একটু ছড়িয়ে গেলে সাকিব হেসে বলেছিল,

- "এই দাগই প্রমাণ রাখবে, আমাদের গল্প নিখুঁত নয়, কিন্তু একেবারেই আমাদের!"

আজ ৪২ বছর পর, তাদের নাতনি ঐ একই ‘নিকাহ নামার’ দিকে আঙুল তুলে বলে - "নানু, এটা কি সেই কাগজ যেখানে তুমি নানাবাবাকে চিরকালের জন্য 'হ্যাঁ' বলেছিলে?"

ফাতিমা হাসেন। এই “নিকাহ নামাতেই” তো ধরা আছে তাদের চিরকালের গল্প।

আপনার ভালবাসাকে স্মরনীয় করে রাখতে নিকাহ নামা অর্ডার করুন আজই।
ডিজাইন দেখতে ক্লিক করুনঃ https://web.facebook.com/share/p/1BuW6qvAwT/

সাথে আরও অর্ডার করতে পারেন;
🖋️ নিকাহ পেনঃ লিখুন আপনার চিরস্থায়ী ওয়াদা
🔮 নিকাহ মিররঃ দেখুন একসাথে হাঁটা ভবিষ্যত
👰 নিকাহ দুপাট্টাঃ জড়িয়ে নিন বংশপরম্পরার ঐতিহ্য

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Alhamdulillah Qubool posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alhamdulillah Qubool:

Share